X
শুক্রবার, ১৭ মে ২০২৪
৩ জ্যৈষ্ঠ ১৪৩১

পিএসএলের ড্রাফটে ‘প্লাটিনাম’ মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক
০৫ জানুয়ারি ২০২১, ২৩:০৭আপডেট : ০৫ জানুয়ারি ২০২১, ২৩:০৭

করোনাভাইরাসের কারণে ২০২০ সালের পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্লে-অফ রাউন্ড হয়েছে গত বছরের নভেম্বরে। সেই রেশ কাটতে না কাটতেই নতুন আসরের প্রস্তুতি শুরু হয়ে গেছে। ১০ জানুয়ারি হবে ২০২১ পিএসএলের প্লেয়ার্স ড্রাফট। নতুন আসরের ড্রাফটে বিদেশি খেলোয়াড়ের সর্বোচ্চ ক্যাটাগরি ‘প্লাটিনাম’-এ রয়েছেন বাংলাদেশের মোস্তাফিজুর রহমান।

২০১৮ সালের পিএসএলে দল পেয়েছিলেন এই বাঁহাতি পেসার। খেলার কথা ছিল লাহোর কালান্দার্সের হয়ে। যদিও বিসিবি তাকে অনাপত্তিপত্র দিতে রাজি ছিল না। পরে কাঁধের চোটে খেলাই হয়নি পাকিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতায়। আবারও সুযোগ এসেছে তার পিএসএলে খেলার। এবারের প্লেয়ার্স ড্রাফটে সেরাদের তালিকাতেই তাকে রেখেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

টি-টোয়েন্টিতে নিজেকে অনেক আগেই প্রমাণ করেছেন মোস্তাফিজ। আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে তার শিরোপা জেতার অভিজ্ঞতাও আছে। তাছাড়া এবারের বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপেও আলো ছড়িয়েছেন তিনি গাজী গ্রুপ চট্টগ্রামের জার্সিতে। ম্যাচের মোড় পাল্টে দেওয়ার ক্ষমতা রাখা ২৫ বছর বয়সী পেসারের দিকে নজর থাকবে পিএসএলের সব ফ্র্যাঞ্চাইজির। কিন্তু ২০ ফেব্রুয়ারি থেকে ২২ মার্চ হতে এবারের আসরে মোস্তাফিজকে পাওয়া যাবে কিনা, তা নিয়ে রয়েছে সংশয়।

১০ জানুয়ারি বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ানদের বিপক্ষে দুই টেস্ট ও তিন ওয়ানডে চলবে ১৩ মার্চ পর্যন্ত। এরপর আছে নিউজিল্যান্ড সফর। ১৭ মার্চ থেকে শুরু হবে কিউইদের বিপক্ষে তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টির মিশন। মোস্তাফিজকে পিএসএলের কোনও দল নিলেও শেষ দিকে তারা পাবে না এই পেসারকে।

মঙ্গলবার পিসিবি প্লাটিনামের ২৫ বিদেশি খেলোয়াড়ের তালিকা প্রকাশ করেছে। মোস্তাফিজের সঙ্গে যে তালিকায় রয়েছেন ক্রিস গেইল, রশিদ খান, মুজিব উর রহমান, ডোয়াইন ব্রাভো, ক্রিস লিন, অ্যালেক্স হেলস, ইমরান তাহির, মরনে মরকেল, ডেল স্টেইনের মতো ক্রিকেটাররা।

১০ জানুয়ারির প্লেয়ার্স ড্রাফটে এই তালিকা থেকে খেলোয়াড়দের দলে ভিড়াবে পিএসএলের ছয় ফ্র্যাঞ্চাইজি। তার আগে কোন খেলোয়াড়দের তারা ধরে রাখতে চায়, তার সিদ্ধান্ত জানাতে হবে। প্রত্যেক দল সর্বোচ্চ আটজন খেলোয়াড় ধরে রাখতে পারবে।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দাম কমেছে সবজি-মাংসের, তবু পরিস্থিতি অস্বাভাবিক
দাম কমেছে সবজি-মাংসের, তবু পরিস্থিতি অস্বাভাবিক
শর্তে একমত হতে পারেননি, বায়ার্ন ছাড়ছেন টুখেল
শর্তে একমত হতে পারেননি, বায়ার্ন ছাড়ছেন টুখেল
ইসরায়েলকে থামাতে হবে, আইসিজিতে দক্ষিণ আফ্রিকার আবেদন
ইসরায়েলকে থামাতে হবে, আইসিজিতে দক্ষিণ আফ্রিকার আবেদন
থানচির দুর্গম পাহাড়ি পাড়ায় আগুন, নিয়ন্ত্রণে এনেছে বিজিবি
থানচির দুর্গম পাহাড়ি পাড়ায় আগুন, নিয়ন্ত্রণে এনেছে বিজিবি
সর্বাধিক পঠিত
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা
বাণিজ্য মন্ত্রণালয়ে নতুন সচিব
বাণিজ্য মন্ত্রণালয়ে নতুন সচিব