X
বুধবার, ০১ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

এবার লঙ্কান যুবাদের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ অক্টোবর ২০২১, ২১:২৩আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ২১:২৩

কঠিন সময় পার করছে বাংলাদেশের ক্রিকেট। টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার কাছে মিস ফিল্ডিংয়ের খেসারত দিয়েছে সাকিব-মাহমুদউল্লাহরা। হেরেছে ম্যাচ। সোমবার শ্রীলঙ্কার যুবাদের বিপক্ষেও জয়ের সুযোগ তৈরি করে হতাশ করেছে যুবদল। ৩ ওভারে ১৮ রান করলেই হোয়াইটওয়াশ এড়ানোর সুযোগ ছিল। ব্যর্থ হওয়ায় টানা ৫ ম্যাচ হেরে লঙ্কান সফর শেষ করেছে লাল-সবুজ জার্সীধারীরা।

সামনেই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। প্রস্তুতির অংশ হিসেবে প্রথমবারের মতো বিদেশ সফরে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। কিন্তু শ্রীলঙ্কার মাটিতে যুবারা মোটেও সুবিধা করতে পারেনি। শ্রীলঙ্কা সফরে পঞ্চম ও শেষ ওয়ানডেতে হেরেছে ৪ রানে। 

অথচ টানা চার হারের পর শেষটা জয়ে রাঙানোর সুযোগ ছিল বাংলাদেশ দলের। একটা সময় পর্যন্ত সেই পথেই ছিল। ২৪১ রানের লক্ষ্যে খেলতে নেমে মাহফিজুল ইসলামের হাফসেঞ্চুরির পর আইচ মোল্লার পঞ্চাশ ছাড়ানো ইনিংসে ৪৭ ওভার শেষে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ২২৩। আইচ মোল্লাদের ১৮ বলে ১৮ রান প্রয়োজন ছিল। কিন্তু সহজ এই লক্ষ্য ছুঁতে পারেনি বাংলাদেশ। ১৮ বলে ১৩ রান করতেই অলআউট হয়ে যায় সফরকারীরা। ফলে ডাম্বুলায় ৪ রানের হারে ৫-০ তে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ।

বাংলাদেশের হয়ে মাহফিজুল ৮৫ বলে ৬২ রান করেন। এছাড়া আইচ মোল্লা (৫৫), ইফতিখার হোসেন (৩২) ও প্রান্তিক নওরোজ নাবিল (৩৩) রান করেছেন। এর আগে চামিন্দু বিক্রমাসিংহের ১০২ রান ও শেভন ড্যানিয়েলের ৫৯ রানে ভর করেই ৯ উইকেটে ২৪০ রান করে শ্রীলঙ্কা। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ তিনটি উইকেট নেন মুশফিক হাসান। এছাড়া দুটি করে উইকেট নেন রিপন মন্ডল ও আহসান হাবীব।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
ভারতকে ১২০ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ
জেসি অনভিজ্ঞ বলেই আপত্তি ছিল মোহামেডান-প্রাইম ব্যাংকের
ফেসবুকে নিজের সমালোচনা দেখে হাসি পায় সাকিবের
সর্বশেষ খবর
মন্ত্রী-এমপি’র আত্মীয়দের নিয়ে আ.লীগ কী ‘ইউটার্ন’ নিচ্ছে!
উপজেলা নির্বাচনমন্ত্রী-এমপি’র আত্মীয়দের নিয়ে আ.লীগ কী ‘ইউটার্ন’ নিচ্ছে!
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
বরগুনায় দুই সাংবাদিকসহ পাঁচ জনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা
বরগুনায় দুই সাংবাদিকসহ পাঁচ জনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা
ভিনিসিয়ুসের জোড়ায় প্রথম লেগে বায়ার্নকে জিততে দেয়নি রিয়াল
চ্যাম্পিয়নস লিগ, সেমিফাইনালভিনিসিয়ুসের জোড়ায় প্রথম লেগে বায়ার্নকে জিততে দেয়নি রিয়াল
সর্বাধিক পঠিত
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
আজকের আবহাওয়া: তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস
আজকের আবহাওয়া: তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস