X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

করোনাভাইরাস: প্রথম শ্রেণির ক্রিকেটাররা দিচ্ছেন বেতনের অর্ধেক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ এপ্রিল ২০২০, ১৪:০৮আপডেট : ০২ এপ্রিল ২০২০, ১৬:০২

প্রথম শ্রেণির ক্রিকেটাররা দিচ্ছেন বেতনের অর্ধেক করোনাভাইরাসের সংক্রমণে বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। অসহায় মানুষদের জন্য তারা তহবিল গঠন করেছে। আর এই তহবিলের অর্থসংস্থান করছেন বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে চুক্তিবদ্ধ ৯১ ক্রিকেটার। তাদের মাসিক (এক মাস) বেতনের অর্ধেক কোয়াবের সহায়তার তহবিলে দান করবেন ক্রিকেটাররা।

এর ফলে তামিম-মুশফিক-মাহমুদউল্লাহরা ছাড়াও মার্শাল আইয়ুব, শামসুর রহমান, এনামুল হক, রনি তালুকদারসহ জাতীয় দলের বাইরে থাকা এবং জাতীয় দলে অভিষেক হয়নি এমন ক্রিকেটাররা অর্থ সহায়তা করার সুযোগ পেলেন। প্রথম শ্রেণির ক্রিকেট খেলা ৯১ ক্রিকেটার এক মাসের বেতনের অর্ধেক, মানে ৯ লাখ ৮০ হাজার ৩৭৫ টাকা দিচ্ছে কোয়াবের তহবিলে।।

আজ (বৃহস্পতিবার) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে কোয়াব। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দেশব্যাপী করোনায় বিপর্যস্ত অসহায় মানুষের সহায়তায় ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) বর্তমান ও সাবেক সব ক্রিকেটার, ক্রিকেট সংগঠক ও শুভানুধ্যায়ীদের সহায়তা নিয়ে আর্থিক তহবিল গঠনের উদ্যোগ গ্রহণ করেছে। সেই প্রেক্ষাপটে বাংলাদেশের চুক্তিবদ্ধ ৯১ প্রথম শ্রেণির ক্রিকেটার তাদের মাসিক (এক মাস) বেতনের অর্ধেক কোয়াবের সহায়তা তহবিলে প্রদানের সিদ্ধান্ত নিয়েছেন।’

বিজ্ঞপ্তির পরের অংশে বলা হয়েছে, ‘কোয়াব মনে করে, সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই বর্তমান দুর্যোগ মোকাবিলা সম্ভব। আমাদের সবাইকে অনুধাবন করতে হবে, আমাদের একতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই ক্রিকেটারদের স্বার্থরক্ষা ও দেশের ক্রিকেটের উন্নয়ন সম্ভব। আমরা বিশ্বাস করি, আগামী দিনগুলোতে ক্রিকেটারদের এই সম্মিলিত প্রচেষ্টায় দেশের ক্রিকেট উন্নয়ন ও গুণগত মান উত্তরোত্তর বৃদ্ধি পাবে।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিল্টন সমাদ্দার ৩ দিনের রিমান্ডে
মিল্টন সমাদ্দার ৩ দিনের রিমান্ডে
আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজে ডাক পেলেন রউফ-হাসান
আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজে ডাক পেলেন রউফ-হাসান
জনগণের ভোটাধিকার নিশ্চিত করেই আ.লীগ ক্ষমতায় এসেছে: ওবায়দুল কাদের
জনগণের ভোটাধিকার নিশ্চিত করেই আ.লীগ ক্ষমতায় এসেছে: ওবায়দুল কাদের
গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ নয়, উন্নয়নের অপপ্রচার করলে ব্যবস্থা
মুক্ত গণমাধ্যম দিবসের সভায় তথ্য প্রতিমন্ত্রীগণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ নয়, উন্নয়নের অপপ্রচার করলে ব্যবস্থা
সর্বাধিক পঠিত
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ