X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

প্রস্তুতি ম্যাচে তামিমের সেঞ্চুরি, শূন্য রানে ফিরলেন মুমিনুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুন ২০২২, ০২:২৩আপডেট : ১১ জুন ২০২২, ০২:৩২

ব্যাটিং অর্ডারে চার নম্বরে নামা এবং টি-টোয়েন্টি খেলা-এসব বিষয় নিয়ে কিছুদিন ধরে আলোচনায় ছিলেন তামিম ইকবাল। সবমিলিয়ে বিতর্ক সঙ্গী করেই ওয়েস্ট ইন্ডিজ সফরে যান তিনি। কিন্তু মাঠে নামতেই সবকিছু ভুলিয়ে দিলেন দেশসেরা এই ওপেনার। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে সেঞ্চুরি তুলে নিয়ে প্রস্তুতিটা ভালো করেই সারলেন তামিম। তবে বাঁহাতি এই ওপেনার রান পেলেও খালি হাতে ফিরেছেন টেস্ট দলের সদ্য সাবেক অধিনায়ক মুমিনুল হক। ৬ বল খেলে রানের খাতা খুলতে পারেননি টপ অর্ডার এই ব্যাটার।

শুক্রবার (১০ জুন) ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে ১৬২ বলে ১৪ চার ও ১ ছক্কায় তামিম পূর্ণ করেন সেঞ্চুরি। নিশ্চিতভাবেই এই রান মূল ম্যাচে তামিমের আত্মবিশ্বাস বাড়াবে। সেঞ্চুরি করেই থামেননি তিনি, ধীর স্থিরভাবে বড় ইনিংসের দিকে এগিয়ে যাচ্ছেন এই ওপেনার। তামিম সেঞ্চুরি পেলেও মুমিনুল হক ও ওপেনার মাহমুদুল হাসান জয় রানের খাতা না খুলেই সাজঘরে ফিরেছেন। দুই জন ৬ বল করে খেললেও নিজের নামের পাশে কোনও রান যোগ করতে পারেননি।

কুলিজ ক্রিকেট মাঠে টস জিতে ব্যাটিং করতে নেমে শুরুতেই ফিরে যান জয়। ৬ বল খেলে রানের খাতা খুলতে পারেননি এই ব্যাটার। এরপর তামিম ও নাজমুল হোসেন শান্ত মিলে দ্বিতীয় উইকেটে ১৪০ রানের জুটি গড়েন। 

তামিম একপ্রান্ত আগলে রাখলেও শান্ত ৫৪ রান করে আউট হন। ৯৯ বলে ৯ চারে শান্ত নিজের ইনিংসটি সাজিয়েছেন। 

শান্তর ফেরার পর মুমিনুলও দ্রুত বিদায় নেন। সাম্প্রতিক সময় রান খরায় ভুগছিলেন মুমিনুল। কিছুটা নির্ভার হতেই শ্রীলঙ্কা সিরিজ শেষ হতেই নেতৃত্ব ছেড়ে দেন এই ব্যাটার। সবার প্রত্যাশা ছিলো দায়িত্বের বোঝা কমিয়ে ছন্দে ফিরবেন লিটল মাস্টার খ্যাত মুমিনুল। কিন্তু ৬ বল খেলে অফস্পিনার বায়ার্ন চার্লসের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে বিদায় নেন তিনি। 

এছাড়া রান পাননি প্রস্তুতি ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করা লিটনও। ৪ রান করে সাজঘরে ফিরেছেন তিনি।  স্বেচ্ছায় অবসরে যান ইয়াসির আলী রাব্বি (১১)। তামিম ১২৭ রান নিয়ে ব্যাটিং করছেন। ২০৫ বলে ১৮ চার ও ১ ছক্কায় তামিম নিজের ইনিংসটি সাজিয়েছেন।  সবমিলিয়ে  এই মুহূর্তে বাংলাদেশ ৬৬ ওভারে ৪ উইকেট হারিয়ে ২১৯ রান সংগ্রহ করেছে।

এদিকে মুমিনুলের কাছ থেকে নেতৃত্ব পাওয়া সাকিব আল হাসান দলের সঙ্গে এখনও যোগ দেননি। শনিবার (১১ জুন) যুক্তরাষ্ট্র থেকে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা তৃতীয় দফা টেস্ট দলের নেতৃত্ব পাওয়া সাকিবের। 

 

/আরআই/টিটি/
সম্পর্কিত
তামিমদের উড়িয়ে সুপার লিগে দারুণ শুরু আবাহনীর
মিরপুরে তামিম-শান্তর রুদ্ধদ্বার বৈঠক!
সাকিবহীন শেখ জামালের কাছে তামিমদের হার
সর্বশেষ খবর
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
দক্ষিণখানে ভবনের চার তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
দক্ষিণখানে ভবনের চার তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট হলেন ১৯ জ্যেষ্ঠ রাজনীতিক
ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট হলেন ১৯ জ্যেষ্ঠ রাজনীতিক
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী