X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

শ্রীলঙ্কায় যাওয়ার আগে সুজন যা বললেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ এপ্রিল ২০২১, ১৭:৪০আপডেট : ১২ এপ্রিল ২০২১, ১৭:৪০

দুই টেস্টের সিরিজ খেলতে সোমবার দুপুরে শ্রীলঙ্কার উদ্দেশে ঢাকা ছেড়েছে বাংলাদেশ দল। আগামী ২১ এপ্রিল পাল্লেকেলেতে সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি শুরু হবে। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর নিউজিল্যান্ড সফরটিও ভালো যায়নি। ফলে লঙ্কান সিরিজটি মুমিনুলের দলের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। দেশ ছাড়ার আগে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনও বললেন একই কথা। তার মতে, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে চট্টগ্রাম টেস্ট থেকে তার দল শিক্ষা নিয়েছে। সেই শিক্ষা কাজে লাগিয়েই লঙ্কাতে ভালো করতে মুখিয়ে পুরো দল।

অবশ্য শ্রীলঙ্কায় প্রেরণাদায়ক তেমন কিছু নেই বাংলাদেশের। এখন পর্যন্ত সেখানে ১২টি টেস্ট খেলেছে। যার মধ্যে মাত্র একটি টেস্ট জিতেছে বাংলাদেশ। ২০১৭ সালে কলম্বোতে নিজেদের শততম টেস্ট ম্যাচটিই জিততে পেরেছিল মুমিনুলরা। এছাড়া বাকি টেস্টগুলোর মধ্যে সাতটিতে ছিল ইনিংস ব্যবধানে হার। এছাড়া ২০১৩ সালে গলে ড্র করেছিল একটি টেস্ট। স্বাভাবিকভাবেই খুব সহজ হবে না শ্রীলঙ্কা সফর।

যদিও খালেদ মাহমুদ সুজন আসন্ন সিরিজে ভালো করা নিয়ে খুব আশাবাদী। বিমানবন্দরে সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন, ‘শ্রীলঙ্কায় আলাদা পরিবেশে খেলবো। আগেও খেলেছি, সেখানকার কন্ডিশনটা আমরা জানি। চেষ্টা করবো আমাদের সেরা ক্রিকেট খেলতে। তবে শ্রীলঙ্কার কন্ডিশনের শ্রীলঙ্কা বেশ শক্ত প্রতিপক্ষ, কিন্তু আমরা বিশ্বাস করি স্কিলের দিক থেকে পিছিয়ে নেই, ভালো দল। আমরা যদি আমাদের প্রক্রিয়াটা ঠিক রাখতে পারি, তাহলে আশা করি ভালো করবো।’

নিজেদের লক্ষ্যের কথা জানাতে গিয়ে খালেদ মাহমুদ বলেছেন, ‘অবশ্যই আমরা চাই জিততে। রেজাল্ট কী হবে, সেটা নিয়ে ভাবছি না। আমরা সেখানে সেরা ক্রিকেট খেলতে চাই। যে দল ভালো খেলবে, তারাই জিতবে। পাঁচ দিনের খেলা এ কারণে সেশন বাই সেশন ধরে এগোতে হবে। চট্টগ্রাম টেস্টে (উইন্ডিজের বিপক্ষে) আমরা চার দিন ডমিনেট করেও হেরে গেছি, এমনটা করতে চাই না। লম্বা সময় মনোযোগ ধরে রাখতে চাই।’

তবে শ্রীলঙ্কায় ভালো করতে হলে পুরো দলকেই সমানভাবে দায়িত্ব পালন করতে হবে বলে মনে করেন সুজন, ‘দায়িত্ব সবার সমান। জাতীয় দলের জার্সি গায়ে দিয়ে আপনি যখন নামবেন, তখন দায়িত্বটা কেবল সিনিয়রদের নয়। ভালো খেলার দায়িত্ব সবারই। আমাদের সব ক্রিকেটারের মধ্যেই সামর্থ্য আছে। আমি সবসময় পজিটিভ ক্রিকেট খেলার কথা বলি, অ্যাটিচুড অনেক গুরুত্বপূর্ণ।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যানকে শপথবাক্য পাঠ করালেন প্রধানমন্ত্রী
লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যানকে শপথবাক্য পাঠ করালেন প্রধানমন্ত্রী
রাফাহ শহরের একাংশ থেকে ফিলিস্তিনিদের সরে যেতে বললো ইসরায়েল
সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতি?রাফাহ শহরের একাংশ থেকে ফিলিস্তিনিদের সরে যেতে বললো ইসরায়েল
কিশোরকে তুলে নিয়ে চাঁদা দাবির অভিযোগে ৪ পুলিশ সদস্য প্রত্যাহার
কিশোরকে তুলে নিয়ে চাঁদা দাবির অভিযোগে ৪ পুলিশ সদস্য প্রত্যাহার
সুন্দরবনের আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় প্রধানমন্ত্রীর সন্তোষ
সুন্দরবনের আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় প্রধানমন্ত্রীর সন্তোষ
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
আমার কাছে ৪৫টি বাচ্চা আছে, ডিবিকে বলেন নিয়ে যেতে: আদালতে মিল্টন সমাদ্দার
আমার কাছে ৪৫টি বাচ্চা আছে, ডিবিকে বলেন নিয়ে যেতে: আদালতে মিল্টন সমাদ্দার
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?