X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

শেষটা জয়ে রাঙালো অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক
২৫ জুন ২০২২, ০১:৪৫আপডেট : ২৫ জুন ২০২২, ০১:৪৮

সিরিজ নিষ্পত্তি হয়ে গেছে আগের ম্যাচেই। পঞ্চম ও শেষ ওয়ানডে ছিল স্রেফ ‘নিয়মরক্ষা’র। যদিও আইসিসি বিশ্বকাপ সুপার লিগ চালুর পর সব ম্যাচেরই সমান গুরুত্ব। সেই দিক থেকে কলম্বোর ম্যাচটিও ছিল গুরুত্বপূর্ণ। যেটি জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে শ্রীলঙ্কাকে অল্পতে আটকে রেখে সফরকারীরা ৫০ ওভারের সিরিজ শেষ করেছে ৪ উইকেটের জয়ে।

শুক্রবার আর প্রেমাদাসা স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার দুর্দান্ত বোলিংয়ের সামনে ৪৩.১ ওভারে মাত্র ১৬০ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। সহজ এই লক্ষ্য ৬ উইকেট হারিয়ে ৬৩ বল আগেই টপকে যায় অজিরা। জিতলেও সিরিজ হাতছাড়া হয়েছে তাদের আগেই। এই জয়ে অস্ট্রেলিয়া সিরিজ হারের ব্যবধান নামিয়ে এনেছে ৩-২-এ।

টস জিতে ব্যাটিংয়ে নামা শ্রীলঙ্কার ১০০ রানের নিচে অলআউট হওয়ার শঙ্কা জেগেছিল। যদিও তাদের রান দেড়শ ছাড়ায় লোয়ার অর্ডারে চামিকা করুণারত্নের দুর্দান্ত ব্যাটিংয়ে। দলীয় সর্বোচ্চ ৭৫ রান করেন তিনি। ৭৫ বলের ইনিংসটি সাজান ৮ বাউন্ডারি ও ২ ছক্কায়। দ্বিতীয় সর্বোচ্চ ২৬ রান আসে কুশল মেন্ডিসের ব্যাট থেকে।

অস্ট্রেলিয়ার সবচেয়ে সফল বোলার ম্যাথু কুনেম্যান। এই স্পিনার ১০ ওভারে মাত্র ২৬ রান দিয়ে নেন ২ উইকেট। তার সমান ২ উইকেট নিতে গ্লেন ম্যাক্সওয়েলের খরচ ৩৮ রান।

লক্ষ্য সহজ হলেও ঘাম ঝরাতে হয়েছে অস্ট্রেলিয়ায়। টপ অর্ডারের ব্যর্থতার পর অ্যালেক্স ক্যারি ও মার্নাস লাবুশেনের জুটিতে পথে ফেরে সফরকারীরা। লাবুশেন ৩১ রানে আউট হলেও জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন ক্যারি। এই উইকেটকিপার ৬৫ বলে এক চারে করেন অপরাজিত ৪৫ রান। তার সঙ্গে জয় নিশ্চিত করেন ২৬ বলে ২৫ রান অপরাজিত থাকা ক্যামেরন গ্রিন।

শ্রীলঙ্কার সবচেয়ে সফল বোলার দুনিথ ভেল্লালাগে। এই স্পিনার ১০ ওভারে ৪৩ রানে নেন ৩ উইকেট। ২ উইকেট পেয়েছেন মহিশ থিকশানা।

শ্রীলঙ্কা হারলেও ম্যাচসেরা হয়েছেন ৭৫ রানের অসাধারণ ইনিংস খেলা চামিকা করুণারত্নে। আর সিরিজসেরার পুরস্কার জিতেছেন কুশল মেন্ডিস।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
সাফের আগে চাইনিজ তাইপের বিপক্ষে সাবিনাদের ম্যাচ
সাফের আগে চাইনিজ তাইপের বিপক্ষে সাবিনাদের ম্যাচ
কানের ধ্রুপদি বিভাগে শ্যাম বেনেগালের ‘মন্থন’
কানের ধ্রুপদি বিভাগে শ্যাম বেনেগালের ‘মন্থন’
থাইল্যান্ডের রাজা-রানির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
থাইল্যান্ডের রাজা-রানির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ