X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

তামিম-মুশফিকদের হয়ে ব্যাট ধরলেন মাশরাফি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মার্চ ২০২১, ১৪:১১আপডেট : ০৬ মার্চ ২০২১, ১৪:১১

বাংলাদেশের জন্য বরাবরই কঠিন কন্ডিশন নিউজিল্যান্ড। সেখানে তিন ফরম্যাটে এখনও জয় পায়নি লাল-সবুজ জার্সিধারীরা। কিউই কন্ডিশনে সব মিলিয়ে ৩৩টি ম্যাচ খেলেছে বাংলাদেশ, যার কোনটিতেই শেষ হাসি হাসতে পারেনি মুশফিক-তামিমরা। তবে এবার জয় পেতে মরিয়া সফরকারীরা। এক্ষেত্রে দলকে অপ্রোজনীয় চাপ দিতে মানা করলেন সাবেক অধিনায়ক মাশরাফি।

সংবাদমাধ্যমকে মাশরাফি বলেছেন, ‘সবাই আশা করছে বাংলাদেশ দল নিউজিল্যান্ডে ভালো করবে। কিন্তু আমার কাছে মনে হয় না দলকে অপ্রয়োজনীয় চাপ দেওয়া উচিত। আমরা সবাই জানি কন্ডিশনটা কঠিন। ওখানে আমরা যদি এখান থেকে ভালোভাবে সাপোর্ট দেই, সাপোর্টের অবশ্যই বিভিন্ন ধরন আছে। সো ওই চাপটা থেকে যদি ওদের মুক্ত করে দেই, তাহলে আমি নিশ্চিত টিম ভালো খেলতে পারবে।’

মাশরাফি আরও বলেছেন, ‘হার-জিত অবশ্যই আছে, আমার বিশ্বাস ওরা ভালো করবে। যদি আমরা চাপটা ওদের ওপর কমিয়ে দেই। আমার কাছে মনে হয়, যে টিম আছে ওখানে, ক্যাপেবল এনাফ। ইন্ডিভিজুয়াল প্রতিটি খেলোয়াড়ের ওপর থেকে চাপ কমিয়ে দিতে হবে। ওরা মন খুলে খেলাটা খেলতে পারলে অবশ্যই ভালো ফল আসবে।’

মাশরাফির মতে, দায়িত্বশীল জায়গা থেকে ক্রিকেটারদের অপ্রয়োজনীয় চাপ থেকে বিরত থেকে চাপ কমানোর চেষ্টা করতে হবে, ‘আমাদের সমস্যা হচ্ছে আমরা খেলোয়াড়দের ওপর অপ্রয়োজনীয় চাপ সৃষ্টি করে দেই। ওই চাপটা কমিয়ে আনতে হবে ফ্রম দ্য ক্রিকেট বোর্ড, দ্য সিলেক্টরস বলেন, দর্শক বলেন, সো তাদেরকে  (ক্রিকেটারদের) সাপোর্ট করাটা খুব গুরুত্বপূর্ণ। আশা করি, সাপোর্ট করলে ওরা ভালো খেলবে ইনশাআল্লাহ।’

ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে অধিনায়ক তামিম ইকবালের অভিষেকটা ভালোই হয়েছে। নিউজিল্যান্ডেও তার নেতৃত্বে বাংলাদেশ দল ভালো করবে বলে মনে করেন মাশরাফি, ‘আমরা সবাই জানি, নিউজিল্যান্ড খুব কঠিন জায়গা। সেই সঙ্গে সাকিব নেই, সব মিলিয়ে কঠিন। কিন্তু যাওয়ার আগে তামিম যেভাবে কথা বলেছে সেটা খুবই পজিটিভ। আমার বিশ্বাস তামিমের নেতৃত্বে নিউজিল্যান্ড সিরিজ ভালো করবে।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মেনোত্তির মৃত্যুতে পাশে না থাকার আফসোস ক্রুসিয়ানির
মেনোত্তির মৃত্যুতে পাশে না থাকার আফসোস ক্রুসিয়ানির
টাঙ্গাইল শাড়ির স্বত্ব রক্ষায় ভারতে আইনজীবী নিয়োগ দিয়েছে সরকার
টাঙ্গাইল শাড়ির স্বত্ব রক্ষায় ভারতে আইনজীবী নিয়োগ দিয়েছে সরকার
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর ভারতেরই অংশ: এস জয়শঙ্কর
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর ভারতেরই অংশ: এস জয়শঙ্কর
প্রথম ধাপে ৭ শতাংশ কোটিপতি প্রার্থী
উপজেলা নির্বাচনপ্রথম ধাপে ৭ শতাংশ কোটিপতি প্রার্থী
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?