X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

এসএ গেমসে শুভ সূচনা সৌম্যদের

স্পোর্টস ডেস্ক
০৪ ডিসেম্বর ২০১৯, ১২:৫২আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৯, ১৭:২০

এসএ গেমসে শুভ সূচনা সৌম্যদের মালদ্বীপকে গুঁড়িয়ে এসএ গেমস ক্রিকেটে সোনা জয়ের মিশন শুরু করলো বাংলাদেশের। তানভীর ইসলামের বাঁহাতি স্পিনে মাত্র ৬৫ রানে প্রতিপক্ষকে গুটিয়ে ১০৯ রানে জেতে তারা।

কীর্তিপুরের ত্রিভুবন ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে আগে ব্যাট করে ৪ উইকেটে ১৭৪ রান করে বাংলাদেশ। জবাবে ১৯.২ ওভারে অলআউট হয় মালদ্বীপ। তানভীর ৪ ওভারে ১৯ রান দিয়ে ৫ উইকেট নেন।

টস জিতে ব্যাটিংয়ে নেমে মোহাম্মদ নাঈম ৫৯ রানের জুটি গড়েন সৌম্য সরকারের সঙ্গে। ২৮ বলে চারটি চার ও একটি ছয়ে ৩৮ রান করে তিনি বিদায় নিলে ভাঙে এই উদ্বোধনী জুটি। সৌম্য ও নাজমুল হোসেন শান্ত তোলেন ঝড়।

তাদের জুটি ছিল ৫৩ রানের। অধিনায়ক সৌম্য ৩৩ বলে ৪টি চার ও ২টি ছয়ে ৪৬ রান করে বিদায় নেন। এক চার ও ৩ ছয়ে ৩৮ বলে ৪৯ রানের ঝড়ো ইনিংস শেষে আউট হন শান্ত। শুরুটা ধীর হলেও টপ অর্ডারের এই তিন ব্যাটসম্যানের কল্যাণে শেষ দিকে বড় স্কোর গড়ে বাংলাদেশ।

বড় লক্ষ্যে নেমে মালদ্বীপ তাদের প্রথম ৫ উইকেট হারায় তানভীরের বলে, ৪৫ রানের মধ্যে। মিনহাজুল আবেদীন আফ্রিদি ও আফিফ হোসেন জোড়া উইকেট নিলে ২০ রানের ব্যবধানে শেষ ৫ উইকেট হারায় মালদ্বীপ। দুই অঙ্কের ঘরে রান করেছেন শুধু দুই ওপেনার আহমেদ হাসান (১০) ও আলি ইভান (১২)।

তানভীর তার দুর্দান্ত বোলিং দিয়ে জিতে নেন ম্যাচসেরা পুরস্কার। বাংলাদেশের পক্ষে দুটি করে উইকেট নেন আফিফ ও আফ্রিদি। বাকি উইকেটটি সৌম্যর। 

দারুণ পারফরম্যান্স করলেন তানভীর এবং দলও জিতলো, দিনটা তাই স্মরণীয় হয়েই থাকার কথা তার। উচ্ছ্বসিত কণ্ঠে তিনি বলেছেন, ‘এসএ গেমসে আমাদের শুরুটা খুব ভালো হয়েছে। উইকেটটা টার্নিং ছিল। ঠিক জায়গায় বল করতে পেরেছি বলেই ৫ উইকেট পেয়েছি। সামনের ম্যাচে আবার সাফল্য পেতে চাই।’

শুক্রবার ভুটানের বিপক্ষে পরের ম্যাচ খেলবে বাংলাদেশ।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী