X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

শেষ বলের নাটকে ফাইনালে বাংলাদেশের মেয়েরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জানুয়ারি ২০২০, ১৬:৪৬আপডেট : ২১ জানুয়ারি ২০২০, ১৭:২১

বাংলাদেশ নারী ক্রিকেট দল একটুর জন্য রক্ষা পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল! থাইল্যান্ডের কাছে হারের শঙ্কা জেগেছিল তাদের। তবে বড় বাঁচা বেঁচে গেছে। শেষ বলের নাটকীয়তায় ২ উইকেটের জয় নিশ্চিত করে ফাইনালে উঠে গেছে সালমা খাতুনরা। চার দলের টি-টোয়েন্টি সিরিজের শিরোপা নির্ধারণী ম্যাচে আগামীকাল (বুধবার) বাংলাদেশের মেয়েরা খেলবে ভারত ‘বি’ দলের বিপক্ষে।

ওপেনার নাত্তাকান চন্তমের ৬০ রানের ইনিংসে ভর দিয়ে নির্ধারিত ২০ ওভারে থাইল্যান্ড নারী দল ৩ উইকেটে করে ১২০ রান। কঠিন পরীক্ষা দেওয়া বাংলাদেশের মেয়েরা ইনিংসের শেষ বলে জয় নিশ্চিত করে ৮ উইকেট হারিয়ে। শেষ বলে দরকার ছিল ১ রান, তবে ফাহিমা খাতুন বাউন্ডারি মারলে শঙ্কার মেঘ সরিয়ে খুশির ঝলমলে রোদের দেখা পায় সালমারা।

টস জয়ী থাইল্যান্ড দারুণ ব্যাটিং করেছে। শুরুতে জাহানারা আলম উইকেট এনে দিলেও পরবর্তীতে কঠিন পরীক্ষা নেন থাই ব্যাটাররা। তাদের হারানো ৩ উইকেটের দুটিই রান আউট, তাই নামের পাশে কেবল একটি উইকেট যোগ করতে পেরেছেন জাহানারা।

১২১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। যদিও শামিমা সুলতানার দৃঢ়তায় প্রাথমিক বিপর্যয় কাটিয়ে উঠেছিল। তার ব্যাট থেকে আসে ৩৮ রান। কিন্তু শামিমার বিদায়ের পর আবার এলেোমেলো বাংলাদেশ। ৯১ রানে তৃতীয় উইকেট হারানো বাংলাদেশের স্কোর ১১২ হতেই নেই ৮ উইকেট!

হারই তখন চোখ রাঙাচ্ছিল। তবে ফাহিমার দারুণ ব্যাটিংয়ে ‍ঠিকই জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। শেষ বলে জয় নিশ্চিত করা ফাহিমা ১৩ বলে ৪ বাউন্ডারিতে অপরাজিত ছিলেন ২৮ রানে। এছাড়া সানজিদা ইসলামের ব্যাট থেকে আসে ২১ রান। ১৫ রান করেন উইকেটকিপার ব্যাটসম্যান নিগার সুলতানা।

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে মরে যাচ্ছে শাকসবজি গাছ, উৎপাদন নিয়ে শঙ্কা চাষিদের
গরমে মরে যাচ্ছে শাকসবজি গাছ, উৎপাদন নিয়ে শঙ্কা চাষিদের
টিভিতে আজকের খেলা (৩০ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৩০ এপ্রিল, ২০২৪)
রাজশাহীতে গরমে নাকাল প্রাণিকুল, মারা যাচ্ছে পাখি
রাজশাহীতে গরমে নাকাল প্রাণিকুল, মারা যাচ্ছে পাখি
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়