X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপ সুপার লিগে ‘নো বল’ ডাকবেন থার্ড আম্পায়ার

স্পোর্টস ডেস্ক
২৭ জুলাই ২০২০, ২২:১৪আপডেট : ২৭ জুলাই ২০২০, ২২:২৫

ফিল্ড আম্পায়ার নন, পায়ের ‘নো বল’ ডাকবেন থার্ড আম্পায়ার ওয়ানডে ক্রিকেট নতুন ‍শুরুর অপেক্ষায়। টেস্ট চ্যাম্পিয়নশিপের পর ওয়ানডে সংস্করণে শুরু হচ্ছে বিশ্বকাপ সুপার লিগ। ১৩ দলের যে প্রতিযোগিতা আবার ২০২৩ সালের বিশ্বকাপে মূল পর্বে জায়গা পাওয়া লড়াইও। ইংল্যান্ড-আয়ারল্যান্ডের সিরিজ দিয়ে শুরু হতে যাওয়ায় নতুন এই প্রতিযোগিতা নিয়ে এমনিতেই আলাদা আগ্রহ তৈরি হয়েছে ক্রিকেটপ্রেমীদের মনে। এর সঙ্গে ‘নো বল’ নিয়ে নতুন নিয়ম চালুর উপলক্ষটাও বাড়তি রসদ জোগাচ্ছে।

বোলারের পা নির্দিষ্ট দূরত্ব পেরিয়ে গেলে ফিল্ড আম্পায়ার ডাকেন ‘নো বল’। তবে সামনের দিনে ফিল্ড আম্পায়ার নন, ওভার স্টেপের ‘নো’ ডাকবেন থার্ড (টিভি) আম্পায়ার। পায়ের ‘নো বলের’ সঠিক সিদ্ধান্ত দিতে দীর্ঘদিন কাজ করে যাচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এরই মধ্যে বেশ কয়েকটি সিরিজ ও প্রতিযোগিতায় নো বল ডাকতে থার্ড আম্পায়ারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাফল্যের বিবেচনায় বিশ্বকাপ সুপার লিগেও পায়ের ‘নো বল’ ডাকার ভার থার্ড আম্পায়ারের ওপর ছেড়ে দিচ্ছে আইসিসি।

গত বছরের ডিসেম্বরে ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে এই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এ বছর অস্ট্রেলিয়ায় হওয়া মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপেও পায়ের নো বলের সিদ্ধান্ত দিয়েছেন থার্ড আম্পায়ার।

সফল প্রয়োগের পর সুপার লিগ দিয়ে প্রযুক্তিটি পুরোপুরি চালু করার কথা জানিয়েছেন আইসিসির ক্রিকেট অপারেশনের জেনারেল ম্যানেজার জিওফ অ্যালারডাইস, ‘এটা বৃহস্পতিবার থেকে (ইংল্যান্ড-আয়ারল্যান্ডের ওয়ানডে সিরিজ) ব্যবহার করা হবে। নো বলে যেহেতু ফ্রি হিটের ব্যাপার আছে, তাই এটা একদম নিখুঁত হওয়াটা জরুরি। আইসিসি ক্রিকেট কমিটি এটার সুপারিশ করেছিল এবং বিশ্বকাপ সুপার লিগে প্রয়োগ করা হবে।’

২০১৬ সালে ইংল্যান্ড-পাকিস্তান সিরিজে এই পদ্ধতির ব্যবহার করেছিল আইসিসি। যদিও সিদ্ধান্ত জানানোর সময় বেশি লাগায় শুরুতেই আগ্রহ হারিয়ে ফেলে সংস্থাটি। তবে প্রযুক্তির উন্নতিতে এখন নতুন করে বিষয়টি আবার যোগ করতে যাচ্ছে তারা।

‘নো বল’ প্রযুক্তির সঙ্গে সুপার লিগে স্লো ওভার রেটের অন্যরকম শাস্তির বিধানও রাখছে আইসিসি। কোনও দল নির্ধারিত সময়ের বেশি সময় বোলিং করলে কাটা যাবে পয়েন্ট। সুপার লিগে জয়ে ১০ পয়েন্ট এবং টাই ও পরিত্যক্ত ম্যাচে সমানভাবে ভাগ হবে পয়েন্ট।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!