X
সোমবার, ২০ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

বাদ পড়া মাশরাফির আওয়াজ একটাই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জানুয়ারি ২০২১, ১৯:৩৯আপডেট : ১৯ জানুয়ারি ২০২১, ১৯:৩৯

গত মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে জাতীয় দলের জার্সিতে শেষবার টস করতে নেমেছিলেন মাশরাফি বিন মুর্তজা। ওই সিরিজে অধিনায়কত্ব ছাড়লেও খেলা ছাড়েননি তিনি। যদিও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে দলে রাখা হয়নি অভিজ্ঞ এই পেসারকে। দলে না থাকলেও নতুন ওয়ানডে অধিনায়ক তামিমের জন্য শুভকামনা জানিয়েছেন মাশরাফি।

করোনার কারণে দীর্ঘ ১০ মাস আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে বাংলাদেশ। সেই মার্চে মাশরাফির নেতৃত্বে সর্বশেষ ওয়ানডে খেলেছিল লাল-সবুজ জার্সিধারীরা। লম্বা বিরতি শেষে আবারও মাঠে গড়াচ্ছে ৫০ ওভারের ক্রিকেট। নতুন নেতৃত্বে বাংলাদেশের জন্য শুভকামনা জানিয়েছেন মাশরাফি, ‘বাংলাদেশের ক্রিকেট ভক্তদের দীর্ঘ দিনের অপেক্ষার অবসান ঘটে প্রিয় ক্রিকেট দল কাল (বুধবার) মাঠে নামছে। পুরো দলের প্রতি রইলো শুভকামনা।’

ওয়ানডে ক্রিকেটে মাশরাফির স্থলাভিষিক্ত হয়েছেন তামিম। তার জন্যও ভালোবাসা মাশরাফির, “তামিম ইকবাল খান’-এর জন্য রইলো স্পেশাল ভালোবাসা এবং দোয়া। সব চাপকে বুড়ো আঙুল দেখিয়ে সবসময়ের মতো বিজয়ী হয়ে আসবে এই দোয়াই করছি। নতুন শুরুর জন্য শুভকামনা।”

সবশেষে মাশরাফি লিখেছেন, ‘আওয়াজ একটাই- বাংলাদেশ’।

আগামী বিশ্বকাপকে মাথায় রেখে ‘নতুন পরিকল্পনা বাস্তবায়ন করতে’ গিয়েই মাশরাফিকে ‘বাদ দিতে হয়েছে’ বলে জানিয়েছিলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

এদিকে নতুন ওয়ানডে অধিনায়ক তামিমের জন্য মাশরাফির ভূমিকা পালন করা বেশ কঠিন। তবুও নতুন কিছু করার বাসনা তামিমের কণ্ঠে, ‘মাশরাফি ভাই দলের জন্য অনেক কিছু করেছেন। এ বিষয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু আমি আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবো। আমি যেটা তৈরি করতে চাই সেটা হলো বাংলাদেশি ব্র্যান্ড অব ক্রিকেট, যেটা আমরা খেলি। আমরা অন্যদের ফলো না করে ওটাতেই ফোকাস করতে চাই।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাইসির হেলিকপ্টার বিধ্বস্তে অনিশ্চয়তা ছড়াচ্ছে ইরানে
রাইসির হেলিকপ্টার বিধ্বস্তে অনিশ্চয়তা ছড়াচ্ছে ইরানে
বার্সার রানার্সআপ হওয়ার দিনে ধাক্কা খেলো রিয়াল 
বার্সার রানার্সআপ হওয়ার দিনে ধাক্কা খেলো রিয়াল 
রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত: মধ্যপ্রাচ্যসহ আঞ্চলিক নেতাদের প্রতিক্রিয়া
রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত: মধ্যপ্রাচ্যসহ আঞ্চলিক নেতাদের প্রতিক্রিয়া
যদি প্রেসিডেন্ট রাইসি না ফেরেন, কী হবে ইরানে
যদি প্রেসিডেন্ট রাইসি না ফেরেন, কী হবে ইরানে
সর্বাধিক পঠিত
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
আগামী ৩ দিন হতে পারে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ
আগামী ৩ দিন হতে পারে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ