X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

নিউজিল্যান্ডেও খেলা হচ্ছে না হার্দিকের

স্পোর্টস ডেস্ক
০১ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৩৪আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৩৪

হার্দিক পান্ডিয়া হিসাব কষেই অস্ত্রোপচার করেছিলেন হার্দিক পান্ডিয়া। লক্ষ্য ছিল নিউজিল্যান্ড সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন। কিন্তু হলো না। কিউইদের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন ভারতীয় অলরাউন্ডার। আজ (শনিবার) বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

পিঠের সমস্যায় ভুগেছেন অনেক দিন। বিশ্রাম নিয়ে নিয়ে খেলা চালিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি, ছুরি-কাচির নিচে যেতেই হয়েছে এই অলরাউন্ডারকে। গত অক্টোবরে অস্ত্রোপচার শেষে চলছিল তার পুনর্বাসন। আশা করেছিলেন নিউজিল্যান্ড সফর দিয়ে ফিরবেন ভারতীয় দলে। কিন্তু সেটি আর হচ্ছে না। এখনও ম্যাচ খেলার মতো ফিটনেস পাননি হার্দিক। তাই বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে পুনর্বাসন প্রক্রিয়া চলমান থাকবে তার।

একে অস্ত্রোপচার হয়েছে পিঠে, এর ওপর লম্বা সময় খেলার বাইরে, তাই তাকে নিউজিল্যান্ডে ‘এ’ দলের সঙ্গে পাঠাতে চেয়েছিল বিসিসিআই। কিন্তু সেখানেও ফিটনেস টেস্টে ‘পাস নম্বর’ না পাওয়ায় যাওয়া হয়নি। এবার মূল দলের হয়ে নিউজিল্যান্ড সফর থেকেও ছিটকে গেলেন।

পিঠের সমস্যার কারণে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হয়েছিল হার্দিককে। পরে ছুরি-কাচির নিচে যাওয়ার সিদ্ধান্ত নেন। অক্টোবরে লন্ডনে সফল অস্ত্রোপচারের পর জানিয়েছিলেন সামনে ব্যস্ত সূচি থাকায় এখনই সিদ্ধান্ত নিয়েছেন। সেরে উঠতে চার মাস সময় লাগবে ধরে ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ড সিরিজ দিয়ে ফেরার প্রত্যাশা ছিল হার্দিকের। ওয়েলিংটন ‍ও ক্রাইস্টচার্চে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে ২১ ফেব্রুয়ারি।

হার্দিক প্রথমবার পিঠের চোটে পড়েন গত বছরের এশিয়া কাপে। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে লড়াইয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়েছিল তাকে। একই সমস্যায় গত বছরের শুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠের টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ মিস করেছিলেন ২৫ বছর বয়সী অলরাউন্ডার।

বিশ্বকাপের আগেও একই সমস্যায় ভুগেছিলেন হার্দিক। যদিও পুরোপুরি সেরে ওঠায় ইংল্যান্ড ও ওয়েলসের আসরে খেলতে  অসুবিধা হয়নি। কিন্তু বিশ্বকাপের পর ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারতের খেলা তিন টি-টোয়েন্টি, তিন ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে বিশ্রামে ছিলেন। এরপর দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও বাংলাদেশের বিপক্ষেও মাঠের বাইরে থাকতে হয় তাকে।

/কেআর/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওমরাহ করতে স্ত্রীসহ সৌদি আরব যাচ্ছেন মির্জা ফখরুল
ওমরাহ করতে স্ত্রীসহ সৌদি আরব যাচ্ছেন মির্জা ফখরুল
ঢাকার অধস্তন আদালতগুলোতে এসি লাগাতে আইনি নোটিশ
ঢাকার অধস্তন আদালতগুলোতে এসি লাগাতে আইনি নোটিশ
ড. ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পেছালো
অর্থ আত্মসাতের মামলাড. ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পেছালো
তিন ঘণ্টা পর স্বাভাবিক হলো রাজবাড়ীর ট্রেন চলাচল
তিন ঘণ্টা পর স্বাভাবিক হলো রাজবাড়ীর ট্রেন চলাচল
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি