X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু বিপিএলে কে কোন দলে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ নভেম্বর ২০১৯, ২২:৩১আপডেট : ১৭ নভেম্বর ২০১৯, ২২:৪৮

চলছে বঙ্গবন্ধু বিপিএলের প্লেয়ার্স ড্রাফট বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সার্বিক আয়োজন ও ব্যবস্থাপনায় ১১ ডিসেম্বর শুরু হচ্ছে বিপিএল। শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বিশেষ এই বিপিএলের প্লেয়ার্স ড্রাফট হলো রবিবার। বঙ্গবন্ধু বিপিএলের জন্য সাতটি দল তাদের খেলোয়াড় বাছাই করেছে। মাশরাফি মুর্তজা, তামিম ইকবাল ও মুশফিকুর রহিম সহ স্থানীয় তারকাদের সঙ্গে দল পেয়েছেন ক্রিস গেইল ও শহীদ আফ্রিদির মতো বিদেশি তারকারা।

প্রায় চার ঘণ্টার এই ড্রাফট হয়েছে সাতটি রাউন্ডে। স্থানীয় খেলোয়াড়দের দলে ভেড়াতে পাঁচটি রাউন্ড ও বিদেশি ক্রিকেটারদের নিতে দুটি রাউন্ড হয়। দেশি ক্রিকেটারদের ৬টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছিলো। ১৮১ জন স্থানীয় ক্রিকেটারের মধ্য থেকে দলগুলো তাদের পছন্দমতো খেলোয়াড় বাছাই করেছে। অন্যদিকে ৪৩৯ জন বিদেশি ক্রিকেটারদের চারটি ক্যাটাগরিতে ভাগ করে ড্রাফটে তোলা হয়।

এক নজরে ক্রিকেটাররা কে কোন দলে:
ঢাকা প্লাটুন: তামিম ইকবাল, এনামুল হক বিজয়, হাছান মাহমুদ, মেহেদী হাসান, আরিফুল হক, মুমিনুল হক, শুভাগত হোম, মাশরাফি মুর্তজা, রকিবুল হাসান, জাকির আলী অনিক, থিসারা পেরেরা, লরি ইভান্স, ওয়াহাব রিয়াজ, আসিফ আলী, লুইস রিস, শহীদ আফ্রিদি।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: মাহমুদউল্লাহ, ইমরুল কায়েস, নাসির হোসেন, রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, এনামুল হক জুনিয়র, মুক্তার আলী, নাসুম আহমেদ, জুনায়েদ সিদ্দিকী, ক্রিস গেইল, কেসরিক উইলিয়ামস, আভিস্কা ফার্নান্দো, রায়াদ এমরিট, রায়ান বার্ল, ইমাদ ওয়াসিম।

খুলনা টাইগার্স: মুশফিকুর রহিম, শফিউল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, আমিনুল ইসলাম বিপ্লব, শামসুর রহমান, সাইফ হাসান, মেহেদী হাসান মিরাজ, শহীদুল ইসলাম, আলিস আল ইসলাম, তানভীর ইসলাম, রাইলি রোসো, রবি ফ্রাইলিঙ্ক, মোহাম্মদ আমির, নাজিবউল্লাহ জাদরান, রহমতউল্লাহ গুরবাজ।

সিলেট থান্ডার: মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, নাজমুল ইসলাম অপু, সোহাগ গাজী, রনি তালুকদার, নাঈম হাসান, দেলোয়ার হোসেন, মনির হোসেন খান, রুবেল মিয়া, শেরফান রাদারফোর্ড, শফিকউল্লাহ শফিক, নাভিন উল হক, জনসন চার্লস, জীবন মেন্ডিস।

রংপুর রেঞ্জার্স: মোস্তাফিজুর রহমান, নাঈম শেখ, আরাফাত সানি, জহুরুল ইসলাম অমি, তাসকিন আহমেদ, জাকির হাসান, ফজলে মাহমুদ রাব্বি, নাদিফ চৌধুরী, সঞ্জিত সাহা, মোহাম্মদ নবী, শাই হোপ, ক্রিস গ্রেগরি, ক্যামেরন ডেলপোর্ট।

রাজশাহী রয়্যালস: লিটন দাস, আফিফ হোসেন, আবু জায়েদ রাহী, ফরহাদ রেজা, তাইজুল ইসলাম, অলক কাপালি, কামরুল ইসলাম রাব্বি, ইরফান শুক্কুর, মিনহাজুল আবেদীন আফ্রিদি, নাহিদুল ইসলাম, রবি বোপারা, হজরতউল্লাহ জাজাই, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ ইরফান।

কুমিল্লা ওয়ারিয়র্স: আল আমিন হোসেন, সৌম্য সরকার, ইয়াসির আলী চৌধুরী, সাব্বির রহমান, সানজামুল ইসলাম, আবু হায়দার রনি, মাহিদুল ইসলাম অঙ্কন, সুমন খান, ফারদিন হাসান অনি, কুশল পেরেরা, মুজিব উর রহমান, ডেভিড মালান, দাসুন শানাকা।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভৈরবে ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে একজন গ্রেফতার
ভৈরবে ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে একজন গ্রেফতার
গরু কিনতে যাওয়ার পথে বাবা-ছেলে নিহত
গরু কিনতে যাওয়ার পথে বাবা-ছেলে নিহত
লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যানকে শপথবাক্য পাঠ করালেন প্রধানমন্ত্রী
লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যানকে শপথবাক্য পাঠ করালেন প্রধানমন্ত্রী
রাফাহ শহরের একাংশ থেকে ফিলিস্তিনিদের সরে যেতে বললো ইসরায়েল
সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতি?রাফাহ শহরের একাংশ থেকে ফিলিস্তিনিদের সরে যেতে বললো ইসরায়েল
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
আমার কাছে ৪৫টি বাচ্চা আছে, ডিবিকে বলেন নিয়ে যেতে: আদালতে মিল্টন সমাদ্দার
আমার কাছে ৪৫টি বাচ্চা আছে, ডিবিকে বলেন নিয়ে যেতে: আদালতে মিল্টন সমাদ্দার
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?