X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

দুষ্টগ্রহের মতো বাংলাদেশের পিছু নিয়েছে ইনিংসে হার

আসিফ আহমেদ
১০ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৪৫আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৪৫

এই ছবিই বলে দিচ্ছে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের অবস্থা বাংলাদেশের টেস্ট দলের বয়স প্রায় ২০ বছর। ২০০০ সালের জুনে টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির পথ ধরে ওই বছরের ১০ নভেম্বরে ঢাকায় অভিষেক, ভারতের বিপক্ষে। আমিনুল ইসলামের অবিস্মরণীয় সেঞ্চুরিতে উদ্ভাসিত হলেও অভিষেক টেস্টে ৯ উইকেটে হার মেনেছিল বাংলাদেশ। সান্ত্বনা শুধু এটুকু, বঙ্গবন্ধু স্টেডিয়ামে ইনিংসে হারতে হয়নি। তবে দ্বিতীয় টেস্টেই লজ্জাটাকে এড়ানো যায়নি।

এই ইনিংস হার বাংলাদেশের ক্রিকেটের পিছু নিয়েছে যেন দুষ্টগ্রহের মতো। রাওয়ালপিন্ডিতে ১১৮তম টেস্ট খেলতে নেমে ৮৯তম বার হেরে গেলো দল। ৮৯ বারের মধ্যে ৪৪ বারই ইনিংস হার! মানে প্রায় ৫০ শতাংশ।

২০০১ সালের এপ্রিলে বুলাওয়েতে দ্বিতীয় টেস্টেই ইনিংস হারের কলঙ্ক লেখা হয়ে যায় কপালে। সেই শুরু, আজও সিন্দাবাদের দৈত্যের মতো তা বাংলাদেশ টেস্ট দলের কাঁধে চেপে আছে। জিম্বাবুয়ে সফরে প্রথম টেস্টে ইনিংসে হারের পর দ্বিতীয় টেস্ট হেরে যায় ৮ উইকেটে।

কিন্তু পরের দুই টেস্টে আবার সেই লজ্জা, মুলতানে পাকিস্তান আর কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে। দুটিই ছিল এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ। প্রথম পাঁচ টেস্টে আত্মসমর্পণের পর ষষ্ঠ টেস্টে আসে প্রথম ড্র, অভিষেকের ঠিক এক বছর পর ২০০১ সালের নভেম্বরে ঢাকায় জিম্বাবুয়ের বিপক্ষে। ওই ম্যাচে অবশ্য খেলা হয়েছিল মাত্র তিনদিন। বৃষ্টিতে শেষ দুদিনে একটি বলও হয়নি। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট বাংলাদেশ হার মানে ৮ উইকেটে।

তারপর শুরু ইনিংস হারের বৃত্তে ঘুরপাক খাওয়া। টানা পাঁচ টেস্টে দুই ইনিংস মিলে প্রতিপক্ষের এক ইনিংসের সমান রান করতে পারেনি বাংলাদেশ। নিউজিল্যান্ডে দুটি, ঘরের মাঠে পাকিস্তানের সঙ্গে দুটি আর শ্রীলঙ্কায় সিরিজের প্রথম টেস্টে ইনিংস হার এড়ানো যায়নি।

আসলে শুরু থেকেই টানা ইনিংস হারের ‘অভ্যাস’ বাংলাদেশের। ২০০২ সালে টানা তিনটি আর পরের বছর টানা চারটি টেস্টে এমন লজ্জায় পড়তে হয়েছিল। ২০০৪ সালে প্রথম তিন টেস্টে এই অপমান সইতে হয়নি। কিন্তু পরের পাঁচ টেস্টে আবার ইনিংস হার। ২০০৫ সালে টানা চার, ২০০৭ সালে আবারও টানা চার টেস্টে একই লজ্জা।

টেস্ট আঙিনায় দুই দশক কাটিয়ে দিলেও ‘অভ্যাস’টা কিন্তু যায়নি। গত নভেম্বরে ভারতে দুটি টেস্টের পর পাকিস্তানেও একই পরিণতি, আবার ইনিংস হারের ‘হ্যাটট্রিক’। রাওয়ালপিন্ডিতে চতুর্থ দিন লাঞ্চের আগেই খেলা শেষ। আজ খেলা হয়েছে মাত্র ১৭.২ ওভার।

১১৮ টেস্টে বাংলাদেশ জিতেছে মাত্র ১৩টি। এর মধ্যে একটি ইনিংস ব্যবধানে জয়ও আছে, ২০১৮ সালে ঢাকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। কিন্তু নিজেদের লজ্জা তাতে দূর হচ্ছে কোথায়! এখনও বড় দলের বিপক্ষে ইনিংস হারের শঙ্কায় থাকতে হয়। টেস্ট অভিষেকের এতদিন পরও।

/এএআর/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভৈরবে ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে একজন গ্রেফতার
ভৈরবে ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে একজন গ্রেফতার
গরু কিনতে যাওয়ার পথে বাবা-ছেলে নিহত
গরু কিনতে যাওয়ার পথে বাবা-ছেলে নিহত
লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যানকে শপথবাক্য পাঠ করালেন প্রধানমন্ত্রী
লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যানকে শপথবাক্য পাঠ করালেন প্রধানমন্ত্রী
রাফাহ শহরের একাংশ থেকে ফিলিস্তিনিদের সরে যেতে বললো ইসরায়েল
সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতি?রাফাহ শহরের একাংশ থেকে ফিলিস্তিনিদের সরে যেতে বললো ইসরায়েল
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
আমার কাছে ৪৫টি বাচ্চা আছে, ডিবিকে বলেন নিয়ে যেতে: আদালতে মিল্টন সমাদ্দার
আমার কাছে ৪৫টি বাচ্চা আছে, ডিবিকে বলেন নিয়ে যেতে: আদালতে মিল্টন সমাদ্দার
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?