X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

শাই হোপের সেঞ্চুরিতে হোয়াইটওয়াশ আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক
১১ নভেম্বর ২০১৯, ২৩:২০আপডেট : ১১ নভেম্বর ২০১৯, ২৩:২০

সেঞ্চুরি পেয়েছেন শাই হোপ ভালো শুরু করেও তিন অঙ্কের ঘরে যাওয়া হচ্ছিল না শাই হোপের। আফগানিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডেতে এসে আপেক্ষটা দূর করলেন ক্যারিবিয়ান ওপেনার। তার সেঞ্চুরিতে তৃতীয় ও শেষ ওয়ানডে ৫ উইকেটে জেতার সঙ্গে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করার আনন্দে মেতেছে ওয়েস্ট ইন্ডিজ।

লখনউতে তিন হাফসেঞ্চুরিতে আফগানিস্তান নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে করে ২৪৯ রান। জবাবে হোপের হার না মানা ১০৯ রানে ভর দিয়ে ৫ উইকেট হারিয়ে ৮ বল আগে জয় নিশ্চিত করে ক্যারিবিয়ানরা। তাতে তিন ম্যাচের সিরিজ আগেই নিশ্চিত করা সফরকারীরা হোয়াইটওয়াশ করে আফগানদের।

প্রথম ওয়ানডেতে ৭৭ রানে অপরাজিত ছিলেন হোপ। দ্বিতীয় ম্যাচে করেছিলেন ৪৩ রান। আর শেষ ম্যাচ রাঙিয়ে নিলেন সেঞ্চুরিতে। ওয়ানডে ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি পূরণ করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি। ১৪৫ বলে ৮ বাউন্ডারি ও ৩ ছক্কায় অপরাজিত ছিলেন ১০৯ রানে।

অথচ শুরুতে অন্য এক ওয়েস্ট ইন্ডিজের দেখা মিলেছিল। মাত্র ৪ রানে তারা হারায় এভিন লুইস (১) ও শিমরন হেটমায়ারের (০) উইকেট দুটি। ওই জায়গা থেকে দলকে টেনে তোলেন হোপ ও ব্রেন্ডন কিং। অভিষিক্ত কিং ৫৬ বলে ৫ বাউন্ডারি ও ১ ছক্কায় করেন ৩৯ রান। নিকোলাস পুরান করে যান ২১ রান। আর অধিনায়ক কিয়েরন পোলার্ডের ব্যাট থেকে ২৬ বলে ১ চার ও ২ ছক্কায় আসে ৩২ রান। হোপের সঙ্গে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন ৪২ রানে অপরাজিত থাকা রোস্টন চেস।

আফগানিস্তানের সবচেয়ে সফল বোলার মুজিব উর রহমান। এই স্পিনার ৪৯ রান দিয়ে পেয়েছেন ২ উইকেট। একটি করে উইকেট নিয়েছেন রশিদ খান, মোহাম্মদ নবী ও শরাফউদ্দিন আশরাফ।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নামা আফগানদের হয়ে সর্বোচ্চ ৮৬ রান আসে আসগর আফগানের ব্যাট থেকে। ৮৫ বলের ইনিংসটি তিনি সাজান ৩ বাউন্ডারি ও ৬ ছক্কায়। হযরতউল্লাহ জাজাই ও মোহাম্মদ নবী দুজনই করেন ৫০ রান। ৪৪ রানে ৩ ‍উইকেট নিয়ে ক্যারিবিয়ানদের সফল বোলার কেমো পল।

দারুণ সেঞ্চুরিতে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন শাই হোপ। আর সিরিজসেরা পুরস্কার গেছে রোস্টন চেসের হাতে। ক্রিকইনফো

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিজিটাল থেকে স্মার্ট হওয়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ: স্পিকার
ডিজিটাল থেকে স্মার্ট হওয়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ: স্পিকার
মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে ২ জন আহত
মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে ২ জন আহত
ইউনিয়ন পরিষদেও প্রশাসক নিয়োগের বিধান হচ্ছে
ইউনিয়ন পরিষদেও প্রশাসক নিয়োগের বিধান হচ্ছে
মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইট তৈরির নির্দেশ
মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইট তৈরির নির্দেশ
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের
আমার কাছে ৪৫টি বাচ্চা আছে, ডিবিকে বলেন নিয়ে যেতে: আদালতে মিল্টন সমাদ্দার
আমার কাছে ৪৫টি বাচ্চা আছে, ডিবিকে বলেন নিয়ে যেতে: আদালতে মিল্টন সমাদ্দার