X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

অধিনায়কত্ব চাপ নয় মুমিনুলের জন্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ নভেম্বর ২০১৯, ২১:৪৫আপডেট : ১৩ নভেম্বর ২০১৯, ২১:৪৯

মুমিনুলের বিশ্বাস, অধিনায়কের দায়িত্ব তাকে আরও পরিণত করবে ব্যাটসম্যান হিসেবে তিনি পরীক্ষিত। সাত বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে টেস্ট খেলেছেন ৩৬টি, যেখানে সেঞ্চুরি আটটি আর ফিফটি ১৩টি। জাতীয় দলে অবশ্য অধিনায়কত্ব করার সুযোগ হয়নি। তবে ঘরোয়া ক্রিকেটে অধিনায়ক হিসেবে ভালোই অভিজ্ঞতা মুমিনুল হকের। বাংলাদেশ ‘এ’ দলকে নেতৃত্ব দিয়েছেন, হাই পারফরম্যান্স ইউনিট আর জাতীয় লিগেও অধিনায়কত্ব করেছেন তিনি। ইন্দোর টেস্টে বিরাট কোহলির সঙ্গে টস করতে নামার আগে তাই বেশ নির্ভার বাঁহাতি টপ অর্ডার ব্যাটসম্যান।

সাকিব আল হাসান নিষিদ্ধ হওয়ায় পর টেস্ট দলের অধিনায়ক হিসেবে মুমিনুলের ওপরে আস্থা রেখেছে বাংলাদেশ। মুমিনুলের বিশ্বাস, এই দায়িত্ব তাকে আরও পরিণত করবে। প্রথম টেস্টের আগে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘অধিনায়কত্ব পাওয়ার আগে যেভাবে ব্যাটসম্যান হিসেবে খেলেছিলাম, এখনও সেভাবেই খেলবো। নেতৃত্বের কিছু ইতিবাচক দিক আছে। অধিনায়কত্ব করলে ক্রিকেট জ্ঞান বাড়ানোর সুযোগ থাকে, কিছু বাড়তি দায়িত্ব থাকে। বিশেষ করে পারফরম্যান্সের গ্রাফ উন্নতি করতে অধিনায়কত্ব ভূমিকা রাখে।’

নতুন দায়িত্বকে বাড়তি চাপ হিসেবে দেখতে নারাজ মুমিনুল, ‘এটা আসলে মানসিক ব্যাপার। আমি মনে করি দলের জুনিয়র সদস্য হিসেবে এটা আমার জন্য একটা বড় সুযোগ। আমি ভীষণ রোমাঞ্চিত, এমন সুযোগ সবাই পায় না। চেষ্টা করবো সুযোগটা ভালোভাবে কাজে লাগানোর।’

দলের দুই সিনিয়র সদস্যের সমর্থন পেয়ে তিনি দারুণ খুশি, ‘সবচেয়ে ইতিবাচক ব্যাপার হলো, মুশফিক ও রিয়াদ ভাই আমাকে দারুণ সাপোর্ট দিচ্ছেন। দলের সবাই  পরিণত। আশা করি, প্রত্যেকে নিজের দায়িত্ব ঠিকমতো পালন পারবে।’

তার আশা, শক্তিশালী ভারতের বিপক্ষে নির্ভার হয়ে মাঠে নামবে বাংলাদেশ, ‘যেহেতু আমাদের নিয়ে খুব বেশি প্রত্যাশা নেই, তাই জিততেই হবে এমন কোনও চাপও নেই। আমাদের শুধু ভালো খেলার চেষ্টা করতে হবে।’

অবশ্য ভারতের পেস আক্রমণ নিয়ে মুমিনুল কিছুটা চিন্তিত, ‘ভারতীয় দলে কয়েকজন ভালো পেসার আছে। ওদের পেস আক্রমণ মোকাবেলা করা তাই বড় চ্যালেঞ্জ আমাদের জন্য। তবে এটা আমাদের জন্য একটা বড় সুযোগও।’

নিষেধাজ্ঞার কারণে সাকিব আল হাসান দলে নেই। ব্যক্তিগত কারণে তামিম ইকবাল ছুটিতে। দুজনের অনুপস্থিতি নিয়ে তার মন্তব্য, ‘সাকিব আর তামিম ভাইয়ের অভাব পূরণ করা কঠিন। তবে এ নিয়ে পড়ে থাকলে চলবে না। সবাই বাড়তি দায়িত্ব নিয়ে খেললে তাদের অভাব পূরণ করা সম্ভব।’

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত ঘামের কারণ হতে পারে এই ৪ খাবার
অতিরিক্ত ঘামের কারণ হতে পারে এই ৪ খাবার
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জেতা সহজ হবে না: শান্ত
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জেতা সহজ হবে না: শান্ত
আদালতে মিল্টন সমাদ্দার
আদালতে মিল্টন সমাদ্দার
রাঙামাটিতে বজ্রাঘাতে ৩ জনের মৃত্যু
রাঙামাটিতে বজ্রাঘাতে ৩ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল