X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশকে অনেক ভুগিয়ে থামলেন মায়ার্স

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুন ২০২২, ২৩:০৮আপডেট : ২৬ জুন ২০২২, ২৩:১২

গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছিলেন কাইল মায়ার্স। কিছুতেই তাকে দমানো যাচ্ছিল না। দ্বিতীয় দিনে বাংলাদেশকে ভোগানো এই ব্যাটার তৃতীয় দিনেও ছড়ি ঘোরাচ্ছিলেন। অবশেষে মায়ার্সকে থামানো গেছে। খালেদ আহমেদের বলে সহজ ক্যাচ দিয়ে বিদায় নিয়েছেন বাঁহাতি ব্যাটার।

রবিবার সেন্ট লুসিয়া টেস্টের তৃতীয় দিনে মাঠে নেমেছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশকে প্রথম ইনিংসে ২৩৪ রানে অলআউট করে ব্যাটিংয়ে নেমেছে ক্যারিবিয়ানরা। প্রথম ইনিংসে তাদের সংগ্রহ ১২০ ওভারে ৮ উইকেটে ৩৮৫ রান। তাতে লিড নিয়েছে ১৫১ রানের।

এতদিন মায়ার্সের টেস্ট ক্যারিয়ারে সেঞ্চুরি ছিল একটি। সেঞ্চুরি নয় আসলে, ডাবল সেঞ্চুরি। গত বছর বাংলাদেশের বিপক্ষেই খেলেছিলেন অসাধারণ এক ইনিংস, যাতে জন্ম দিয়েছিলেন অবিশ্বাস্য এক ঘটনার। ২০২১ সালের ফেব্রুয়ারিতে চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের ৩৯৫ রানের লক্ষ্যও ওয়েস্ট ইন্ডিজ টপকে গিয়েছিল মায়ার্সের অপরাজিত ২১০ রানের চোখ জুড়ানো ইনিংসে। সেই মায়ার্স আবারও তিন অঙ্কের দেখা পেয়েছেন বাংলাদেশের বিপক্ষেই।

আগের দিনই টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি পাওয়া এই ব্যাটার তৃতীয় দিনে হাঁটছিলেন দেড়শর পথে। একই সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ বাড়িয়ে নিচ্ছিলেন তিনি। একপ্রান্ত আগলে রেখে বাংলাদেশের বোলারদের কঠিন পরীক্ষা নিয়ে যাচ্ছিলেন। অবশেষে তাকে আউট করেছেন খালেদ। এই পেসারের স্লোয়ারে খেই হারিয়ে শরিফুল ইসলামকে সহজ ক্যাচ দিয়ে বিদায় নেন তিনি। যাওয়ার আগে খেলে যান ১৪৬ রানের ঝলমলে ইনিংস। ২০৮ বলের ইনিংসে মেরেছেন ১৮ বাউন্ডারির সঙ্গে ২ ছক্কা।

দ্বিতীয় দিনের শেষ দুই সেশনে খুব ভুগেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারদের দৃঢ়তায় মাত্র একবারই উইকেট উদযাপনের সুযোগ পেয়েছিল সাকিব আল হাসানরা। তৃতীয় দিনের শুরুতে ম্যাচে ফেরার মিশনে নামে বাংলাদেশ। এই যাত্রায় সাফল্যও আসে। তবে বৃষ্টির বাগড়ায় মোমেন্টাম ধরে রাখার সুযোগ হারায়। সেন্ট লুসিয়া টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনের বেশিরভাগ সময় গেছে বৃষ্টির পেটে।

দ্বিতীয় দিনের প্রথম সেশন দুর্দান্ত কাটলেও পরের দুই সেশন ছিল শুধুই হতাশার। লাঞ্চের পর ১ উইকেট নিয়ে দিন শেষ করতে হয় বাংলাদেশের। সফরকারীদের হতাশা উপহার দেওয়া মায়ার্স ও জোশুয়া দা সিলভা শুরু করেন তৃতীয় দিনের খেলা। আগের দিন ভোগানো জোশুয়া নতুন দিনে বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি। লিটন দাসের ঘূর্ণিতে শুরুতেই ফিরে যান তিনি। তার ১১৫ বলের প্রতিরোধ শেষ হয় এলবিডব্লিউতে। ফেরার আগে খেলে যান ২৯ রানের ইনিংস ও মায়ার্সের সঙ্গে গড়ে যান ৯৬ রানের জুটি।

এই জুটি ভাঙার পর ক্রিজে আসেন আলজারি জোসেফ। তাকে থিতু হতে দেননি খালেদ আহমেদ। লিটন দাসের হাতে ক্যাচ বানিয়ে জোসেফকে ফেরান ৬ রানে। দ্রুত ২ উইকেট তুলে নিয়ে লড়াইয়ে ফেরে বাংলাদেশ। দলের মধ্যে উদ্দীপনা দেখা যায়। তবে বৃষ্টি সেই ধারা থাকতে দেয়নি। প্রথম সেশনে ৫০ মিনিটের মতো খেলার পর বৃষ্টি শুরু হয়। সময় গড়িয়ে গেলেও আবহাওয়ার উন্নতি হয় না। এর মধ্যে চলে আসে লাঞ্চের সময়।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপি গণতন্ত্রে অকার্যকর ডামি রাজনৈতিক দল: ওবায়দুল কাদের
বিএনপি গণতন্ত্রে অকার্যকর ডামি রাজনৈতিক দল: ওবায়দুল কাদের
চারতলা ভবনের ছাদ থেকে পড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু
চারতলা ভবনের ছাদ থেকে পড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু
বাংলাদেশে চিকিৎসা খাতে থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
বাংলাদেশে চিকিৎসা খাতে থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
এবার ঘুমটা ভালো হবে ডু প্লেসির
এবার ঘুমটা ভালো হবে ডু প্লেসির
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী