X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

ভারতের লিড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ নভেম্বর ২০১৯, ১৯:৪৩আপডেট : ২২ নভেম্বর ২০১৯, ১৯:৪৪

ব্যাট করছেন চেতেশ্বর পূজারা (ফাইল ছবি) প্রথম ইনিংসে বাংলাদেশ গুটিয়ে গেছে মাত্র ১০৬ রানে। কলকাতার গোলাপি বলের এই টেস্টের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নামা ভারতের স্কোর ২ উইকেটে ১০৮।

বাংলাদেশের ১০৬ রান টপকে লিড নিতে খুব একটা বেগ পেতে হলো না ভারতকে। ২ উইকেট হারানো ভারত প্রথম ইনিংসে লিড নিয়েছে। মায়াঙ্ক আগারওয়াল ও রোহিত শর্মার বিদায়ের পর স্বাগতিকরা ঘুরে দাঁড়িয়েছে চেতেশ্বর পূজারা ও বিরাট কোহলির ব্যাটে। প্রতিরোধ গড়ে ইতোমধ্যে ৫০ ছাড়ানো জুটি গড়েছেন তারা।

চমৎকার ডেলিভারিতে রোহিতকে ফেরালেন এবাদত

চা বিরতির আগে রোহিত শর্মাকে ‘জীবন’ দিয়েছিলেন আল-আমিন হোসেন। তবে চা বিরতির পরপরই ফিরে গেছেন ভারতীয় এই ওপেনার। দারুণ বোলিংয়ে তাকে ফিরিয়েছেন এবাদত হোসেন।

চমৎকার এক ডেলিভারিতে রোহিতকে আউট করেছেন ‍এবাদত। অফ স্টাম্পের অনেক বাইরে পিচ করা বল ব্যাট উঁচিয়ে ছেড়ে দিতে চেয়েছিলেন রোহিত। কিন্তু বল অনেকটা সুইং করে আঘাত করে এই ব্যাটসম্যানের প্যাডে। বাংলাদেশের খেলোয়াড়দের জোরালো আবেদনে সাড়া দিতে দেরি হয়নি আম্পায়ারের। পরে রিভিউ নিয়েও বাঁচতে পারেননি রোহিত। এবাদতের শিকার হয়ে ফিরেছেন তিনি ২১ রানে।

রোহিতকে ‘জীবন’ দিলেন আল-আমিন

সহজ সুযোগ নষ্ট করলেন আল-আমিন হোসেন। তালুর মধ্যে পড়া ক্যাচটিও নিতে পারলেন না তিনি। নতুন ‘জীবন’ দিলেন রোহিত শর্মাকে।

বল হাতে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দিয়েছেন আল-আমিন। উইকেট সংখ্যা ‘২’ করার সুবর্ণ সুযোগ এসেছিল। কিন্তু হয়নি। আবু জায়েদ রাহীর বলে রোহিতের পুল শট ভাসতে ভাসতে ফাইন লেগে একেবারে জায়গায় দাঁড়ানো আল-আমিনের কাছে এসেছিল। কিন্তু সহজ এই ক্যাচটি তালুবন্দী করতে পারেননি। বল তার হাত ফসকে বেরিয়ে যায়। ১২ রানে নতুন ‘জীবন’ পান রোহিত।

রাহীর এই ওভার শেষেই চা বিরতিতে গেছে দুই দল। সে পর্যন্ত ভারতের স্কোর ১ উইকেটে ৩৫। রোহিততে আউট করতে পারলে নিশ্চিতভাবেই দ্বিতীয় সেশনটা হতো বাংলাদেশের।

গোলাপি বলে বাংলাদেশের প্রথম উইকেট আল-আমিনের

গোলাপি বলে বাংলাদেশের প্রথম উইকেট আল-আমিন হোসেনের। এই পেসারের বলে ফিরেছেন ইন্দোর টেস্টের ডাবল সেঞ্চুরিয়ান মায়াঙ্ক আগারওয়াল।

ওয়ানডে মেজাজে ব্যাটিং শুরু করেছিলেন ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও আগারওয়াল। বোলিংয়ে বাংলাদেশকে চেপে ধরা ভারত ব্যাটিংয়েও ছিল দুর্দান্ত। যদিও উইকেটের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি সফরকারীদের। আগারওয়ালকে ফিরিয়ে প্রথম সাফল্য এনে দেন লম্বা সময় পর টেস্টে ফেরা আল-আমিন।

এই পেসারের বলে ভারতীয় ওপেনার গালিতে ধরা পড়েন ‘কনকাশন-সাব’ হিসেবে মাঠে নামা মেহেদী হাসান মিরাজের হাতে। আউট হওয়ার আগে আগারওয়াল করেন ২১ বলে ১৪ রান।

১০৬ রানে অলআউট বাংলাদেশ

আরও একবার ব্যাটিংয়ে দিশেহারা বাংলাদেশ। ইন্দোর টেস্টের পর কলকাতার দিবা-রাত্রির টেস্টের প্রথম ইনিংসেও ব্যর্থতার তলানিতে ডুবেছে মুমিনুল হকরা। ভারতীয় পেসারদের তোপে অলআউট মাত্র ১০৬ রানে।

ওপেনার সাদমান ইসলাম (২৯), মাথায় আঘাত পেয়ে মাঠ ছাড়া লিটন দাস (২৪) ও স্পিনার নাঈম হাসান (১৯) কেবল যেতে পেরেছেন দুই অঙ্কের ঘরে। যাদের কাছ থেকে প্রত্যাশা ছিল সবচেয়ে বেশি, সেই মুশফিকুর রহিম, মুমিনুল হক ও মোহাম্মদ মিঠুনের কেউই রানের খাতা খুলতে পারেননি। ব্যর্থতার মিছিলে যোগ দিয়েছেন অভিজ্ঞ মাহমুদউল্লাহও (৬)। ফলে ভারত সফরের টেস্ট সিরিজে ব্যর্থতার একই চিত্র ধরা পড়লো ইডেন গার্ডেনসে।

ভারতীয় পেসারদের সামনে অসহায় আত্মসমর্পণ করেছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। ইশান্ত শর্মা ২২ রান দিয়ে পেয়েছেন ৫ উইকেট। ৩ উইকেট শিকার উমেশ যাদবের। আর মোহাম্মদ সামি পেয়েছেন ২ উইকেট।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৪)
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী