X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

এমন ঈদ আর আসেনি তাসকিনের জীবনে!

রবিউল ইসলাম
০২ মে ২০২২, ২১:১১আপডেট : ০২ মে ২০২২, ২২:০১

ছেলেকে কোলে নিয়ে মোবাইল ফোনে বাংলা ট্রিবিউনের কাছে ঈদের পরিকল্পনা শেয়ার করছিলেন তাসকিন আহমেদ, ‘আমার মেয়ে ফাতিমা আহমেদ তাইবা এসে এবারের ঈদ স্পেশাল করে দিয়েছে।’ পাশ থেকে তার ছেলে তাসফিন আহমেদের কণ্ঠ ভেসে এলো, ‘বাবা, তাইবা কি আমার বোনের নাম?’ তাসকিনের উত্তর, ‘হ্যাঁ বাবা।’ তাসফিন এবার বললো, ‘বাবা, আমার বোনের নাম অনেক সুন্দর হয়েছে!’ তাসকিনের প্রশ্ন- ‘তোমার পছন্দ হয়েছে?’ তাসফিনের উত্তর, ‘হ্যাঁ, অনেক সুন্দর।’ ওপাশ থেকে বাবা-ছেলের কথা শুনে বোঝা যাচ্ছে কতটা স্পেশাল হয়ে গেছে তাদের ঈদ!

সর্বশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের মাটিতে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। সিরিজটি জয়ের নায়ক তাসকিন। ২০১৭ সালের পর প্রায় চার বছর আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ছিলেন দ্রুতগতির এই পেসার। চোট, ছন্দ হারিয়ে ফেলা, অগোছালো জীবনযাপনে বড় ছন্দপতনই ঘটেছিল তার। সেই তাসকিন যেভাবে ফিরে এসেছেন, এমন গল্প সবার জন্য অনুকরণীয়।

এখন চোটের কারণে আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থাকলেও তাসকিনের কাছে জীবনটা বেশ রঙিন লাগছে! বাবা-মা, বোনদের পাশাপাশি স্ত্রী ও পুত্রসন্তান নিয়ে দারুণ সময় কাটছিল তার। গত ২৯ এপ্রিল ঘর আলো করে এলো কন্যাসন্তান ফাতিমা আহমেদ তাইবা। ফলে তার ঈদটা স্পেশাল হয়ে উঠেছে, ‘এতদিন ছেলের বাবা ছিলাম, এবার মেয়ের বাবা হয়েছি। ছেলে-মেয়ে, আব্বু-আম্মু এবং বোনদের নিয়ে আমার ঈদটা দারুণ কাটবে বলে আশা করছি। দুই সন্তানের বাবা হিসেবে এটাই আমার জীবনের প্রথম ঈদ। কন্যার মুখ দেখার পর থেকে দারুণ লাগছে সত্যি কথা বলতে, এর চেয়ে ভালো অনুভূতি আর হতে পারে না।’

তাসকিন আহমেদের পরিবার

তাসকিন যোগ করলেন, ‘আমার মেয়েটার বয়স পাঁচ দিন। ও কিছু বুঝবে না। তবুও তো আমাদের প্রথম ঈদ। এটা আমার জন্য সুখকর ব্যাপার।’

ঢাকায় বেড়ে ওঠা তাসকিনের ঈদ মানেই বন্ধু-বান্ধব নিয়ে আড্ডা, ঘুরে বেড়ানো আর হৈ-হুল্লোড় করা। তবে তিনি এখন বদলে গেছেন। বন্ধু-বান্ধবদের সময় দিলেও তার বেশিরভাগ ভাবনা জুড়েই পরিবার।

বদলে যাওয়া তাসকিন অতীত ও বর্তমান ঈদ প্রসঙ্গে বলেন, ‘বয়স বেড়ে যাওয়ার সঙ্গে ঈদের আনন্দ কিছুটা হলেও বদলে যায়। এখন সন্তানের আনন্দেই আনন্দ খুঁজে পাই। একটা সময় বন্ধুদের নিয়ে আড্ডাবাজিতে ঈদ কাটতো। এখনও আড্ডা দেই, তবে খুব বেশিক্ষণ নয়।’

ঈদ আনন্দ বাড়িয়ে দেয় সেলামি। তাসকিনও একসময় সেলামি তুলতে পাড়া-মহল্লা দাপিয়ে বেড়াতেন। এখন অবশ্য সেলামি দেওয়াতেই আনন্দ খুঁজে পান তিনি, ‘আব্বু-আম্মু ছাড়া এখন তো তেমন কারও কাছ থেকে সেলামি পাওয়া হয় না। আমাকেই উল্টো সেলামি দিতে হয়। অবশ্য সেলামি দেওয়ার মধ্যে আনন্দ খুঁজে পাই। শুধু সেলামিই নয়, আব্বু-আম্মু এখনও আমাকে নতুন পোশাক কিনে দেন। এবারের ঈদেও দিয়েছেন। আমিও সবার জন্য পোশাক কিনেছি। সবার জন্য কেনাকাটা করে অন্যরকম আনন্দ পাওয়া যায়।’

বাবা ও ছেলের সঙ্গে তাসকিন আহমেদ

একসময় বাবার সঙ্গে মিলিয়ে পাঞ্জাবি বানাতেন তাসকিন। তিনি বাবা হওয়ার পর তিন প্রজন্ম একই রকম পাঞ্জাবিতে ঈদ উদযাপন করছেন। এবার কী তাহলে কন্যার সঙ্গে মিলিয়ে কেনাকাটা হয়েছে? মুচকি হেসে তাসকিনের উত্তর, ‘না, এবার ম্যাচিং হচ্ছে না। আব্বু, আমার ছেলে আর আমি একই রকম পাঞ্জাবি কিনলেও মেয়ের জন্য কেনা হয়নি। ওর তো মাত্র পাঁচ দিন বয়স। এখনই ম্যাচিংয়ের সুযোগ নেই। ভবিষ্যতে অবশ্যই হবে।’

তাসকিনের মুখ থেকে কথা কেড়ে নিয়ে তাসফিন বলে উঠলো, ‘আমার বোন কিছু খাবে না?’ ছেলেকে হতাশ না করতে তাসকিনের ঝটপট উত্তর, ‘অবশ্যই বাবা, তোমার বোনের জন্য স্পেশাল খাবার থাকবে।’

তাসফিনের কাছে জানতে চাওয়া হলো, বোনকে তুমি অনেক ভালোবাসো? ভাঙা ভাঙা শব্দে বাবার সহযোগিতা নিয়ে তাসফিন বললো, ‘হ্যাঁ। অনেক ভালোবাসি। আমার বোনের জন্য সবাই দোয়া করবেন, আমার বোন যেন অনেক বড় হয়।’ 

ঈদের দিন মায়ের হাতের পোলাও ও গরুর মাংসের দারুণ ভক্ত তাসকিন। ঈদে বরাবরই ছেলের পছন্দের খাবার রান্না করেন মা। যদিও তাসকিন এবার নিজের পছন্দের খাবার জুটবে কিনা তা নিয়ে সন্দিহান, ‘আবদার করলেও দেখা যাবে যে, আমার কথা আম্মা ভুলেই গেছে! এখন তো তার কাছে নাতি-নাতনিই সব! আমার কথা খুব একটা মনে থাকে না (হাসি)। সবাই ব্যস্ত থাকবে, এজন্য আমি কী খাবো সেটা জিজ্ঞেস করতেই হয়তো ভুলে গেছে। অবশ্য এতে আমার মন খারাপ হয় না, উল্টো ভালো লাগে। এখন আসলে বুঝতে পারি ভালোবাসা কী ব্যাপার।’

ভক্তদের ঈদের শুভেচ্ছা জানাতে ভোলেননি তাসকিন, ‘দুই বছর পর বেশ আনন্দ নিয়ে ঈদ উদযাপন করতে পারছি, এজন্য শুকরিয়া। আল্লাহ আমাদের করোনা থেকে কিছুটা হলেও মুক্তি দিয়েছেন, সবাইকে ভালোভাবে ঈদ কাটানোর সুযোগ করে দিয়েছেন। এটা দারুণ ব্যাপার। সবাইকে ঈদের শুভেচ্ছা। পরিবার-পরিজন দিয়ে সবাই সুন্দরভাবে ঈদ উদযাপন করুন।’

/জেএইচ/এমওএফ/
সম্পর্কিত
টানা ৮ হারে প্লে-অফ থেকে ছিটকে গেলো ঢাকা
তাসকিনের বলে হাতে চোট পেয়েছেন তামিম
নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবেন না তাসকিন
সর্বশেষ খবর
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
রংপুর হাসপাতালে বাড়ছে হিট স্ট্রোকে আক্রান্ত রোগী, ৫ দিনে ২২ জনের মৃত্যু
রংপুর হাসপাতালে বাড়ছে হিট স্ট্রোকে আক্রান্ত রোগী, ৫ দিনে ২২ জনের মৃত্যু
তুর্কি মিডফিল্ডারের গোলে শিরোপার আরও কাছে রিয়াল মাদ্রিদ
তুর্কি মিডফিল্ডারের গোলে শিরোপার আরও কাছে রিয়াল মাদ্রিদ
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!