X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

তামিম-মাহমুদউল্লাহ-মোস্তাফিজে ‘ভয়’ রমিজ রাজার

স্পোর্টস ডেস্ক
২২ জানুয়ারি ২০২০, ২১:০৮আপডেট : ২২ জানুয়ারি ২০২০, ২১:১৪

তামিম-মাহমুদউল্লাহ-মোস্তাফিজে ‘ভয়’ রমিজ রাজার নিষেধাজ্ঞার কারণে সাকিব আল হাসান নেই। মুশফিকুর রহিম আবার ‘ব্যক্তিগত’ কারণে যাননি পাকিস্তানে। এরপরও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশ দলটাকে সমীহ করছে পাকিস্তান। পাকিস্তানের সাবেক অধিনায়ক রমিজ রাজা বলছেন, বাংলাদেশ পাকিস্তানের ভালোই পরীক্ষা নেবে। ক্রিকেট ছাড়ার পর ধারাভাষ্যকার হিসেবে ক্যারিয়ার শুরু করা রমিজের ভয়টা বাংলাদেশের তিন ক্রিকেটারকে নিয়ে।

সাকিব-মুশফিকের অনুপস্থিতিতে রমিজ নজর রাখছেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ ও মোস্তাফিজুর রহমানের ওপর। সাকিবের নিষেধাজ্ঞায় টি-টোয়েন্টিতে বাংলাদেশ নামবে মাহমুদউল্লাহর নেতৃত্বে। আর তামিম ইকবাল আনেকদিন পর ফিরেছেন দলে। তবে তামিমের অভিজ্ঞতা ও সামর্থ্য সম্পর্কে কে না জানে। অন্যদিকে মোস্তাফিজ প্রস্তুতি সেরে রেখেছেন বঙ্গবন্ধু বিপিএলের দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে।

এই তিন খেলোয়াড়কে নিয়ে নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেছেন, ‘মোস্তাফিজুর রহমান, তামিম ইকবাল ও অধিনায়ক মাহমুদউল্লাহ পাকিস্তানের ভয়ের কারণ হয়ে উঠতে পারে। আমাদের এই তিনজনের ওপর নজর রাখতে হবে।’

সদ্য শেষ হওয়া বঙ্গবন্ধু বিপিএলে ২০ উইকেট পেয়েছেন মোস্তাফিজ। কুড়ি ওভারের ক্রিকেটে হতাশার দিনগুলো পেছনে ফেলে বাঁহাতি পেসার ফিরেছেন স্বরূপে। রমিজের কাছে তিনি ‘কমপ্লিট বোলার’, ‘মোস্তাফিজ দুর্দান্ত বোলার, তরুণ ও শক্তিশালী। একদিনের ক্রিকেটে ওর পরিসংখ্যান বিস্ময়কর। ওর গতিতে দারুণ বৈচিত্র্য আছে। গতির কারণে ওর সিম আপ ডেলিভারিও ভীষণ শক্তিশালী। সব মিলিয়ে মোস্তাফিজ পরিপূর্ণ প্যাকেজ। বাংলাদেশের জেতার সম্ভাবনা অনেকটাই নির্ভর করছে তার ফর্মের ওপর।’

তামিম সম্পর্কেও রমিজের খুব ভালো জানা। লাহোরের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তার ব্যাটেই পাকিস্তান সবচেয়ে বেশি ভুগতে পারে বলে মনে করছেন তিনি, ‘তামিম ইকবাল চমৎকার বাঁহাতি ব্যাটসম্যান। ও অভিজ্ঞ এবং স্পিন খুব ভালো খেলে। আক্রমণেও চমৎকার। টি-টোয়েন্টি ক্রিকেটে শুরুটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সাধারণত তামিম তার দলকে ভালো শুরু এনে দেয়। জ্বলে উঠলে সে পাকিস্তানকে খুব ভোগাবে।’

মাহমুদউল্লাহ নামবেন অধিনায়ক হিসেবে। দায়িত্ব তার এমনিতেই বেশি। তাছাড়া ব্যাটসম্যান মাহমুদউল্লাহও যে কার্যকর হয়ে উঠতে পারে, সেই সতর্কবার্তা দিয়ে রাখছেন তিনি বাবর আজমদের, ‘মাহমুদউল্লাহর ফর্মও বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ। অধিনায়কত্ব ছাড়াও মিডল অর্ডারে তার ব্যাটিং ম্যাচের গতিপথ তৈরি কিংবা পাল্টে দিতে পারে। ও খুব অভিজ্ঞ। নেতৃত্ব কখনও কখনও ব্যক্তিগত দক্ষতা বাড়িয়ে দেয়, আমরা তার কাছে তেমনটাই প্রত্যাশা করতে পারি।’

/কেআর/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়ার ‘ওয়ান্টেড’ তালিকায় জেলেনস্কি
রাশিয়ার ‘ওয়ান্টেড’ তালিকায় জেলেনস্কি
সম্পূর্ণ দুর্ভিক্ষের কবলে উত্তর গাজা: ডব্লিউএফপি প্রধান
সম্পূর্ণ দুর্ভিক্ষের কবলে উত্তর গাজা: ডব্লিউএফপি প্রধান
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীর মুখেই কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীর মুখেই কুলুপ
চিনি-লবণ মিশিয়ে নকল প্যাকেটে স্যালাইন তৈরি, গ্রেফতার ৩
চিনি-লবণ মিশিয়ে নকল প্যাকেটে স্যালাইন তৈরি, গ্রেফতার ৩
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে