X
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

করুনারত্নের প্রতিরোধ ভাঙলেন সাকিব  

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মে ২০২২, ১১:০৩আপডেট : ২৫ মে ২০২২, ১১:১৬

৭০ রান নিয়ে তৃতীয় দিন শুরু করেছিলেন দিমুথ করুনারত্নে। লঙ্কান অধিনায়ক দেখতে দেখতে শতরানের কাছেও পৌঁছে যাচ্ছিলেন। ৮০ রান করা ব্যাটারকে বেশি দূর আর যেতে দেননি সাকিব আল হাসান। করুনারত্নের প্রতিরোধ ভাঙায় চাপে পড়ে গেছে শ্রীলঙ্কা। দ্বিতীয় টেস্টে ৫৭ ওভার শেষে শ্রীলঙ্কার প্রথম ইনিংসে সংগ্রহ ৪ উইকেটে ১৭০ রান। ক্রিজে আছেন অ্যাঞ্জেলো ম্যাথুজ (১২) ও ধনাঞ্জায়া ডি সিলভা (৫)। 

নাইটওয়াচম্যান কাসুন রাজিথাকে দিয়ে দ্বিতীয় দিনটা পার করেছিল শ্রীলঙ্কা। তৃতীয় দিন সকালে দেখার ছিল লঙ্কান নৈশপ্রহরীকে নিয়ে দিমুথ করুনারত্নে কতক্ষণ দাঁড়াতে পারেন। কিন্তু দিনের দ্বিতীয় বলে রাজিথাকে বোল্ড করে ছাড়েন এবাদত হোসেন। তাতে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের শুরুটা সাফল্য নিয়ে শুরু করে বাংলাদেশ।

২ উইকেটে ১৪৩ রান নিয়ে শ্রীলঙ্কা দ্বিতীয় দিন শেষ করেছিল। পিছিয়ে থেকে ব্যাট করতে নামলে লঙ্কান অধিনায়ক এবাদতের প্রথম বলে সিঙ্গেল নেন। তার পরের বলেই রাজিথার অফস্টাম্প উপড়ে দ্বিতীয় উইকেটের দেখা পান এবাদত। ১২ বল খেলা রাজিথা কোনও রান না করেই সাজঘরে ফিরেছেন।

তার পর ম্যাথুজ-করুনারত্নে মিলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন কিছুক্ষণ। এ সময় পেসাররা বেশ কয়েকবার পরাস্ত করেন তাদের। কিন্তু কাঙ্ক্ষিত সাফল্য মিলছিল না। ৫৬তম ওভারের শেষ বলে এসে স্বাগতিক শিবিরে স্বস্তি ফেরান সাকিব। প্রতিরোধ গড়া করুনারত্নেকে দারুণ ডেলিভারিতে বোল্ড করেছেন। সাকিবের ঘূর্ণি ‍বুঝতেই পারেননি তিনি। ড্রাইভ করতে গেলে বল ব্যাট-প্যাডের ফাঁক গলে আঘাত করে স্টাম্পে। ১৫৫ বল খেলা করুনারত্নে শেষ পর্যন্ত ফিরলেন ৮০ রানে। জীবন পাওয়া ইনিংসটিতে ছিল ৯টি চারের মার।

প্রথম ইনিংসে বাংলাদেশকে ৩৬৫ রানে অলআউট করে দারুণ শুরু করেছিলেন দুই লঙ্কান ওপেনার দিমুথ করুনারত্নে ও ওশাডা ফার্নান্ডো। উদ্বোধনী জুটিতে তুলে ফেলে ৯৫ রান। ৯১ বলে ৫১ রান করো ওশাডাকে ফিরিয়ে এই জুটি ভাঙেন এবাদত।

শুরুর জুটি ভাঙার পর দিমুথ করুনারত্নে-কুশল মেন্ডিসও জমে যাওয়ার চেষ্টা করছিলেন। তারা মিলে যোগ করেন ৪৪ রান। কিন্তু সাকিব শেষ দিকে এসে লেগ বিফোরের ফাঁদে ফেলে বিদায় দেন কুশল মেন্ডিসকে। ৪৯ বল খেলা লঙ্কান ব্যাটার করতে পারেন মাত্র ১১ রান। দ্বিতীয় দিনের শেষভাগে এই ব্যাটার ফেরায় লঙ্কানরা আর ঝুঁকি নিতে চায়নি। পেসার কাসুন রাজিথাকে নাইটওয়াচম্যান বানিয়ে দিনটা নির্বেঘ্নে শেষ করেছে। লঙ্কান অধিনায়ক করুনারত্নে ২৯তম হাফসেঞ্চুরি তুলে নিয়ে অপরাজিত থেকে দিনটা শেষ করেছেন।

/এফআইআর/  
সম্পর্কিত
সর্বশেষ খবর
মঙ্গোলিয়ার দাবাড়ুকে হারিয়ে ফাহাদের মুখে হাসি
মঙ্গোলিয়ার দাবাড়ুকে হারিয়ে ফাহাদের মুখে হাসি
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন
পিছিয়ে পড়েও জোসেলুর জোড়া গোলে ফাইনালে রিয়াল
চ্যাম্পিয়নস লিগপিছিয়ে পড়েও জোসেলুর জোড়া গোলে ফাইনালে রিয়াল
চেয়ারম্যান হলেন এমপির ছেলে ও ভাই
চেয়ারম্যান হলেন এমপির ছেলে ও ভাই
সর্বাধিক পঠিত
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার