X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ ইয়াসিরের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুন ২০২২, ২১:০৩আপডেট : ২২ জুন ২০২২, ২১:১০

টেস্ট সিরিজ শেষ হয়ে গিয়েছে তার আগেই। আশা ছিল, টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে পাওয়া যাবে ইয়াসির আলীকে। কিন্তু দুর্ভাগ্য এই ব্যাটারের। ওয়েস্ট ইন্ডিজ সফরই শেষ হয়ে গেলো তার। পিঠের চোট কাটিয়ে উঠতে না পারায় দেশে ফিরতে হচ্ছে ইয়াসিরকে।

আজ (বুধবার) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

অর্থাৎ, কোনও ম্যাচ না খেলে দেশে ফিরে আসছেন ইয়াসির। ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্টস একাদশের বিপক্ষে তিন দিনের ম্যাচে পিচে চোট পান তিনি। প্রথমে অ্যান্টিগার প্রথম টেস্ট থেকে ছিটকে যান, পরে দ্বিতীয় টেস্টও শেষ হয়ে যায় তার। আর এবার টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ থেকেও ছিটকে গেলেন তরুণ ব্যাটার।

প্রস্তুতি ম্যাচে চোট পাওয়ার পর ইয়াসিরের এমআরআই করা হয়েছিল। তাতে আশা করা হয়েছিল, সীমিত ওভার সিরিজ শুরুর আগে সেরে উঠবেন তিনি। কিন্তু এই ব্যাটার প্রত্যাশামতো সেরে উঠছেন না। যে কারণে দেশে ফিরতে হচ্ছে তাকে।

জাতীয় দলের ফিজিও বায়জেদুল ইসলাম বলেছেন, ‘ইয়াসির আলী তার পিঠের চোট থেকে প্রত্যাশিতভাবে সেরে উঠছেন না, যে কারণে তার পুনর্বাসন শুরু করতে পারেননি। প্রায় দুই সপ্তাহের বিশ্রামের পরেও যেহেতু তিনি এখনও তার শারীরিক পরিশ্রম শুরু করতে পারেননি, তাই আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে, তার সেরে উঠতে বেশি সময় দরকার। ফলে তিনি বাকি ম্যাচগুলো মিস করবেন। অর্থাৎ তার ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষ হয়ে গেছে।’

এই অবস্থায় ইয়াসির দেশে ফিরে আসবেন। ঢাকায় তার পুনর্বাসন চলবে বিসিবির মেডিকেল টিমের অধীনে।

ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশের শুরুটাও ভালো হয়নি। অ্যান্টিগার প্রথম টেস্ট হেরেছে ৭ উইকেটে। সিরিজে ঘুরে দাঁড়াতে ও সিরিজ বাঁচাতে ২৪ জুন সেন্ট লুসিয়ার দ্বিতীয় টেস্টে মাঠে নামার অপেক্ষায় সাকিব আল হাসানরা।

/কেআর/
সম্পর্কিত
আইপিএল নিয়ে আফসোস আছে শরিফুলের
মিরপুরে তামিম-শান্তর রুদ্ধদ্বার বৈঠক!
চলতি অর্থবছরে বিসিবির নিট আয় ৩৯ কোটি
সর্বশেষ খবর
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা