X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

লিফটে অস্ট্রেলিয়ানরা থাকলে ঢুকতে পারতেন না অশ্বিনরা!

স্পোর্টস ডেস্ক
২৪ জানুয়ারি ২০২১, ১৪:১৬আপডেট : ২৪ জানুয়ারি ২০২১, ১৪:১৮

অস্ট্রেলিয়া সফরে বেশ কিছু বর্ণ বিদ্বেষের ঘটনা বিতর্ক সৃষ্টি করেছিল। আবার কিছু ঘটনা প্রকাশ পাচ্ছে এখন। সর্বশেষ যেটি প্রকাশ করেছেন, ভারতীয় অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। তিনি বলেছেন, সিডনির হোটেলে অস্ট্রেলিয়ান প্লেয়ারদের সঙ্গে একই লিফটে ভারতীয় ক্রিকেটারদের উঠতে দেওয়া হতো না।

অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ  ২-১ ব্যবধানে জিতে ইতিহাস গড়েছে ভারতীয় দল। কিন্তু সেই সিরিজের বেশ কিছু ঘটনা এখনও আলোচনায় রয়ে গেছে। সেসব নিয়েই ফিল্ডিং কোচ আর শ্রীধরের সঙ্গে ইউটিউব চ্যানেলে আলোচনা করেছেন অশ্বিন। সেখানেই উঠে আসে বিস্ময়কর ওই ঘটনা, ‘আমরা যখন সিডনিতে পৌঁছাই, ওরা আমাদের ওপর কঠোর বিধি নিষেধ আরোপ করে বন্দি করে রাখার মতো অবস্থায় ফেলে দেয়। অথচ সেখানেই অদ্ভুত একটি ঘটনা আমরা দেখতে পেয়েছি। ভারত ও অস্ট্রেলিয়া একই জীবানু সুরক্ষিত বলয়ে থাকলেও অস্ট্রেলিয়ানরা কোনও লিফটে উঠলে সেখানে ভারতীয় ক্রিকেটারদের প্রবেশ করতে দেওয়া হতো না।’

আর এই বিষয়টিই বেশি পীড়া দিয়েছে অশ্বিনদের। অবশ্য এর কারণও ব্যাখ্যা করেছেন তিনি, ‘আসলেই বিস্মিত করার মতো। ওই সময় খুব খারাপই লেগেছে। আমরা একই বলয়ে থাকছি, কিন্তু সেই তাদের সঙ্গে একই লিফট আমরা ভাগাভাগি করতে পারছি না। বিষয়টা আমাদের গ্রহণ করতে কষ্ট হয়েছিল।’

অবশ্য সেই সিডনিতেই বর্ণবাদী ঘটনার সাক্ষী হয়েছিল সফরকারীরা। সিডনি টেস্টের সময় গ্যালারি থেকে বর্ণবাদী গালি দেওয়া হয় মোহাম্মদ সিরাজ ও বুমরাহদের। পরে সেটি নিয়ে আম্পায়ারদের কাছেও দ্বারস্থ হয়েছিল তারা। যার জন্য ক্ষমা চেয়েছিল অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড।

/এফআইআর/     
সম্পর্কিত
সর্বশেষ খবর
রেল ও সড়ক বিটের রিপোর্টারদের সংগঠনের নতুন কমিটি
রেল ও সড়ক বিটের রিপোর্টারদের সংগঠনের নতুন কমিটি
কঙ্গোর বাস্তুচ্যুত শিবিরে হামলা, নিহত ৯
কঙ্গোর বাস্তুচ্যুত শিবিরে হামলা, নিহত ৯
প্রতীক বরাদ্দের আগেই পোস্টার ও প্রচারণা
প্রতীক বরাদ্দের আগেই পোস্টার ও প্রচারণা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা