X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

নেতৃত্ব হারানো কোহলি পেলেন ফিফটি, তবে হার দেখলো ভারত

স্পোর্টস ডেস্ক
১৯ জানুয়ারি ২০২২, ২৩:১৮আপডেট : ১৯ জানুয়ারি ২০২২, ২৩:১৮

দিনকয়েক আগে টেস্টের নেতৃত্ব ছেড়েছেন বিরাট কোহলি। তার আগে টি-টোয়েন্টির অধিনায়কত্বও স্বেচ্ছায় ছেড়ে দিয়েছিলেন তিনি। তবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) সাদা বলের ক্রিকেটে এক অধিনায়ক চাওয়ায় ওয়ানডের নেতৃত্ব হারান কোহলি। ৫০ ওভারের ক্রিকেটে তিনি অধিনায়কত্ব হারানোর পর আজই (বুধবার) প্রথম ওয়ানডেতে নেমেছিল ভারত। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নতুন মিশনের শুরুটা অবশ্য ভালো হয়নি। প্রোটিয়াদের কাছে হারতে হয়েছে ৩১ রানে।

পার্লে সিরিজের প্রথম ওয়ানডেতে ব্যাট-বলে দুর্দান্ত সময় কাটিয়েছে দক্ষিণ আফ্রিকা। রাসি ফন ডের ডুসেন ও তেম্বা বাভুমার সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেটে স্বাগতিকরা করে ২৯৬ রান। সেই লক্ষ্য তাড়া করতে নেমে ভারত শুরুটা দারুণ পেলেও মিডল অর্ডারের ব্যর্থতায় ৮ উইকেটে ২৬৫ রানের বেশি করতে পারেনি। অধিনায়কের দায়িত্ব হারানোর পর প্রথম ওয়ানডেতে অবশ্য হাফসেঞ্চুরি পেয়েছেন কোহলি। খেলেছেন ৫১ রানের ইনিংস।

কোহলি নেতৃত্ব হারানোয় ওয়ানডে দায়িত্ব পেয়েছেন রোহিত শর্মা। তবে চোটের কারণে এই ব্যাটার না থাকায় পার্লে ভারতকে নেতৃত্ব দিয়েছেন লোকেশ রাহুল। তিনি টস হারলে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক বাভুমা শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। ওপেনার জানেমান মালান (৬) বেশিক্ষণ টিকতে না পারলেও কুইন্টন ডি কককে নিয়ে প্রাথমিক চাপ কাটান বাভুমা। ডি কক ২৭ রানে ফেরার পর আবার এইডেন মারক্রাম (৪) ব্যর্থ। এরপরই শুরু বাভুমা-ফন ডের ডুসেনের প্রতিরোধ।

চতুর্থ উইকেটে ২০৪ রানের জুটি গড়ার পথে দুজনই পূরণ করেন সেঞ্চুরি। চাপের মুখে চমৎকার ব্যাটিংয়ে বাভুমা তুলে নেন ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। ১৪৩ বলে ৮ বাউন্ডারিতে খেলেন ১১০ রানের ইনিংস। অন্যদিকে ফন ডের ডুসেন ছিলেন আগ্রাসী। তিনিও পেয়েছেন প্রথম সেঞ্চুরি। ৯৬ বলে ৯ বাউন্ডারি ও ৪ ছক্কায় ১২৯ রানে অপরাজিত ছিলেন ম্যাচসেরার পুরস্কার জেতা এই ব্যাটার।

ভারতের সবচেয়ে সফল বোলার জসপ্রিত বুমরা। এই পেসার ১০ ওভারে ৪৮ রানে নেন ২ উইকেট। আর একটি উইকেট নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন।

২৯৭ রানের লক্ষ্যে খেলতে নেমে ভারতের শুরুটা ভালো ছিল না। ১২ রান করে অধিনায়ক রাহুল ফিরে যান প্যাভিলিয়নে। তবে দ্বিতীয় উইকেটে জুটি গড়ে ভারতকে ভালো অবস্থানে নিয়ে যান শিখর ধাওয়ান ও কোহলি। দুজনই পেয়ে যান হাফসেঞ্চুরি। চমৎকার ব্যাটিংয়ে ধাওয়ান খেলেন ৭৯ রানের ইনিংস। ৮৪ বলে ১০ বাউন্ডারিতে সাজানো ধাওয়ানের ইনিংসের সমাপ্তির পরপরই এলোমেলো ভারতের ব্যাটিং লাইনআপ। খানিক পর কোহলি ৬৩ বলে ৩ বাউন্ডারিতে ৫১ রানে আউট। কিছুই করতে পারেননি ঋষভ পান্ত (১৬), শ্রেয়াস আইয়ার (১৭) ও ভেঙ্কটেশ আইয়ার (২)।

এরপরও রান ২৬৫ পর্যন্ত গিয়েছে শার্দূল ঠাকুলের ব্যাটে ভর করে। লোয়ার অর্ডারে এই ব্যাটারের হার না মানা ৫০ রানে হারের ব্যবধান কমিয়েছে ভারত।

দক্ষিণ আফ্রিকার তিন বোলার পেয়েছেন ২টি করে উইকেট- আন্দিলে ফেলুকাও (২/২৬), তাবরেজ শামসি (২/৫২) ও লুঙ্গি এনগিদি (২/৬৪)।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা