X
বুধবার, ০১ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

‘তামিমকে না পাওয়াটা সত্যি দুর্ভাগ্য’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ সেপ্টেম্বর ২০২১, ১৬:২৪আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২১, ১৬:২৯

টি-টোয়েন্টি বিশ্বকাপে নির্বাচকদের পরিকল্পনার খুব ভালোমতোই ছিলেন তামিম ইকবাল। কিন্তু ১ সেপ্টেম্বর হুট করে বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নেন দেশসেরা এই ওপেনার। ফলে তাকে বাদ দিয়েই বিশ্বকাপ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তামিমকে বিশ্বকাপে না পাওয়াটাকে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ‘দুর্ভাগ্য’ হিসেবে দেখছেন।

হাঁটুর ইনজুরিতে তিনটি টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারেননি তামিম। এর আগে পারিবারিক কারণে নিউজিল্যান্ডেও কুড়ি ওভারের সিরিজ খেলেননি এই ওপেনার। তবে ইনজুরি কাটিয়ে এই মাসেই তার ফেরার কথা। বিশ্বকাপে নির্বাচকদের ভাবনাতেও ছিলেন। কিন্তু হুট করে জাতীয় দলে ঢুকতে চাননি বলেই বিশ্বকাপ থেকে তার সরে দাঁড়ানো।

তামিমের না থাকা প্রসঙ্গে প্রধান নির্বাচক বলেছেন, ‘অবশ্যই তামিম আমাদের তিন ফরম্যাটে অন্যতম সেরা ক্রিকেটার। এখন ও (তামিম) নিজে থেকেই সরে দাঁড়িয়েছে। আমরা যথেষ্ট আত্মবিশ্বাসী ছিলাম ওকে পাবো। ওকে না পাওয়াটা সত্যি দুর্ভাগ্য। তামিমকে দল ও আমরাও খুব মিস করবো। আশা করি ও খুব ভালোভাবে ফিরে আসবে।’

তামিম সরে দাঁড়ানোয় ওপেনিংয়ে নির্বাচকরা ভরসা রাখছেন লিটন দাস, সৌম্য সরকার ও নাঈম শেখের ওপর। নান্নু বলেছেন, ‘অবশ্যই যারা সুযোগ পেয়েছে, তারা বড় প্লাটফর্ম পেয়েছে। তাদের অবশ্যই সামর্থ্য আছে ভালো খেলার। বিশ্বকাপে সুযোগ পাওয়া ওপেনারদের ওপর আমরা যথেষ্ট আত্মবিশ্বাসী। আশা করি ওরা খুব ভালো খেলবে।’

কোচিং স্টাফদের সঙ্গে অভিজ্ঞ ক্রিকেটারদের দূরত্ব তৈরি হয়েছে বলে গুঞ্জন উঠেছে। যদিও প্রধান নির্বাচক বিষয়টি স্বীকার করলেন না, ‘অভিজ্ঞদের প্রতি আমাদের সম্মান সারাজীবনই আছে। এটা নিয়ে সমালোচনা-আলোচনা করার কোনও সুযোগ নেই। অবশ্যই আমরা এটা নিয়ে আলোচনা করছি। যদি কিছু ঘটে থাকে, তাহলে দ্রুত সমাধান করা হবে।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
পাপন শুনেছেন, তামিম নাকি সামনের বছর ফিরবেন!
তামিমদের উড়িয়ে সুপার লিগে দারুণ শুরু আবাহনীর
মিরপুরে তামিম-শান্তর রুদ্ধদ্বার বৈঠক!
সর্বশেষ খবর
মন্ত্রী-এমপি’র আত্মীয়দের নিয়ে আ.লীগ কী ‘ইউটার্ন’ নিচ্ছে!
উপজেলা নির্বাচনমন্ত্রী-এমপি’র আত্মীয়দের নিয়ে আ.লীগ কী ‘ইউটার্ন’ নিচ্ছে!
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
বরগুনায় দুই সাংবাদিকসহ পাঁচ জনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা
বরগুনায় দুই সাংবাদিকসহ পাঁচ জনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা
ভিনিসিয়ুসের জোড়ায় প্রথম লেগে বায়ার্নকে জিততে দেয়নি রিয়াল
চ্যাম্পিয়নস লিগ, সেমিফাইনালভিনিসিয়ুসের জোড়ায় প্রথম লেগে বায়ার্নকে জিততে দেয়নি রিয়াল
সর্বাধিক পঠিত
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
আজকের আবহাওয়া: তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস
আজকের আবহাওয়া: তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস