X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

ওয়ানডেতে পোলার্ডদের শক্তি দেখাচ্ছে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক
২১ জুলাই ২০২১, ১১:৪৬আপডেট : ২১ জুলাই ২০২১, ১১:৪৬

টি-টোয়েন্টি সিরিজ বাজেভাবে হেরেছিল অস্ট্রেলিয়া। তবে ফরম্যাট পাল্টাতেই তাদের ‘আসল’ রূপ দেখলো ওয়েস্ট ইন্ডিজ। যে ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টিতে ছড়ি ঘুরিয়েছে, সেই তারা প্রথম ওয়ানডেতে করলো অসহায় আত্মসমর্পণ। মিচেল স্টার্কের তোপে দাঁড়াতেই পারেনি কাইরন পোলার্ডরা। ডাকওয়ার্থ-লুইস মেথডে ১৩৩ রানের জয় দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করেছে অস্ট্রেলিয়া।

বার্বাডোসের কেনসিংটন ওভালে বৃষ্টির কারণে ম্যাচ হয়েছে ৪৯ ওভারে। এক ওভার কমে যাওয়ায় অস্ট্রেলিয়া ৯ উইকেটে ২৫২ রান করলেও ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য ঠিক হয় ৪৯ ওভারে ২৫৭। লক্ষ্যের ধারেকাছেও যেতে পারেনি স্বাগতিকরা। স্টার্ক ৪৮ রান দিয়ে ৫ উইকেট তুলে নিলে ২৬.২ ওভারে ক্যারিবিয়ানরা গুটিয়ে যায় মাত্র ১২৩ রানে।

শুধু স্টার্ক নন, আগুন বোলিং করেছেন জশ হ্যাজেলউডও। ডানহাতি পেসার ৬ ওভারে মাত্র ১১ রান দিয়ে নেন ৩ উইকেট। তাদের তোপের মুখে মাত্র ২৭ রানে ওয়েস্ট ইন্ডিজ হারায় ৬ উইকেট! ব্যাটসম্যানদের ব্যর্থতার ভিড়ে সর্বোচ্চ ৫৬ রান আসে অধিনায়ক কাইরন পোলার্ডের ব্যাট থেকে। ৫৭ বলের ইনিংস সাজান ৫ বাউন্ডারি ও ৩ ছক্কায়। ২০ রান করেছেন হেইডেন ওয়ালশ।

এর আগে অ্যারন ফিঞ্চবিহীন অস্ট্রেলিয়ার উদ্বোধনী জুটিতে জশ ফিলিপে (৩৯) ও বেন ম্যাকডেরমট (২৮) যোগ করেন ৫১ রান। ওয়ান ডাউনে নামা মিচেল মার্শ করেন ২০ রান। দলীয় সর্বোচ্চ ইনিংস অধিনায়ক অ্যালেক্স ক্যারির। এই উইকেটকিপার ৮৭ বলে ৫ বাউন্ডারি ও ২ ছক্কায় করেন ৬৭ রান। অ্যাশটন টার্নারের ব্যাট থেকে আসে ৪৫ বলে ৪৯ রান।

ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে সফল বোলার হেইডেন ওয়ালশ। এই স্পিনার ১০ ওভারে মাত্র ৩৯ রান দিয়ে নেন ৫ উইকেট। আলজারি জোসেফ ১০ ওভারে ৪০ রান খরচায় নেন ২ উইকেট। তার সমান ২ উইকেট নিতে আকিল হোসেইনের খরচ ৫০ রান।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া: ৪৯ ওভারে ২৫২/৯ (ক্যারি ৬৭*, টার্নার ৪৯, ফিলিপে ৩৯, ম্যাকডেরমট ২৮; ওয়ালশ ৫/৩৯, জোসেফ ২/৪০, আকিল ২/৫০)।

ওয়েস্ট ইন্ডিজ: (লক্ষ্য ৪৯ ওভারে ২৫৭) ২৬.২ ওভারে ১২৩ (পোলার্ড ৫৬, ওয়ালশ ২০, জোসেফ ১৭; স্টার্ক ৫/৪৮, হ্যাজেলউড ৩/১১)।

ফল: ডাকওয়ার্থ-লুইস মেথডে অস্ট্রেলিয়া ১৩৩ রানে জয়ী।

ম্যাচসেরা: মিচেল স্টার্ক।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যৌথবাহিনীর অভিযানে সাত দিনে আটক ৩৮০
যৌথবাহিনীর অভিযানে সাত দিনে আটক ৩৮০
জাপানে দুই সপ্তাহে ৯০০টির বেশি ভূমিকম্প
জাপানে দুই সপ্তাহে ৯০০টির বেশি ভূমিকম্প
আলোচিত ‘অপারেশন ঈগল হান্টের’ ঘটনায় সাবেক এসপি আসাদুজ্জামান রিমান্ডে
আলোচিত ‘অপারেশন ঈগল হান্টের’ ঘটনায় সাবেক এসপি আসাদুজ্জামান রিমান্ডে
ভারতে চালু হতে চলেছে মোবাইল ভোটিং 
ভারতে চালু হতে চলেছে মোবাইল ভোটিং 
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা