X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

তামিমের বিদায়ে লাঞ্চের আগে নেই ২ উইকেট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুন ২০২২, ২২:১১আপডেট : ২৪ জুন ২০২২, ২২:১৯

বাংলাদেশের টপ অর্ডারের ব্যর্থতা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা। তবে তামিম ইকবাল নিজের মতো করে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বড় স্কোর না হলেও একপ্রান্ত অন্তত আগলে রাখছেন। সেন্ট লুসিয়া টেস্টের প্রথম ইনিংসে তো বড় ইনিংসেরই ইঙ্গিত ছিল তার ব্যাটে। কিন্তু বাজে শটে যেন আত্মহুতি দিলেন অভিজ্ঞ ওপেনার!

শুক্রবার সেন্ট লুসিয়া টেস্টের প্রথম দিনে মাঠে নেমেছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের শুরুটা মন্দ ছিল না। তবে দুই ওপেনারকে হারিয়ে চাপ বেড়েছে। মাহমুদুল হাসান জয়ের পর আউট হয়েছেন তামিম। ফলে লাঞ্চের আগে নেই ২ উইকেট। প্রথম সেশন শেষে সফরকারীদের স্কোর ২৬ ওভারে ২ উইকেটে ৭৭। ক্রিজে আছেন নাজমুল হোসেন শান্ত (১৬*) ও এনামুল হক (৫*)।

ওয়েস্ট ইন্ডিজ টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেও তাদের সুবিধা করতে দেননি তামিম। শুরুতে কেমার রোচের বলে পরীক্ষা দিলেও সময় গড়ানোর সঙ্গে ছন্দে ফেরেন বাঁহাতি ওপেনার। দারুণ সব শটে ও পরিস্থিতির দাবি মিটিয়ে রান বাড়িয়ে নিচ্ছিলেন তিনি। হাঁটছিলেন হাফসেঞ্চুরির পথে। কিন্তু হঠাৎ খেই হারিয়ে বসলেন!

আলজারি জোসেফের লেংথ বল খেলতে গিয়েও যেন খেলতে চাইলেন না। টাইমিং ঠিকঠাক হয়নি। পায়ের মুভমেন্টেও ছিল সমস্যায়। যে কারণে বল ব্যাটে লেগে উঠে যায়। কাভার পয়েন্টে দাঁড়ানো জার্মেইন ব্ল্যাকউডের সহজ ক্যাচ তালুতে নিতে কোনও অসুবিধাই হয়নি। ফলে দারুণ এক ইনিংসের সমাপ্তি ঘটে চরম হতাশায়। ৬৭ বলে ৯ বাউন্ডারিতে ৪৬ রানে বিদায় নেন তামিম।

জয় থামলেন অল্পতেই

টানা ২ বলে দুইবার এলবিডব্লিউয়ের আবেদন। দুইবার আঙুল তুললেন আম্পায়ার। কিন্তু রিভিউয়ের সৌজন্যে কেমার রোচের ২ বলেই রক্ষা পান মাহমুদুল হাসান জয়। যদিও ইনিংস লম্বা হয়নি তরুণ এই ওপেনারের। মাত্র ১০ রান করে আউট হয়ে গেছেন তিনি।

অ্যান্টিগার প্রথম টেস্টের প্রথম ইনিংসে রানের খাতাই খুলতে পারেননি জয়। দ্বিতীয় ইনিংসে অবশ্য উন্নতি হয়েছিল তার। তারপরও টিম ম্যানেজমেন্ট আস্থা রেখেছিল এই ওপেনারের ওপর। কিন্তু সেন্ট লুসিয়া টেস্টের প্রথম ইনিংসেও ব্যর্থতার বৃত্ত ভাঙতে পারলেন না ডানহাতি ব্যাটার। রোচের এক ওভারে পরপর ২ বলে আম্পায়ার এলবিডব্লিউ আউট দিলেও রিভিউ নিয়ে বেঁচে যান তিনি। সৌভাগ্যকে সঙ্গী করে বড় ইনিংস খেলবেন, এটাই হয়তো দলের প্রত্যাশা ছিল। কিন্তু অভিষিক্ত পেসার অ্যান্ডারসন ফিলিপের ‍দ্বিতীয় বলেই বোল্ড জয়!

অভিষিক্ত এই পেসারের ভালো লেন্থের বল জয়ের পা ও ব্যাটের মাঝখান দিয়ে আঘাত করে স্টাম্পে। তাতে ৩১ বলে ১০ রান করে আউট হয়ে যান তরুণ এই ওপেনার।  

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

সিরিজ বাঁচানোর লড়াইয়ে দ্বিতীয় টেস্টে নামছে বাংলাদেশ। সেন্ট লুসিয়ার এই টেস্টে টস জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। স্বাগতিকরা বোলিংয়ের সিদ্ধান্ত নেওয়ায় শুরুতে ব্যাটিংয়ে নামছে সাকিব আল হাসানরা। বাজে ফর্মে এই টেস্টের একাদশে জায়গা হয়নি মুমিনুল হকের।

অ্যান্টিগা টেস্ট বাজেভাবে হেরেছে বাংলাদেশ। ফলে দুই ম্যাচের সিরিজে এগিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ। এখন শেষ টেস্ট যদি বাংলাদেশ জিততে না পারে, তাহলে সিরিজ চলে যাবে স্বাগতিকদের হাতে। গুরুত্বপূর্ণ এই টেস্টের একাদশে পরিবর্তন এনেছে সফরকারীরা। অনেক আলোচনার পর বাদ পড়েছেন মুমিনুল। ক্যারিবিয়ান সফরের আগেই অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার পরও ব্যর্থতার বৃত্ত ভাঙতে না পারায় জায়গা হারিয়েছেন তিনি।

প্রথম টেস্টে মুমিনুলের পারফরম্যান্স ছিল যাচ্ছেতাই। দুই ইনিংসে ব্যর্থতার পর তার সুযোগ হয়নি দ্বিতীয় টেস্টে। সাবেক অধিনায়কের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন এনামুল হক। লম্বা সময় পর লাল বলের ক্রিকেট নামতে যাচ্ছেন তিনি। বাংলাদেশের একাদশে আরেকটি পরিবর্তন আছে। মোস্তাফিজুর রহমানের জায়গায় এসেছেন শরিফুল ইসলাম।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, এনামুল হক, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ক্রেগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জন ক্যাম্পবেল, রেমন রিফার, এনক্রুমা বনার, জার্মেইন ব্ল্যাকউড, কাইল মায়ার্স, জোশুয়া দা সিলভা, আলজারি জোসেফ, কেমার রোচ, জেডেন সেলস, অ্যান্ডারসন ফিলিপ।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী