X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

গোলাপি বলের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আল আমিন

রবিউল ইসলাম, কলকাতা থেকে
১৯ নভেম্বর ২০১৯, ১৭:৫৫আপডেট : ১৯ নভেম্বর ২০১৯, ১৮:০০

সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলছেন পেসার আল আমিন হোসেন কলকাতার ইডেন গার্ডেন্সে আগামী শুক্রবার দিবা-রাত্রির টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। কৃত্রিম আলোয় লড়াই হবে গোলাপি বলে। আল আমিন হোসেনের ধারণা, গোলাপি বলে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে বোলারদের সামনে। বাংলাদেশের ডানহাতি পেসার যে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।

মঙ্গলবার ইন্দোর থেকে কলকাতার বিমান ধরার আগে সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন, ‘আমার মনে হয় গোলাপি বলে চ্যালেঞ্জটা বেশি হবে। কারণ, সন্ধ্যায় ফ্লাডলাইট জ্বলে ওঠার সঙ্গে সঙ্গে বলের মুভমেন্ট অনেক বেড়ে যাবে। তখন ব্যাটসম্যানদের মতো বোলারদেরও কঠিন পরীক্ষা দিতে হবে। যে দলের বোলাররা ভালো করবে, ইডেন টেস্টে সেই দলই এগিয়ে থাকবে।’

তবে কঠিন পরীক্ষা হলেও দিবা-রাত্রির টেস্ট খেলতে অধীর অপেক্ষায় বাংলাদেশের প্রত্যেক ক্রিকেটার। আল আমিন জানিয়েছেন, ‘গোলাপি বলের টেস্ট খেলতে আমরা উন্মুখ । এই বলের সঙ্গে ভারতের ক্রিকেটাররা যেমন অপরিচিত, তেমনি আমরাও অপরিচিত। ইন্দোরে গোলাপি বলে অনুশীলন করেছি, কলকাতাতেও করবো। আশা করি, কোনও সমস্যা হবে না।’

প্রথম টেস্টের একাদশে সুযোগ না পাওয়া আল আমিন নিজের উদ্যোগে গোলাপি বলে অনুশীলন করেছেন ইন্দোরে। কয়েক দিন অনুশীলনের পর এই বল নিয়ে তার বিশ্লেষণ, ‘লাল বলের চেয়ে গোলাপি বলের সিম বেশি শক্ত এবং শাইনও করা যায় সহজে। বলটা খুব ভালো। ম্যাচে ভালো বল করার দায়িত্ব আমাদের বোলারদেরই নিতে হবে। অনুশীলনে যেমন ভালো করছি, ম্যাচেও সেটা করতে হবে।’

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
বঙ্গবন্ধু শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছেন: এমপি কাজী নাবিল
বঙ্গবন্ধু শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছেন: এমপি কাজী নাবিল
ত্যাগের মহিমায় স্বামী বিবেকানন্দ মানবসেবা করে গেছেন: মেয়র তাপস
ত্যাগের মহিমায় স্বামী বিবেকানন্দ মানবসেবা করে গেছেন: মেয়র তাপস
জাকের পার্টির ‘বিশ্ব ইসলামি সম্মেলন’ অনুষ্ঠিত
জাকের পার্টির ‘বিশ্ব ইসলামি সম্মেলন’ অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা