X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

বাদ পড়লেন ব্যানক্রফট

স্পোর্টস ডেস্ক
০৩ ডিসেম্বর ২০১৯, ১৭:২৩আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৯, ১৮:১৩

ক্যামেরন ব্যানক্রফট পাকিস্তানের বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজ জেতার আত্মবিশ্বাস নিয়ে ঘরের মাঠে আরেকটি মিশনে নামতে যাচ্ছে অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে স্বাগতিকদের দলে শুধু একটি পরিবর্তন। পাকিস্তানের বিপক্ষে দলে থাকলেও নিউজিল্যান্ড সিরিজের ১৩ সদস্যের স্কোয়াডে জায়গা হারিয়েছেন ক্যামেরন ব্যানক্রফট।

পাকিস্তানকে নিয়ে ‘ছেলেখেলা’ করেছে অস্ট্রেলিয়া। দুই টেস্টেই সফরকারীদের ইনিংস ব্যবধানে হারিয়েছে তারা। ব্রিসবেন ও অ্যাডিলেডে হওয়া ম্যাচ দুটির স্কোয়াডে থাকলেও একাদশে থাকার সুযোগ হয়নি ব্যানক্রফটের। নিজের সামর্থ্যের প্রমাণ দেখানোর আগেই দল থেকে বাদ পড়লেন তিনি।

বল টেম্পারিং কেলেঙ্কারিতে নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর ঘরোয়া ক্রিকেটে আলো ছড়ালেও জাতীয় দলের জার্সিতে এখনও নিষ্প্রভ ব্যানক্রফট। অ্যাশেজের দুই টেস্টের চার ইনিংসে সব মিলিয়ে করেছিলেন মোটে ৪৪ রান, যেখানে সর্বোচ্চ ছিল ১৬। এবার তো দলেই সুযোগ হলো না তার। অবশ্য কিউইদের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে রিজার্ভ খেলোয়াড় হিসেবে রাখা হয়েছে এই ওপেনারকে।

ব্যানক্রফটের মতো পাকিস্তানের বিপক্ষে মাঠে নামা হয়নি দুই পেসার জেমস প্যাটিনসন ও মাইকেল নেসারের। নিউজিল্যান্ড সিরিজেও ‘ব্যাকআপ’ পেসার হিসেবে তারা ধরে রেখেছেন জায়গা।

১২ ডিসেম্বর পার্থের দিবা-রাত্রির খেলা দিয়ে শুরু হবে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের তিন ম্যাচের সিরিজ। টেস্ট শেষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজও খেলবে তারা। ক্রিকইনফো

অস্ট্রেলিয়া স্কোয়াড:

টিম পেইন (অধিনায়ক), জো বার্নস, প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড, ট্রেভিস হেড, মার্নাস ল্যাবুশ্যাগনে, নাথান লায়ন, মাইকেল নেসার, জেমস প্যাটিনসন, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
টিভিতে আজকের খেলা (২ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২ মে, ২০২৪)
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!