X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

ম্যাচ বাঁচাতে বাংলাদেশের পরিকল্পনা কী?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মে ২০২১, ২১:৩৭আপডেট : ০২ মে ২০২১, ২১:৩৭

ক্যান্ডিতে জিততে গেলে টেস্ট ক্রিকেটের ইতিহাস বদলাতে হবে বাংলাদেশের ব্যাটসম্যানদের। চতুর্থ দিনের খেলা শেষে অবস্থা আরও বেগতিক। হারের চোখ রাঙানি বাংলাদেশের দিকে। তবে টপ অর্ডার ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত মনে করেন, প্রথম সেশনটা ভালো মতো কাটাতে পারলে হার এড়ানো সম্ভব। আর সেই পরিকল্পনা নিয়েই বাংলাদেশ শুরু করবে শেষ দিন।

৪৩৭ রানের লক্ষ্যে খেলতে নেমে চতুর্থ দিন শেষে ১৭৭ রানে ৫ উইকেট হারিয়েছে বাংলাদেশ। ক্রিজে আছেন লিটন দাস (১৪*) ও মেহেদী হাসান মিরাজ (৪*)। তামিম-মুশফিক-মুমিনুল-শান্ত কেউই লম্বা ইনিংস খেলতে পারেননি। ক্রিজে থাকা জুটির পর বিশেষজ্ঞ ব্যাটসম্যান আর কেউ নেই।

তারপরও শান্ত মনে করেন, লিটন ও মিরাজ প্রথম সেশনটা ভালোভাবে কাটাতে পারলে ম্যাচ বাঁচানো সম্ভব, ‘এখনও দুজন ব্যাটসম্যান ব্যাটিং করছে। এই পরিকল্পনাই থাকবে তারা যতক্ষণ ব্যাটিং করতে পারে, আমাদের জন্য ভালো। প্রথম সেশন যদি আমাদের ব্যাটসম্যানরা ভালো ব্যাটিং করতে পারে, তাহলে পরবর্তীতে ভালো কিছু চিন্তা করতে পারবো।’

‘ভালো কিছুর চিন্তা’ মানে যে ম্যাচ ড্র করা, সেটা বলার অপেক্ষা রাখে না। তবে সেটাও ভীষণ কঠিন। লোয়ার অর্ডারদের দিয়ে গোটা দিন পার করে দিতে গেলে নতুন ইতিহাস লিখতে হবে। তাছাড়া বাংলাদেশের প্রথম ইনিংসও সায় দিচ্ছে না। প্রথম ইনিংসের ব্যাটিং ব্যর্থতা নিয়ে শান্ত বলেছেন, ‘প্রথম ইনিংসে আরও ভালো ব্যাটিং করা উচিত ছিল। ওখানে আমরা একটু পেছনে পড়ে গেছি। আমরা ভালো শুরু করেছিলাম। ৩ উইকেটে ২০০ রানের মতো ছিল। ওখান থেকে পরে আর জুটি হয়নি। ওই জায়গাতেই আমরা পিছিয়ে পড়েছি।’

শান্ত মনে করেন, দুটি উইকেট কম হারালেই চতুর্থ দিনটি ভালো হতে পারতো, ‘টেস্ট ক্রিকেটে চতুর্থ ও পঞ্চম দিনে স্পিনারদের সহায়তা থাকবে এটাই স্বাভাবিক। আমরা সবাই ভালো শুরু পেয়েছিলাম। ভালো শুরুর পরও ইনিংসগুলো বড় করতে পারিনি। হয়তো ৩ উইকেটের বেশি না পড়লে দিনটা আমাদের ভালো হতো।’

বড় লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। ঠিক কী কারণে ওয়ানডে মেজাজে ব্যাটিং, এর ব্যাখ্যায় শান্ত বললেন, ‘উইকেটটা যে রকম ছিল, এই উইকেটে ব্যাটসম্যানরা যত বেশি নেগেটিভ থাকবে ততই কঠিন হবে। পজিটিভ মানেও এই না সব বল মারার পরিকল্পনায় ব্যাটসম্যানরা ব্যাটিং করেছে। সবাই ইনটেন্ট নিয়ে ব্যাটিং করার চেষ্টা করেছে।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাদকসহ গ্রেফতার সংগীতশিল্পী এনামুল কারাগারে
মাদকসহ গ্রেফতার সংগীতশিল্পী এনামুল কারাগারে
অসংক্রামক রোগে মরছে ৭০ শতাংশ মানুষ, বাজেটে বরাদ্দ বাড়ানোর দাবি
অসংক্রামক রোগে মরছে ৭০ শতাংশ মানুষ, বাজেটে বরাদ্দ বাড়ানোর দাবি
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
আরও তিনটি গ্রাম থেকে পিছু হটলো ইউক্রেনীয় সেনারা
আরও তিনটি গ্রাম থেকে পিছু হটলো ইউক্রেনীয় সেনারা
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ