X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

ভারতের কাছে টি-টোয়েন্টিতেও হারে শুরু শ্রীলঙ্কার

স্পোর্টস ডেস্ক
২৬ জুলাই ২০২১, ০০:৩৯আপডেট : ২৬ জুলাই ২০২১, ০০:৪৩

টি-টোয়েন্টিতেও ভারতের কাছে পাত্তা পেলো না শ্রীলঙ্কা। সিরিজের প্রথম ম্যাচে সফরকারীরা লঙ্কানদের হারিয়েছে ৩৮ রানের ব্যবধানে। তাতে ৩ ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেলো ভারত।  

এক পর্যায়ে ভারতের ৫ উইকেটে করা ১৬৪ রানের স্কোরকেও মামুলি মনে হচ্ছিল। ১৪ ওভারে ৪ উইকেটে লঙ্কানরা তুলে ফেলে ১০৪ রান। তখনও তারা ম্যাচেই ছিল। কিন্তু ১৫তম ওভারে চাহাল মাত্র ৩ রান দিলে ও পরের ওভারে চাহার অভিষিক্ত চারিথ আসালাঙ্কা (৪৪) ও হাসারাঙ্গাকে ফেরালে ম্যাচের পুরো নিয়ন্ত্রণ নিয়ে নেয় সফরকারীরা। পরের ব্যাটসম্যানরা কাঙ্ক্ষিত বিগ হিট করতে পারেননি। এতে করে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৮.৩ ওভারেই লঙ্কানদের ইনিংস শেষ হয় ১২৬ রানে! অভিষিক্ত আসালাঙ্কা ২৬ বলে খেলেছেন ৪৪ রানের ঝড়ো ইনিংস। এটাই লঙ্কানদের ইনিংসের সর্বোচ্চ!

লেজ ছেঁটে দিয়ে ও ২২ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা ভুবনেশ্বর কুমার। ২৪ রানে দুটি নেন দীপক চাহার। একটি করে নিয়েছেন ক্রুনাল পান্ডিয়া, অভিষিক্ত বরুণ চক্রবর্তী, যুজবেন্দ্র চাহাল ও হার্দিক পান্ডিয়া।      

এর আগে টস হেরে ভারত ১৬৪ রান সংগ্রহ করে ৫ উইকেটে। এই ম্যাচেও অভিষেক হয়েছে দুজনের- পৃথ্বী শ ও বরুণ চক্রবর্তী। ওপেনার পৃথ্বী অবশ্য শূন্য রানেই ফিরেছেন। দলের সংগ্রহ বাড়াতে মূল ভূমিকা ছিল অধিনায়ক শিখর ধাওয়ান ও সূর্যকুমার যাদবের। শিখরের ৩৬ বলে ৪৬ রানের সঙ্গে ৩৪ বলে ৫০ রানের ঝড়ো ইনিংস খেলেছেন সূর্যকুমার। এছাড়া সানজু স্যামসন ২০ বলে ২৭ রান করেন। ইশান কিষাণ শেষ দিকে ১৪ বলে ২০ রানে অপরাজিত থেকেছেন। লঙ্কানদের হয়ে ২৪ রানে দুটি উইকেট নেন দুশ্মন্থ চামিরা, ২৮ রান দিয়ে দুটি নিয়েছেন হাসারাঙ্গাও। 

/এফআইআর/ 
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
ওপারের গোলার বিকট শব্দে কেঁপে উঠছে টেকনাফ
ওপারের গোলার বিকট শব্দে কেঁপে উঠছে টেকনাফ
নিজ বুদ্ধিমত্তায় যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
নিজ বুদ্ধিমত্তায় যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
 ‘রান আপের গতি আর হ্যান্ড সুইংয়ে বদল এনেই সাফল্য পাচ্ছি’
 ‘রান আপের গতি আর হ্যান্ড সুইংয়ে বদল এনেই সাফল্য পাচ্ছি’
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
আমার কাছে ৪৫টি বাচ্চা আছে, ডিবিকে বলেন নিয়ে যেতে: আদালতে মিল্টন সমাদ্দার
আমার কাছে ৪৫টি বাচ্চা আছে, ডিবিকে বলেন নিয়ে যেতে: আদালতে মিল্টন সমাদ্দার
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?