X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

শ্রীলঙ্কায় কোয়ারেন্টিন বিধি কেমন হবে, জানালো বিসিবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মার্চ ২০২১, ২১:৪৫আপডেট : ০৩ মার্চ ২০২১, ২১:৪৫

কোয়ারেন্টিন জটিলতায় সবশেষ শ্রীলঙ্কা সফর স্থগিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন করে আবার সূচি চূড়ান্ত হওয়ার পথে। তবে সবকিছু একপাশে ঠেলে প্রশ্ন উঠছে ওই শ্রীলঙ্কার কোয়ারেন্টিন-বিধি নিয়ে। আগের মতো কি এবারও কড়াকড়ি থাকছে কোয়ারেন্টিনে? আজ (বুধবার) বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সেটাই জানিয়েছেন সংবাদমাধ্যমকে।

আসলে এই সফরটি হওয়ার কথা ছিল গত বছরের জুলাইয়ে। কিন্তু করোনাভাইরাস শঙ্কায় স্থগিত করা হয় বাংলাদেশের শ্রীলঙ্কা সফর। এরপর দুই দেশের ক্রিকেটে বোর্ডের আলোচনায় ওই বছরের সেপ্টেম্বরে সিরিজ শুরুর পরিকল্পনা হলেও কোয়ারেন্টিন ইস্যুতে সফর করতে অস্বীকৃতি জানায় বিসিবি। তবে সবকিছু ঠিক থাকলে আগামী এপ্রিলে সফর করবে বাংলাদেশ দল। যদিও এখনও সূচি চূড়ান্ত হয়নি।

এ ব্যাপারে বিসিবির প্রধান নির্বাহী বলেছেন, ‘শ্রীলঙ্কা সফর নিয়ে কিছু অগ্রগতি হয়েছে। চূড়ান্ত শিডিউল আমাদের পাঠিয়েছে। আমাদের টিম ম্যানেজমেন্ট কিছু বিষয়ের অপেক্ষায় আছে। সেটা হলে আশা করছি দুই-একদিনের মধ্যে সূচি প্রকাশ করে দেবো।’

তবে এবারের সফর ঘিরে কোয়ারেন্টিন ইস্যু এমনিতেই চলে আসছে। কেননা, গত সেপ্টেম্বরে কোয়ারেন্টিনের কড়া নিয়মের কারণেই সফরটি স্থগিত করেছিল বিসিবি। শ্রীলঙ্কা সরকারের সাফ কথা ছিল, দ্বীপরাষ্ট্রে অবতরণের পরপরই হোটেলেবন্দি থাকতে হবে ক্রিকেটারদের। থাকতে হবে ১৪ দিনের কোয়ারেন্টিনে। এ সময়ে তিনবার করোনা টেস্ট হবে। তিনবার করোনা টেস্টের ফল নেগেটিভ হলেই মাঠে নামার অনুমতি পাবেন ক্রিকেটাররা। কিন্তু শ্রীলঙ্কার বেঁধে দেওয়া শর্তে সফর করবে না বলে লঙ্কান বোর্ডকে চিঠি দিয়ে জানিয়ে দেয় বিসিবি। নতুন করে সফরটি শুরু হওয়ার আগে ফের কোয়ারেন্টিন ইস্যু সামনে এসেছে।

কোয়ারেন্টিন প্রসঙ্গে নিজামউদ্দিনের বক্তব্য, ‘ইতিমধ্যে আপনারা জানেন, ইংল্যান্ড শ্রীলঙ্কা সফর করে এসেছে। আমাদের ক্ষেত্রেও একই প্রোটোকল থাকবে। বলা হচ্ছে, প্রথম তিন দিন রুম কোয়ারেন্টিন করতে হবে। এরপর করোনা নেগেটিভ সাপেক্ষে অনুশীলন ও অন্যান্য কার্যক্রমে ফিরে যেতে পারবে। আগের কড়াকড়ি বিধিনিষেধ এখন শ্রীলঙ্কা থেকে তুলে দেওয়া হয়েছে।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোরাম থেকে ব্যারিস্টার খোকনের অব্যাহতির আদেশ প্রত্যাহার
ফোরাম থেকে ব্যারিস্টার খোকনের অব্যাহতির আদেশ প্রত্যাহার
সাবেক মন্ত্রী আবদুল মান্নান সিদ্দিকীর ২৪তম মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার
সাবেক মন্ত্রী আবদুল মান্নান সিদ্দিকীর ২৪তম মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার
বিক্ষোভকারী শিক্ষার্থীদের বহিষ্কার করছে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়
বিক্ষোভকারী শিক্ষার্থীদের বহিষ্কার করছে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
সর্বাধিক পঠিত
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
ফালুর বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন
ফালুর বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন