X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

সংবাদমাধ্যমের নেতিবাচক খবরে চটেছেন বাংলাদেশ কোচ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ আগস্ট ২০২১, ১৬:০৭আপডেট : ০১ আগস্ট ২০২১, ১৬:০৯

দিনকয়েক আগে শেষ হওয়া জিম্বাবুয়ের বিপক্ষে তিন ফরম্যাটের সিরিজ জিতলেও নিজেদের সেরা ক্রিকেট খেলতে পারেননি সাকিব-তামিম-মাহমুদউল্লাহরা। সাম্প্রতিক সময়ের পারফরম্যান্সের হিসাবে খুব একটা সুবিধা করতে পারেনি বাংলাদেশ। জিম্বাবুয়ের নখদন্তহীন বোলিংয়ের সামনে সিরিজ জিতলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে সহজ হবে না। কুড়ি ওভারের ফরম্যাটে সংগ্রাম করা বাংলাদেশের সম্ভাবনা কতটা, প্রশ্নটা শুনতেই বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো সংবাদমাধ্যমকে একহাত নিলেন।

আজ (রবিবার) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘বাংলাদেশের ক্রিকেট নিয়ে প্রতিনিয়ত নেতিবাচক খবর পড়া প্রচণ্ড হতাশার। বুঝি না কেন মানুষ বলে আমরা ভালো টি-টোয়েন্টি দল নই। আমার মনে হয়, আমাদের দারুণ কিছু খেলোয়াড় আছে। আমি নিশ্চিত উন্নতির জায়গা আছে। আমার মনে হয়, খুব ভালো টি-টোয়েন্টি দল হওয়ার রসদ আমাদের আছে।’

সব মিলিয়ে ১০২ টি-টোয়েন্টি ম্যাচ খেলা বাংলাদেশ জিতেছে কেবল ৩৪টিতে। এর মধ্যে জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড আর সহযোগী সদস্য দেশগুলোর বিপক্ষেই আছে ২০ জয়। তবুও নিজেদের এই ফরম্যাটে ভালো দল হিসেবে দেখছেন প্রধান কোচ।

সংবাদমাধ্যমকে ইতিবাচক খবর প্রকাশ করার আহ্বান এই প্রোটিয়া কোচের, ‘ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়দের মতো আমাদের শারীরিক সামর্থ্য নেই। কিন্তু আমাদের দলে কিছু স্কিলড ব্যাটসম্যান আছে। মিডিয়ার কাছে কিছু ইতিবাচক খবর প্রকাশের আহ্বান। কারণ সবসময় নেতিবাচক খবর বাজে প্রভাব ফেলে।’

সঙ্গে যোগ করেছেন, ‘আমি আপনার সঙ্গে একেবারেই একমত না। আমি মনে করি না আমরা খারাপ টি-টোয়েন্টি দল। আমাদের দারুণ কিছু টি-টোয়েন্টি খেলোয়াড় আছে। তাদের সমর্থন করা হলে ভালো কিছু হবে।  অবশ্যই আমাদের উন্নতি করতে হবে।’

নিউজিল্যান্ডে হতাশাজনক পারফরম্যান্স করলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো করবেন বলে আশাবাদী ডমিঙ্গো, ‘এর মধ্যে আমরা খুব বেশি টি-টোয়েন্টি খেলিনি। নিউজিল্যান্ডে টি-টোয়েন্টি সিরিজটা হতাশাজনক ছিল। তবে জিম্বাবুয়ের বিপক্ষে ভালো খেলেছি। আশা করছি, এই সিরিজেও (অস্ট্রেলিয়া) আমরা ভালো করবো।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
স্কটল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে নেই ডেভি
স্কটল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে নেই ডেভি
‘জিম্মি হওয়ার পর শুধু এই দিনটির অপেক্ষায় থাকতাম’
‘জিম্মি হওয়ার পর শুধু এই দিনটির অপেক্ষায় থাকতাম’
বগুড়ায় নির্বাচনি ক্যাম্পে আ.লীগ কর্মীকে ছুরিকাঘাতের অভিযোগ, থানায় মামলা
বগুড়ায় নির্বাচনি ক্যাম্পে আ.লীগ কর্মীকে ছুরিকাঘাতের অভিযোগ, থানায় মামলা
মুগদায় রিকশাচালকের মরদেহ উদ্ধার
মুগদায় রিকশাচালকের মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো