X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

মাহমুদউল্লাহর আবেগ অন্য জায়গায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ সেপ্টেম্বর ২০২১, ১৯:২৫আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২১, ১৯:২৭

সোনালী অতীত ফেরানোর মিশনে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব। আগের বছর সাকিব আল হাসান-তাসকিন আহমেদকে দলে ভিড়িয়ে চমক দিয়েছিল তারা। আগামী ঢাকা প্রিমিয়ার লিগ মৌসুমে চোখ রেখে এই দুজনের সঙ্গে এবার যুক্ত করেছে মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সৌম্য সরকার ছাড়াও বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে। লক্ষ্য, একযুগের শিরোপা খরা কাটানো। মোহামেডান সর্বশেষ শিরোপা জিতেছিল ২০০৯-১০ মৌসুমে।

মোহামেডানে যোগ দিয়ে আবেগী হয়ে উঠলেন মাহমুদউল্লাহ। কেননা ঐতিহ্যবাহী এই ক্লাবটিতে আগেও তিনি খেলেছিলেন। দীর্ঘ বিরতির পর পুরনো দলে ফিরে মোহামেডানের শিরোপা উদ্ধার অভিযানের সারথী হতে চান বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক। 

মুশফিক-মাহমুদউল্লাহ-সৌম্যসহ বেশ কয়েকজন ক্রিকেটারের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে মোহামেডান। সেখানেই মাহমুদউল্লাহ বলেছেন, ‘মোহামেডান সবসময়ই ঘরোয়া ক্রিকেটে অনেক বড় নাম। আগে একবারই এই ক্লাবে খেলার সৌভাগ্য হয়েছিল। এবার দ্বিতীয় বছর হবে। অনেক ভালো ক্রিকেট খেলে আমরা যেন মোহামেডানের সমর্থকদের চ্যাম্পিয়নশিপের স্বাদ দিতে পারি, এটাই থাকবে লক্ষ্য।’

অর্থাৎ, নতুন মৌসুমে তারকাখচিত দল নিয়ে নামতে যাচ্ছে ঢাকার ঐতিহ্যবাহী ক্লাবটি। আগে থেকেই ছিলেন সাকিব-তাসকিন, এবার যোগ হয়েছেন মুশফিক-মাহমুদউল্লাহ-সৌম্যরা। তারা ছাড়াও আছেন আরও কয়েকজন পরিচিত মুখ- মেহেদী হাসান মিরাজ, আবু জায়েদ রাহী, শুভাগত হোম অন্যতম। এছাড়া ঘরোয়া লিগের নিয়মিত পারফর্মার দুই তরুণ তারকা পারভেজ হোসেন ইমন ও পেসার হাসান মাহমুদকেও দলে নিয়েছে তারা।

মাহমুদউল্লাহর বিশ্বাস, এই দল নিয়ে চ্যাম্পিয়নশিপের লড়াই করা সম্ভব, ‘অবশ্যই চ্যাম্পিয়নশিপের জন্য আমরা খেলবো। আমি আছি, মুশফিক, তাসকিন, সৌম্য আছে, সাকিব জয়েন করবে। আরও অনেক ভালো ক্রিকেটার নিয়ে এবার দল গঠন করেছে মোহামেডান। আশা করি, ভালো ক্রিকেট থেলে চ্যাম্পিয়নশিপ কাটাতে পারবো।’

ঢাকা লিগে ৫০ ওভারের ক্রিকেট দীর্ঘদিন ধরেই শিরোপা খরা কাটাচ্ছে মোহামেডান। ২০০৯-১০ মৌসুমে সর্বশেষ শিরোপা জিতেছিল ঐতিহ্যবাহী ক্লাবটি। গত আসর হয়েছিল টি-টোয়েন্টি ফরম্যাটে। তবে মাহমুদউল্লাহদের আশা, মূল ফরম্যাটে ফিরতে যাওয়া ঘরোয়া লিগের এই আসর দিয়ে শিরোপা উৎসব হতে যাচ্ছে মোহামেডানে। আগামী মার্চে শুরু হওয়ার কথা ঢাকা প্রিমিয়ার লিগ।

/আরআই/কেআর/
সম্পর্কিত
মুশফিক-মাহমুদউল্লাহকে নিয়ে তামিমের বার্তা‘বুড়ো, কিন্তু নট আউট’
টানা ৮ হারে প্লে-অফ থেকে ছিটকে গেলো ঢাকা
সেরা করদাতা সাকিব-রিয়াদ-তামিম
সর্বশেষ খবর
শিশু হাসপাতালে আগুন: পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন
শিশু হাসপাতালে আগুন: পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন
অটোরিকশায় বাসের ধাক্কা, স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত
অটোরিকশায় বাসের ধাক্কা, স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত
মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের স্বার্থ রক্ষায় উদ্যোগ নিতে হবে: জাতিসংঘ
মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের স্বার্থ রক্ষায় উদ্যোগ নিতে হবে: জাতিসংঘ
ফ্যাটি লিভার প্রতিরোধে কোন কোন খাবার এড়িয়ে চলবেন?
বিশ্ব যকৃৎ দিবসফ্যাটি লিভার প্রতিরোধে কোন কোন খাবার এড়িয়ে চলবেন?
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!