X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

প্রিমিয়ার লিগে জৈব সুরক্ষা ভাঙলে কঠোর শাস্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মে ২০২১, ১৮:৩৮আপডেট : ২৭ মে ২০২১, ১৮:৩৯

দীর্ঘ বিরতির পর আগামী ৩১ মে থেকে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ। করোনাকাল হওয়ায় এবার কঠোর জৈব সুরক্ষা বলয় নিশ্চিত করতে চাইছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলগুলোকে এবার পাঁচ তারকা হোটেলে জৈব সুরক্ষা বলয়ে রাখা হবে। যার খরচ বহন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাশাপাশি লিগে জৈব সুরক্ষা বলয় ভাঙলে কঠোর শাস্তির বিধানও রেখেছে বিসিবি।

টুর্নামেন্টের জৈব সুরক্ষা বলয় কেমন হবে, সেটি নিশ্চিত করতে বৃহস্পতিবার ক্লাব কর্মকর্তা ও অধিনায়কদের সঙ্গে বৈঠক করেছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। সেখানে সিদ্ধান্ত হয়েছে, জৈব সুরক্ষা বলয় ভাঙলেই কঠোর শাস্তি দেওয়া হবে। ক্রিকেটারদের ক্ষেত্রে আর্থিক জরিমানা ও বহিষ্কার এবং ক্লাবের ক্ষেত্রে পয়েন্ট কাটার ব্যবস্থা রাখা হয়েছে। 

এ বিষয়ে সিসিডিএমের সদস্য সচিব আলী হোসেন বলেছেন, ‘আমরা আজ ক্লাব কর্মকর্তা ও অধিনায়কদের সঙ্গে বসেছিলাম। আমারা জৈব সুরক্ষা বলয়সহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছি। সেখানে একটা ক্লজ আছে যে, কেউ যদি জৈব সুরক্ষা বলয় ভাঙে, তাদের শাস্তি দেওয়া হবে।'

শাস্তির বিষয়টি কীভাবে নিশ্চিত হবে, সেটিরও ব্যাখ্যা দিয়েছেন তিনি, ‘আমাদের একটি টেকনিক্যাল কমিটি আছে, তারা এই শাস্তি নিশ্চিত করবে। অপরাধের ওপর নির্ভর করবে শাস্তির ধরন। আইন ভাঙলে ক্রিকেটারদের আর্থিক জরিমানা বা বহিষ্কার করা হতে পারে এবং ক্লাবের পয়েন্ট কেটে নেওয়া হতে পারে। এটা সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে এবং এ সংক্রান্ত কাগজপত্রও সবাইকে দেওয়া হয়েছে।'

প্রসঙ্গত, গত মঙ্গলবার ১২টি ক্লাবের ক্রিকেটার, কোচ, কর্মকর্তাদের কোভিড-১৯ নমুনা সংগ্রহ করা হয়েছিল। জানা গেছে, সেখান থেকে করোনা পজিটিভ হয়েছেন ৯ জন। বৃহস্পতিবার আবার তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে। এই পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করেই ক্রিকেটাররা শুক্রবার জৈব সুরক্ষা বলয়ে ঢুকে যাবেন।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বান্দরবানে সেনা অভিযানে কেএনএ কমান্ডারসহ নিহত ২
বান্দরবানে সেনা অভিযানে কেএনএ কমান্ডারসহ নিহত ২
১১ মাসেও ট্রমামুক্ত হতে পারেনি পুলিশ
১১ মাসেও ট্রমামুক্ত হতে পারেনি পুলিশ
অনলাইনে ভাতা কার্ড করা নিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত 
অনলাইনে ভাতা কার্ড করা নিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত 
ইরানের পারমাণবিক কর্মসূচি ২ বছরের জন্য পিছিয়ে গেছে: পেন্টাগন
ইরানের পারমাণবিক কর্মসূচি ২ বছরের জন্য পিছিয়ে গেছে: পেন্টাগন
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!