X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

এখন থেকে আবার দলের সবকিছু দেখবেন বিসিবি প্রধান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ফেব্রুয়ারি ২০২০, ২৩:৪৭আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২০, ২৩:৪৯

এখন থেকে আবার দলের সবকিছু দেখবেন বিসিবি প্রধান জাতীয় দলের সব সিদ্ধান্তে বোর্ড প্রধান নাজমুল হাসানের ভূমিকা থাকে। সেটা তিনি সবসময় স্বীকারও করে এসেছেন। জাতীয় দলের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তিনিই নিয়ে থাকেন। তাছাড়া দল গঠন থেকে শুরু করে একাদশ নির্বাচন, টস ইস্যুসহ এমন কিছু নেই- যা নিয়ে তিনি কথা বলেননি। এ নিয়ে সমালোচনাও কম হয়নি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।

বিসিবি প্রধানের নামই হয়ে গিয়েছিল ‘মি. ইন্টারফেয়ারার’! যদিও এখন তার দাবি, গত কয়েক মাসে সেই জায়গা থেকে দূরে ছিলেন তিনি। কিন্তু তাতে বাংলাদেশের ক্রিকেটেই ক্ষতি হচ্ছে বলে মনে করেন তিনি। যে কারণে আবারও সব দায়িত্ব কাঁধে তুলে নিতে চান নাজমুল। আর সেই দায়িত্ব পালন করতে গিয়ে ‘অপবাদ’ আসলেও সমস্যা নেই তার।

বিশ্বজয়ী যুব দলকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বরণ করে নেওয়ার পর সংবাদ সম্মেলনে নাজমুল বলেছেন, ‘গত বিশ্বকাপের পর থেকে আমি সেভাবে হস্তক্ষেপ করিনি। বিশেষ করে ভারত সিরিজ থেকে টিম ম্যানেজম্যান্টের সিদ্ধান্তে আমি সরাসরি সম্পৃক্ত ছিলাম না। আর এখন আমাকে বলা হয় উল্টোটা। যদি আমাকে বলে টস জিতে ব্যাটিং নেবে, পরে দেখি বোলিং নিয়েছে। এসব ব্যাপার আমি বুঝতে পারছি না। দলের পারপরম্যান্সও নিম্নগামী।’

জাতীয় দলের ব্যর্থতায় পুরোনো অবস্থানে ফিরতে চান তিনি, “মনে হচ্ছে আমাকে আবার আগের জায়গায় ফিরতে হবে। সব তদারকি করতে হবে। যেটা করার কারণে আমাকে আপনারা নাম দিয়েছিলেন ‘মি. ইন্টারফেয়ারার’। আমি তো সেসব পত্র-পত্রিকায় দেখেছি। কিন্তু এখন আমাকে আবার সেই হস্তক্ষেপের জায়গায়ই ফিরতে হবে। কিছু করার নেই।”

কী কারণে সবকিছুতে হস্তক্ষেপ করতেন, সেটাও জানিয়েছেন বোর্ড প্রধান, ‘২০১৬ যুব বিশ্বকাপের সেমিফাইনালের টস টিভিতে দেখে আমার মেজাজ খারাপ হয়ে যায়। মেঘলা আবহাওয়ায় টস জিতে কেন ব্যাটিং নিয়েছে, জানতে চাইলে অনেকেই বলেছিল, আরে ওরা পারবে না। ওই দিনই বুঝেছি এভাবে হবে না, নজর রাখতে হবে। তারপর থেকেই সবকিছু তদারকি করতাম।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
টিভিতে আজকের খেলা (২ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২ মে, ২০২৪)
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!