X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

বিসিএলে উত্তরাঞ্চলে মুশফিক, পূর্বাঞ্চলে তামিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জানুয়ারি ২০২০, ১৮:৫৩আপডেট : ২৭ জানুয়ারি ২০২০, ১৮:৫৮

তামিম দুই ম্যাচ খেললেও মুশফিক খেলবেন পুরো টুর্নামেন্টে জাতীয় ক্রিকেট লিগের সেরা ৮০ জনকে নিয়ে আগামী শুক্রবার শুরু হচ্ছে বাংলাদেশ ক্রিকেট লিগ। জাতীয় দলের ক্রিকেটাররা প্রথম ও তৃতীয় ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন। তবে পাকিস্তান সফর থেকে সরে দাঁড়ানো মুশফিকুর রহিম খেলবেন পুরো বিসিএলে।

এবারের টুর্নামেন্টে মুশফিক খেলবেন উত্তরাঞ্চলের হয়ে। আরেক তারকা তামিম ইকবালের দল পূর্বাঞ্চল।

মাঠে নামার আগে রবিবার মিরপুরে বিপ টেস্ট দিতে হয়েছে শতাধিক ক্রিকেটারকে। পরীক্ষার ফল আশাব্যঞ্জক নয়। প্রয়োজনীয় ১১ স্কোর করতে পারেননি অনেকেই। এমনকি তুষার ইমরানের মতো অভিজ্ঞ ব্যাটসম্যানও ব্যর্থ। বিপ টেস্টে সর্বোচ্চ ১৩.২ স্কোর করেছেন তরুণ পেসার রুয়েল মিয়া ও উইকেটকিপার-ব্যাটসম্যান মাহিদুল ইসলাম।  ‍

বিসিএল ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক প্রথম শ্রেণির ক্রিকেট টুর্নামেন্ট। তবে চারটি দলের মধ্যে এবার ফ্র্যাঞ্চাইজির অধীনে খেলবে শুধু মধ্যাঞ্চল আর পূর্বাঞ্চল। মধ্যাঞ্চলের ফ্র্যাঞ্চাইজি ওয়ালটন, পূর্বাঞ্চলের ইসলামী ব্যাংক। বাকি দুই দল দক্ষিণাঞ্চল ও উত্তরাঞ্চলের সব খরচ বহন করবে বিসিবি।  

ঢাকা প্রিমিয়ার লিগের জন্য এবার ডাবল লিগ নয়, সিঙ্গেল লিগ হবে বিসিএলে। মানে প্রতিটি দল মাত্র তিনটি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে।  

সোমবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট হয়েছে। দল নিয়ে উচ্ছ্বসিত মধ্যাঞ্চলের কোচ জাফরুল এহসান বলেছেন, ‘জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে বেশ ভালো দল গড়েছি আমরা। দলটা বেশ ভারসাম্যপূর্ণ হয়েছে। অবশ্যই শিরোপার জন্য লড়াই করতে পারবো।’

দক্ষিণাঞ্চলের ম্যানেজার নাফিস ইকবালও দল নিয়ে সন্তুষ্ট। জাতীয় দলের সাবেক ওপেনার বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমাদের দল ভারসাম্যপূর্ণ হয়েছে। চ্যাম্পিয়ন হওয়ার মতো দল গড়েছি আমরা। জাতীয় দলের ক্রিকেটাররা খেলবে, তাই ড্রেসিংরুমে ভিন্ন পরিবেশ দেখা যাবে। সবার মধ্যে স্বাস্থ্যকর প্রতিযোগিতা হবে। আশা করি, এবারের বিসিএল জমজমাট হবে।’

বিসিবি দক্ষিণাঞ্চল: আব্দুর রাজ্জাক, আল-আমিন হোসেন, এনামুল হক বিজয়, মেহেদী হাসান, নুরুল হাসান সোহান, শফিউল ইসলাম, মাহমুদউল্লাহ, ফজলে মাহমুদ রাব্বি, ফরহাদ রেজা, শামসুর রহমান শুভ, আল-আমিন (জুনিয়র), নাসুম আহমেদ, কামরুল ইসলাম রাব্বি, শাহরিয়ার নাফীস, রবিউল হক, ইরফান শুক্কুর, আমিনুল ইসলাম বিপ্লব, মাহমুদুল হাসান জয়, রুয়েল মিয়া।

বিসিবি উত্তরাঞ্চল: আরিফুল হক, নাঈম ইসলাম, জুনায়েদ সিদ্দিক, মুশফিকুর রহিম, সানজামুল ইসলাম, ইবাদত হোসেন চৌধুরী, রনি তালুকদার, সুমন খান, লিটন দাস, তাসকিন আহমেদ, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, সঞ্জিত সাহা, সালাউদ্দিন শাকিল, জহুরুল ইসলাম অমি, তানবীর হায়দার, এনামুল হক জুনিয়র, মিজানুর রহমান, হোসেন আলী, মুক্তার আলী।

ওয়ালটন মধ্যাঞ্চল: সাইফ হাসান, শুভাগত হোম চৌধুরী, তাইবুর রহমান, নাজমুল হোসেন শান্ত, আরাফাত সানি, শহিদুল ইসলাম, মোহাম্মদ মিঠুন, মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, রকিবুল হাসান, মুকিদুল ইসলাম মুগ্ধ, জাকের আলী অনিক, নাজমুল ইসলাম অপু, নাঈম শেখ, আব্দুল মজিদ, ইরফান হোসেন, সোহরাওয়ার্দী শুভ, শরিফুল ইসলাম, আকবর আলী, মেহেদী হাসান মিরাজ।

ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল: ইমরুল কায়েস, আবু জায়েদ রাহী, আফিফ হোসেন, মুমিনুল হক, নাঈম হাসান, তামিম ইকবাল, রুবেল হোসেন, ইয়াসির আলী চৌধুরী, পিনাক ঘোষ, হাসান মাহমুদ, জাকির হাসান, নাসির হোসেন, তাইজুল ইসলাম, অমিত হাসান, রেজাউর রহমান, তানভির ইসলাম, ইমরানউজ্জামান, খালেদ আহমেদ, রনি চৌধুরী, মোহাম্মদ আশরাফুল।

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-রাজশাহীর ২ হাসপাতালে দুদকের অভিযান
ঢাকা-রাজশাহীর ২ হাসপাতালে দুদকের অভিযান
সরকারি চাকরির বড় নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করা যাবে ৩০ এপ্রিল পর্যন্ত
সরকারি চাকরির বড় নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করা যাবে ৩০ এপ্রিল পর্যন্ত
ভারতকে ১৪৫ রানে থামালো বাংলাদেশ
ভারতকে ১৪৫ রানে থামালো বাংলাদেশ
গুলশানে চোর সন্দেহে পেটানোর পর যুবকের মৃত্যু, একজন গ্রেফতার
গুলশানে চোর সন্দেহে পেটানোর পর যুবকের মৃত্যু, একজন গ্রেফতার
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে