X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

সাকিবদের দুঃখ প্রকাশ, শাস্তি পায়নি মোহামেডান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুন ২০২১, ১৭:৫৮আপডেট : ০৯ জুন ২০২১, ১৭:৫৮

ব্যক্তিগত অনুশীলনে জৈব সুরক্ষা বলয় ভঙ্গ করেছিলেন সাকিব আল হাসান। অনিচ্ছাকৃত এই ভুলের কারণে দুঃখ প্রকাশ করেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার ও তার দল মোহামেডান। পাশাপাশি ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) ঐতিহ্যবাহী ক্লাবটিকে সতর্ক করেছে। ফলে সুরক্ষা বলয় ভাঙলেও কোনও শাস্তি পাচ্ছে না মোহামেডান।

আজ (বুধবার) এক ভিডিও বার্তায় সিসিডিএমের চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আন্তর্জাতিক সিরিজের মানের জৈব সুরক্ষা বলয় তৈরি করা হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগের ক্রিকেটারদের জন্য। ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) আগেই জানিয়েছিল, জৈব সুরক্ষা বলয় যে দল কিংবা ক্রিকেটার ভাঙবে, তাদের বিপক্ষে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এর ধারাবাহিকতায় মঙ্গলবার জৈব সুরক্ষা বলয় ভঙ্গ নিয়ে একটি মিটিং ও ভার্চুয়াল শুনানির আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও সিসিডিএম।

সভার সিদ্ধান্ত অনুযায়ী মোহামেডানকে সতর্ক করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিসিডিএমের চেয়ারম্যান ও বিসিবি পরিচালক কাজী ইনাম, ‘গতকাল (৮ জুন) আমরা বিসিবি ও সিসিডিএম থেকে একটি শুনানির আয়োজন করেছি। আপনারা অবগত আছেন সিসিডিএমের অধীনে ঢাকা প্রিমিয়ার লিগ আয়োজিত হচ্ছে, সেখানে মোহামেডানের অনুশীলনে বায়ো-বাবল ভেঙেছে। আমাদের বিসিবির পরিচালক জালাল ইউনুস, বিসিবি প্রধান নির্বাহী, সিসিডিএমের সদস্য সচিব ও মোহামেডানের টপ ম্যানেজমেন্ট এবং সাকিব আল হাসান উপস্থিত ছিলেন। অপ্রত্যাশিতভাবে যেটা ভঙ্গ হয়েছে, এটা নিয়ে তারাও সতর্ক, তারা দুঃখ প্রকাশ করেছে।’

গত ৪ জুন অনুশীলনে জৈব সুরক্ষা বলয় ভাঙেন মোহামেডান অধিনায়ক সাকিব। ওইদিন মিরপুর স্টেডিয়ামের একাডেমি মাঠে অনুশীলন করেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। এই অনুশীলনেই জৈব সুরক্ষা ভেঙেছেন তিনি। সুরক্ষা বলয়ে না থাকা একজন নেট বোলারকে নিয়ে অনুশীলন করেছেন তিনি। এখানেই শেষ নয়, সাকিবের অনুশীলনের সময় সেখানে সাদা শার্ট পরা একজনকে দেখা যায়। তিনি ফোনে ছবি তুলছিলেন। জানা গেছে, নেট বোলার ছিলেন মাস্কো সাকিব ক্রিকেট একাডেমির। আর তার সঙ্গেই সাদা শার্ট পরা ব্যক্তিটি এসেছিলেন।

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছেলের হাতুড়ির আঘাতে বাবার মৃত্যু
ছেলের হাতুড়ির আঘাতে বাবার মৃত্যু
এশিয়ান কাপে ওঠার অনুভূতি বলে প্রকাশ করতে পারছেন না ঋতুপর্ণা
এশিয়ান কাপে ওঠার অনুভূতি বলে প্রকাশ করতে পারছেন না ঋতুপর্ণা
সরকারের জাতীয় ঐকমত্যের উদ্যোগে বাধা একটি দল: জামায়াত সেক্রেটারি
সরকারের জাতীয় ঐকমত্যের উদ্যোগে বাধা একটি দল: জামায়াত সেক্রেটারি
বিচার, সংস্কার এবং নতুন সনদের বাস্তবায়নে জনগণই আমাদের একমাত্র শক্তি: নাহিদ ইসলাম
বিচার, সংস্কার এবং নতুন সনদের বাস্তবায়নে জনগণই আমাদের একমাত্র শক্তি: নাহিদ ইসলাম
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা