X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

অবিশ্বাস্য ওয়ার্নারের পর স্টার্ক আগুনে পুড়লো পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
৩০ নভেম্বর ২০১৯, ১৮:০৩আপডেট : ৩০ নভেম্বর ২০১৯, ২০:৫১

অনবদ্য এক ইনিংস খেলে মাঠ ছাড়ার সময় দর্শকদের অভিবাদনে এভাবে সাড়া দেন ওয়ার্নার ডেভিড ওয়ার্নারের অবিশ্বাস্য ইনিংসে অস্ট্রেলিয়ার রান পাহাড়ে চাপা পড়া পাকিস্তান ব্যাটিংয়ে নেমে বিপাকে পড়েছে। অ্যাডিলেড টেস্টে স্বাগতিকরা ৩ উইকেটে ৫৮৯ রানে প্রথম ইনিংস ঘোষণা করে। সফরকারীরা ৬ উইকেটে ৯৬ রানে শেষ করেছে দ্বিতীয় দিনের খেলা। প্রথম ইনিংসে ৪ উইকেট হাতে রেখে ৪৯৩ রানে পিছিয়ে আছে পাকিস্তান।

মার্নাস ল্যাবুশ্যাগনের সঙ্গে অপরাজিত ২৯৪ রানের জুটিতে দিন শুরু করেন ওয়ার্নার। প্রথম সেশনে তিনি পেয়ে যান ডাবল সেঞ্চুরি, ২৬০ বলে ২৩টি চারে। ১৬৬ রানে শনিবার মাঠে নেমেছিলেন এই বাঁহাতি ওপেনার। ল্যাবুশ্যাগনে তার সঙ্গে ৩৬১ রানের জুটি গড়েন। ১২৬ রানে খেলতে নামা এই ব্যাটসম্যান ১৬২ রানে বিদায় নেন।

দিবা-রাত্রির টেস্টে সর্বোচ্চ ‍জুটি ভাঙলেও থামেননি ওয়ার্নার। স্টিভ স্মিথের সঙ্গে একশ ছাড়ানো জুটিতে পাকিস্তানের সামনে আরও বড় রান পাহাড় তৈরি করেন। ১২১ রানের এই জুটি গড়ার পথে দ্রুততম ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন স্মিথ। ইংলিশ গ্রেট ওয়ালি হ্যামন্ডকে (১৩১) তিনি পেছনে ফেলেন ১২৬তম ইনিংসে, ভাঙেন ৭৩ বছরের পুরোনো রেকর্ড।

স্টার্কের তোপে বিধ্বস্ত পাকিস্তান অবশ্য এই জুটিতে বড় অবদান রাখতে পারেননি স্মিথ। সাবেক অধিনায়ক ৩৬ রান করে ফিরে যান। ওয়ার্নারের দুর্দান্ত কীর্তির সাক্ষী হন ম্যাথু ওয়েড। ৯৯ রানের অবিচ্ছিন্ন এই জুটিতেই অস্ট্রেলিয়ার বাঁহাতি ওপেনার করেন ক্যারিয়ারের প্রথম ট্রিপল সেঞ্চুরি। ৩৮৯ বল খেলে ৩৭ চারে সপ্তম অস্ট্রেলিয়ান হিসেবে তিনশ রান স্পর্শ করেন ওয়ার্নার।

অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ব্যাটসম্যানের স্বতঃস্ফূর্ত ব্যাটিংয়ে শঙ্কার মুখে পড়েছিল ব্রায়ান লারার অপরাজিত ৪০০ রানের রেকর্ড ইনিংস। কিন্তু টিম পেইন ইনিংস ঘোষণা করায় সেটা হয়নি। ওয়ার্নার ৩৩৫ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন, ৪১৮ বলের ইনিংস সাজানো ছিল ৩৯ চার ও ১ ছয়ে। ৩৮ রানে খেলছিলেন ওয়েড।

অস্ট্রেলিয়ার ৩ উইকেট একাই নেন শাহীন শাহ আফ্রিদি।

পাকিস্তান পাল্টা জবাব দিতে নেমে অসহায়। মিচেল স্টার্কের তোপে মাত্র ৮৯ রানে ৬ উইকেট হারায় তারা। অজি পেসার ৪ উইকেট নিয়ে দিন শেষ করেন। পাকিস্তানের পক্ষে বাবর আজম ছাড়া আর কেউ প্রতিরোধ গড়তে পারেননি। ৪৩ রানে অপরাজিত ছিলেন পাকিস্তানি ব্যাটসম্যান। অন্য প্রান্তে ইয়াসির শাহ ৪ রানে খেলছিলেন।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডব্লিউএইচও এর সম্মেলনে যোগদানের বিষয়ে যা বললো তাইওয়ান
ডব্লিউএইচও এর সম্মেলনে যোগদানের বিষয়ে যা বললো তাইওয়ান
যাত্রাবাড়ী থেকে ১১ পরিবহন চাঁদাবাজ গ্রেফতার
যাত্রাবাড়ী থেকে ১১ পরিবহন চাঁদাবাজ গ্রেফতার
ধানক্ষেত পাহারা দিতে গিয়ে অপহরণের শিকার বাবা-ছেলেসহ ৩ জন
ধানক্ষেত পাহারা দিতে গিয়ে অপহরণের শিকার বাবা-ছেলেসহ ৩ জন
তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে নিহত ৮ বাংলাদেশির মরদেহ আসছে আজ
তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে নিহত ৮ বাংলাদেশির মরদেহ আসছে আজ
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!