X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

পাকিস্তানের ১৬ বছরের সেই ‘বিস্ময় বালক’ অনূর্ধ্ব-১৯ দলে!

স্পোর্টস ডেস্ক
০৪ ডিসেম্বর ২০১৯, ২২:২৪আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৯, ২২:৩৫

অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেক হয়েছে নাসিম শাহর অস্ট্রেলিয়া সফরে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন পাকিস্তানের ১৬ বছর বয়সী এক পেসার। এত কম বয়সে অস্ট্রেলিয়ার মাটিতে কোনও ক্রিকেটারের খেলার নজির ছিল না। ব্রিসবেন টেস্টে অভিষেক হয়ে যে রেকর্ডটা নিজের করে নিয়েছেন নাসিম শাহ। জাতীয় দল ঘুরে এই ‘বিস্ময় বালক’ যোগ দিতে যাচ্ছেন পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ দলে।

ব্রিসবেনের অভিষেক সুখকর হয়নি নাসিমের। অবশ্য আন্তর্জাতিক ক্রিকেটে উইকেটের খাতা খুলেছেন ৬৮ রান খরচায় ১ উইকেট নিয়ে। যদিও অ্যাডিলেডের দিবা-রাত্রির টেস্টের একাদশে সুযোগ হয়নি ১৬ বছর বয়সী পেসারের। অস্ট্রেলিয়া সফরে হোয়াইটওয়াশ হওয়া পাকিস্তানের সামনের সিরিজ ঘরের মাঠে। শ্রীলঙ্কার বিপক্ষে এই সিরিজে না খেলিয়ে নাসিমকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য তৈরি করতে চান কোচ ইজাজ আহমেদ।

এই খেলোয়াড়কে ছেড়ে দেওয়ার জন্য জাতীয় দলের প্রধান কোচ ও নির্বাচক মিসবাহ-উল-হককে অনুরোধ জানাবেন ইজাজ। পাকিস্তানের সাবেক এই ব্যাটসম্যান বলেছেন, ‘সে (নাসিম) আমার প্রধান অস্ত্র এবং (অনূর্ধ্ব-১৯) বিশ্বকাপে তাকে আমার দরকার। সে ইতোমধ্যে আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ পেয়েছে, সামনে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ, আমাদের এখানে মূলত স্পিনারদের রাজত্ব। এই কন্ডিশনের জন্য পাকিস্তানের মোহাম্মদ আব্বাস ও শাহীন আফ্রিদি আছে।’

সঙ্গে যোগ করেছেন, ‘আমার মতে নাসিমকে নিউজিল্যান্ড, ইংল্যান্ড কিংবা এই ধরনের কন্ডিশনে ব্যবহার করা উচিত। দক্ষিণ আফ্রিকায় আমাদের গুরুত্বপূর্ণ একটি ইভেন্ট অপেক্ষা করছে। এজন্য আমি মিসবাহকে অনুরোধ করব তাকে ছেড়ে দেওয়ার জন্য।’

পাকিস্তান এখনও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দল ঘোষণা করেনি। তবে আগামী বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকার হতে যাওয়া এই প্রতিযোগিতার স্কোয়াডে যে ১৬ বছর বয়সী নাসিম থাকছেন, সেটা ইজাজের কথাতেই স্পষ্ট। ক্রিকইনফো

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টেকনাফে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৬
টেকনাফে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৬
সিলেটে ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু
সিলেটে ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
ফোরাম থেকে ব্যারিস্টার খোকনের অব্যাহতির আদেশ প্রত্যাহার
ফোরাম থেকে ব্যারিস্টার খোকনের অব্যাহতির আদেশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
ফালুর বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন
ফালুর বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন