X
শনিবার, ১১ মে ২০২৪
২৮ বৈশাখ ১৪৩১

প্রিমিয়ার লিগে জৈব সুরক্ষা ভাঙলে কঠোর শাস্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মে ২০২১, ১৮:৩৮আপডেট : ২৭ মে ২০২১, ১৮:৩৯

দীর্ঘ বিরতির পর আগামী ৩১ মে থেকে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ। করোনাকাল হওয়ায় এবার কঠোর জৈব সুরক্ষা বলয় নিশ্চিত করতে চাইছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলগুলোকে এবার পাঁচ তারকা হোটেলে জৈব সুরক্ষা বলয়ে রাখা হবে। যার খরচ বহন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাশাপাশি লিগে জৈব সুরক্ষা বলয় ভাঙলে কঠোর শাস্তির বিধানও রেখেছে বিসিবি।

টুর্নামেন্টের জৈব সুরক্ষা বলয় কেমন হবে, সেটি নিশ্চিত করতে বৃহস্পতিবার ক্লাব কর্মকর্তা ও অধিনায়কদের সঙ্গে বৈঠক করেছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। সেখানে সিদ্ধান্ত হয়েছে, জৈব সুরক্ষা বলয় ভাঙলেই কঠোর শাস্তি দেওয়া হবে। ক্রিকেটারদের ক্ষেত্রে আর্থিক জরিমানা ও বহিষ্কার এবং ক্লাবের ক্ষেত্রে পয়েন্ট কাটার ব্যবস্থা রাখা হয়েছে। 

এ বিষয়ে সিসিডিএমের সদস্য সচিব আলী হোসেন বলেছেন, ‘আমরা আজ ক্লাব কর্মকর্তা ও অধিনায়কদের সঙ্গে বসেছিলাম। আমারা জৈব সুরক্ষা বলয়সহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছি। সেখানে একটা ক্লজ আছে যে, কেউ যদি জৈব সুরক্ষা বলয় ভাঙে, তাদের শাস্তি দেওয়া হবে।'

শাস্তির বিষয়টি কীভাবে নিশ্চিত হবে, সেটিরও ব্যাখ্যা দিয়েছেন তিনি, ‘আমাদের একটি টেকনিক্যাল কমিটি আছে, তারা এই শাস্তি নিশ্চিত করবে। অপরাধের ওপর নির্ভর করবে শাস্তির ধরন। আইন ভাঙলে ক্রিকেটারদের আর্থিক জরিমানা বা বহিষ্কার করা হতে পারে এবং ক্লাবের পয়েন্ট কেটে নেওয়া হতে পারে। এটা সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে এবং এ সংক্রান্ত কাগজপত্রও সবাইকে দেওয়া হয়েছে।'

প্রসঙ্গত, গত মঙ্গলবার ১২টি ক্লাবের ক্রিকেটার, কোচ, কর্মকর্তাদের কোভিড-১৯ নমুনা সংগ্রহ করা হয়েছিল। জানা গেছে, সেখান থেকে করোনা পজিটিভ হয়েছেন ৯ জন। বৃহস্পতিবার আবার তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে। এই পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করেই ক্রিকেটাররা শুক্রবার জৈব সুরক্ষা বলয়ে ঢুকে যাবেন।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
নতুন নির্বাচক প্রধানের নিয়োগে বিস্মিত সুজন
নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ হবে ঢাকা ও সিলেটে
তামিমই এখন পর্যন্ত আমাদের অধিনায়ক: বোর্ড প্রধান
সর্বশেষ খবর
ইসরায়েলের বিরুদ্ধে সম্ভাব্য আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের অভিযোগ যুক্তরাষ্ট্রের
ইসরায়েলের বিরুদ্ধে সম্ভাব্য আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের অভিযোগ যুক্তরাষ্ট্রের
এক মোটরসাইকেলে ৩ ব্যবসায়ী, কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেলো দুজনের
এক মোটরসাইকেলে ৩ ব্যবসায়ী, কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেলো দুজনের
আন্তর্জাতিক ক্রিকেটে এই বছরই শেষ অ্যান্ডারসনের
আন্তর্জাতিক ক্রিকেটে এই বছরই শেষ অ্যান্ডারসনের
ফলন বেশি, চরাঞ্চলের কৃষকরা ঝুঁকছেন ‘জাপানি মিষ্টি আলু’ চাষে
ফলন বেশি, চরাঞ্চলের কৃষকরা ঝুঁকছেন ‘জাপানি মিষ্টি আলু’ চাষে
সর্বাধিক পঠিত
ফোন ছিনতাইয়ের ঘটনায় জিডি নয়, মামলা নেওয়ার নির্দেশ
ফোন ছিনতাইয়ের ঘটনায় জিডি নয়, মামলা নেওয়ার নির্দেশ
২০ মিনিটে লালখানবাজার থেকে বিমানবন্দর, চলবে না অটোরিকশা-বাইক
২০ মিনিটে লালখানবাজার থেকে বিমানবন্দর, চলবে না অটোরিকশা-বাইক
সরকারি গাড়ির যথেচ্ছ ব্যবহার, তুলছেন ভ্রমণ বিলও
সরকারি গাড়ির যথেচ্ছ ব্যবহার, তুলছেন ভ্রমণ বিলও
একই গ্রাম থেকে নির্বাচিত হলেন তিন চেয়ারম্যান
একই গ্রাম থেকে নির্বাচিত হলেন তিন চেয়ারম্যান
প্রশ্নফাঁস: বিমানের ডিজিএমসহ ৩০ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র
প্রশ্নফাঁস: বিমানের ডিজিএমসহ ৩০ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র