X
সোমবার, ২৭ জুন ২০২২
১৩ আষাঢ় ১৪২৯

সেন্ট লুসিয়ার পুরনো সাফল্য মনে করিয়ে দিলেন পাইলট

আপডেট : ২৩ জুন ২০২২, ২০:৩৭

শুক্রবার সেন্ট লুসিয়াতে ক্যারিবীয়দের বিপক্ষে দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে সাকিবের দল। এই মাঠে সবমিলিয়ে বাংলাদেশ দুটি টেস্ট খেলেছে। ২০০৪ সালে হাবিবুল বাশারের নেতৃত্বে প্রথম টেস্ট খেলার পর ২০১৪ সালে মুশফিকের নেতৃত্বে খেলা হয় দ্বিতীয়বার। শেষবার সফল না হলেও হাবিবুল বাশারের নেতৃত্বে প্রথমবারের মতো দাপটের সঙ্গে টেস্ট ম্যাচ ড্র করে মাঠ ছাড়ে। হাবিবুল বাশার, মোহাম্মদ রফিক ছাড়াও খালেদ মাসুদ পাইলট সেঞ্চুরি পেয়েছিলেন। শুক্রবার সেন্ট লুসিয়াতে আরও একটি টেস্টে মাঠে নামার আগে উত্তরসূরীদের সেই টেস্টের স্মৃতি মনে করিয়ে দিলেন খালেদ মাসুদ পাইলট। 

২০০৪ সালে প্রথমবার খেলতে নেমে হাবিবুল ও মোহাম্মদ রফিক প্রথম ইনিংসে সেঞ্চুরি পেয়েছিলেন। খালেদ মাসুদ পাইলটের ব্যাট থেকে দ্বিতীয় ইনিংসে এসেছিল সেঞ্চুরি। সবমিলিয়ে ব্যাটারদের দাপটের পর বোলারদের দারুণ পারফরম্যান্সেই ব্রায়ান লারার দলের বিপক্ষে বাংলাদেশ ড্রয়ের দেখা পেয়েছিল। ওই টেস্টের আগে লাল-সবুজরা ২৮ টেস্টে কেবল দুটি টেস্ট ড্র করেছিল। বাকি সবকটিতে ছিল হার। আর দুটি ড্রও আসে বৃষ্টির বদৌলতে! সেন্ট লুসিয়ায়তেই কেবল বাংলাদেশ পেয়েছিল গৌরবের এক ড্র। যদিও পূর্বসূরীদের পারফরম্যান্স উত্তরসূরীরা ধরে রাখতে পারেনি। ২০১৪ সালে মুশফিকুর রহিমের নেতৃত্বে খেলতে নেমে অলআউট হয় ১৬১ ও ১৯২ রানে।

শুক্রবার ৮ বছর পর সেই সেন্ট লুসিয়ায় মাঠে নামবে সাকিবের দল। ম্যাচের আগে পুরনো স্মৃতি মনে করিয়ে তাদের তাতিয়ে দিতে চাইলেন পাইলট। নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘বিদেশের মাটিতে টেস্টে বরাবরই কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি আমরা। তবে ২০০৪ সালের সেন্ট লুসিয়া টেস্টের গল্পটা একটা ভিন্ন। স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চোখে চোখ রেখে লড়াই করেছিলাম। প্রথম ইনিংসে হাবিবুল বাশার সুমন আর মোহাম্মদ রফিকের সেঞ্চুরিতে ৪১৬ রান তুলেছিলাম। জবাব দিতে নেমে ৩৫২ রানে অলআউট ক্যারিবিয়ানরা। আ হা, ক্যারিবিয়ানদের বিপক্ষে লিড নেওয়ার সে কী আনন্দ! দারুণ মনে আছে উইকেটের পেছনে থেকে ব্রায়ান লারা আর শিবনারায়ন চন্দরপলের ক্যাচ নিয়েছিলাম।’

পাইলট আরও লিখেছেন, ‘৬৪ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করার মুগ্ধতা এখনো টের পাই। শেষদিকে মোহাম্মদ রফিক আর তাপসের সঙ্গে দারুণ দুটি পার্টনারশিপ হয়েছিল আমার। ৩৩৫ রানে এগিয়ে থেকে ইনিংস ঘোষণা। ১০৩ রানে অপরাজিত ছিলাম আমি। আমার ক্রিকেট জীবনের অন্যতম সেরা অর্জন সেন্ট লুসিয়া টেস্ট, ব্রায়ান লারার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ড্র করেছিল বাংলাদেশ।’

এরপরই সাকিব আল হাসানদের শুভকামনা জানিয়ে তিনি লিখেছেন, ‘আবার সেন্ট লুসিয়া টেস্ট, ঘুরে দাঁড়ানোর মঞ্চ সাকিব আল হাসানের বাংলাদেশের জন্য। অনেক শুভ কামনা রইলো প্রিয় উত্তরসূরীরা। দারুণ কিছুর আশা নিয়ে টি স্পোর্টসের পর্দায় চোখ রাখবো ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশের মধ্যকার দ্বিতীয় টেস্টে।’

/আরআই/এফআইআর/
বাংলা ট্রিবিউনের সর্বশেষ
সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
প্রথম রেকর্ড হাতে পেয়ে ইন্দুবালা নিজেই ভেঙে ফেলেন!
গানের শিল্পী, গ্রামোফোন, ক্যাসেট ও অন্যান্য: পর্ব সাতপ্রথম রেকর্ড হাতে পেয়ে ইন্দুবালা নিজেই ভেঙে ফেলেন!
উদ্বোধনের আগেই ১২৯ কোটি টাকার সড়কে ফাটল
উদ্বোধনের আগেই ১২৯ কোটি টাকার সড়কে ফাটল
সুদানের ৭ সেনার মৃত্যুদণ্ড ‘কার্যকর করলো’ ইথিওপিয়া, বদলার হুমকি
সুদানের ৭ সেনার মৃত্যুদণ্ড ‘কার্যকর করলো’ ইথিওপিয়া, বদলার হুমকি
এ বিভাগের সর্বশেষ
ছন্নছাড়া ব্যাটিংয়ে সেই একই ছবি
ছন্নছাড়া ব্যাটিংয়ে সেই একই ছবি
ধৈর্যের পরীক্ষা দিয়েও ‘ব্যর্থ’ শান্ত
ধৈর্যের পরীক্ষা দিয়েও ‘ব্যর্থ’ শান্ত
ইংল্যান্ডকে জয়ের স্বপ্ন দেখাচ্ছেন রুট-পোপ
ইংল্যান্ডকে জয়ের স্বপ্ন দেখাচ্ছেন রুট-পোপ
নতুন রূপে ফেরা খালেদের ‘প্রথম’
নতুন রূপে ফেরা খালেদের ‘প্রথম’
রোচের তোপে এলোমেলো বাংলাদেশ
রোচের তোপে এলোমেলো বাংলাদেশ