X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

মুশফিকের অনুপ্রেরণায় ইরফান শুক্কুরের সাফল্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ অক্টোবর ২০২০, ১৭:৫৮আপডেট : ২০ অক্টোবর ২০২০, ১৮:১০

বিসিবি প্রেসিডেন্ট’স কাপে আলো ছড়িয়ে যাচ্ছেন ইরফান শুক্কুর ঘরোয়া ক্রিকেটের নিয়মিত মুখ ইরফান শুক্কুর। লিটন-সৌম্য-নাজমুল-মুমিনুলদের মতো জাতীয় দলের ক্রিকেটাররা যেখানে ব্যর্থ, সেখানে সফল এই ব্যাটসম্যান। নাজমুল একাদশের হয়ে তিন ম্যাচের তিনটিতেই পেয়েছেন সাফল্য। এর মধ্যে দুটিতে খেলেছেন ম্যাচ জয়ী ইনিংস। আলোকিত পারফরম্যান্সের পেছনে জাতীয় দলের উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিমের অনুপ্রেরণার কথা জানালেন তিনি।

বিসিবি প্রেসিডেন্ট’স কাপের প্রথম ম্যাচে সৌম্য-শান্ত-মুশফিক-আফিফদের ব্যর্থতায় হারতে বসেছিল নাজমুল একাদশ। লেট অর্ডারে নেমে ইরফান অপরাজিত ৫৬ রানের ইনিংস খেলে মাহমুদউল্লাহ একাদশের কাছ থেকে জয় ছিনিয়ে নেন। দ্বিতীয় ম্যাচে দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রান করেন তিনি। তৃতীয় ম্যাচে টপ অর্ডারের ব্যর্থতার পর মুশফিক, আফিফ ও ইরফানের ব্যাটে জয়ের দেখা পায় নাজমুল একাদশ। এই ম্যাচেও ৪৮ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি।

টানা তিন ম্যাচে ভালো করার পেছনে মুশফিকের অবদানের কথা উল্লেখ করলেন ইরফান, ‘সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে, বিশেষ করে মুশফিক ভাইয়ের সঙ্গে তো অনেকদিন থেকেই খেলছি। সৌম্যর সঙ্গে অনূর্ধ্ব-১৯ থেকে খেলছি। ওরা জাতীয় দলকে অনেক বছর ধরে প্রতিনিধিত্ব করে আসছে। তাদের সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করতে অনেক বেশি ভালো লাগছে। মুশফিক ভাই বলেছেন, ক্যারেক্টারটা শো করতে। আমি উনার কথাগুলো শোনার চেষ্টা করছি। উনি কথা কম বললেও কিন্তু খুবই অনুপ্রেরণাদায়ক কথা বলেন। উনি বলেছেন, ক্যারেক্টার আর মাঠের ভেতরের অ্যাপ্রোচ যাতে এক রাখি। ওটাই চেষ্টা করে সাফল্য পেয়েছি।’

ঘরোয়া ক্রিকেটে টপ অর্ডারে ব্যাটিং করলেও নাজমুল একাদশের হয়ে লেট অর্ডারে ব্যাটিং করছেন ইরফান। মানিয়ে নিতে অবশ্য সমস্যা হচ্ছে না তার, ‘ম্যাচে প্রভাব ফেলার মতো কিছু করতে চাইছি, যাতে দল উপকৃত হয়। আমি সাধারণত টপ অর্ডারে ব্যাটিং করি। এখানে যখন সাতে সুযোগ পেয়েছি, আমার লক্ষ্য হচ্ছে, শেষ পর্যন্ত অপরাজিত থেকে দলের জন্য ফলদায়ক কিছু করা।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শনিবার শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান চলবে
শনিবার শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান চলবে
ডিবি পুলিশের গাড়ির ধাক্কায় প্রাণ গেলো ব্যবসায়ীর
ডিবি পুলিশের গাড়ির ধাক্কায় প্রাণ গেলো ব্যবসায়ীর
ভুয়া মৃত সনদ নিজেই তৈরি করতো মিল্টন: হারুন অর রশীদ
ভুয়া মৃত সনদ নিজেই তৈরি করতো মিল্টন: হারুন অর রশীদ
রাফাহতে ইসরায়েলি হামলা ঠেকাতে ডেমোক্র্যাটদের চাপের মুখে বাইডেন
রাফাহতে ইসরায়েলি হামলা ঠেকাতে ডেমোক্র্যাটদের চাপের মুখে বাইডেন
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি