X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ইংল্যান্ডকে জয়ের স্বপ্ন দেখাচ্ছেন রুট-পোপ

স্পোর্টস ডেস্ক
২৭ জুন ২০২২, ০২:৩৫আপডেট : ২৭ জুন ২০২২, ০২:৩৫

শুরুর ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই আবারও উইকেট নেই ইংল্যান্ডের! ৫১ রানে হারালো দুই ওপেনারকে। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ইংলিশদের দুশ্চিন্তা ছিল এতটুকুই। কারণ পরের সময়টা শুধুই ওলি পোপ ও জো রুটের। এই দুই ব্যাটারের অপরাজিত হাফসেঞ্চুরিতে হেডিংলি টেস্টে জয় দেখছে স্বাগতিকরা।

রবিবার হেডিংলি টেস্টের চতুর্থ দিন শেষে ইংল্যান্ডের সংগ্রহ ৩৯ ওভারে ২ উইকেটে ১৮৩ রান। নিউজিল্যান্ডের দেওয়া ২৯৬ রানের লক্ষ্যে শেষ দিনে তাদের জিততে প্রয়োজন ১১৩ রান। ইংল্যান্ডের মিডল অর্ডার যে ফর্মে রয়েছে, তাতে জয়ের পাল্লা তাদের দিকেই ভারি।

চতুর্থ দিন শুরু হয়েছিল নিউজিল্যান্ডের ব্যাটিং দিয়ে। দ্বিতীয় ইনিংসে সফরকারীরা অলআউট হয় ৩২৬ রানে। কিউইদের চাপের সময় আবারও দাঁড়িয়ে গিয়েছিলেন টম ব্লান্ডেল ও ড্যারিল মিচেল। টানা তিন টেস্টে সেঞ্চুরি পাওয়া মিচেল খেলেন ৫৬ রানের ইনিংস। অন্যদিকে ব্লান্ডেল অপরাজিত ছিলেন ৮৮ রানে।

প্রথম ইনিংসে ৫ উইকেট পাওয়া জ্যাক লিচ দ্বিতীয় ইনিংসেও মাইলফলক স্পর্শ করেছেন। দ্বিতীয় ইনিংসে ৩২.২ ওভারে ৬৬ রান দিয়ে তার শিকার ৫ উইকেট। ম্যাথু পটস পেয়েছেন ৩ উইকেট।

কিউইদের অলআউট করে ইংলিশরা পায় ২৯৬ রানের লক্ষ্য। কিন্তু শুরুতেই হারায় অ্যালেক্স লিসের (৯) উইকেট। এরপর ফিরে যান আরেক ওপেনার জ্যাক ক্রলি (২৫)। স্বাভাবিকভাবেই চাপ তৈরি হয় স্বাগতিকদের ওপর। ওই জায়গা থেকেই প্রতিরোধ শুরু পোপ-রুটের। তৃতীয় উইকেটে তারা অবিচ্ছিন্ন ১৩২ রানের জুটিতে। যেখানে পোপ অপরাজিত ৮৮ রানে। আর ‍রুট শেষ দিন শুরু করবেন ৫৫ রান নিয়ে।

সংক্ষিপ্ত স্কোর:

(চতুর্থ দিন শেষে)

নিউজিল্যান্ড: ৩২৯ ও দ্বিতীয় ইনিংসে ১০৫.২ ওভারে ৩২৬ (ব্লান্ডেল ৮৮*, ল্যাথাম ৭৬, মিচেল ৫৬, উইলিয়ামসন ৪৮; লিচ ৫/৬৬, পটস ৩/৬৬)।

ইংল্যান্ড: ৩৬০ ও দ্বিতীয় ইনিংসে (লক্ষ্য ২৯৬) ৩৯ ওভারে ১৮৩/২ (পোপ ৮১*, রুট ৫৫*, ক্রলি ২৫, লিস ৯; ব্রেসওয়েল ১/৭০)।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
বিয়েবাড়ির খাসির মাংস খেয়ে ১৬ জন হাসপাতালে
বিয়েবাড়ির খাসির মাংস খেয়ে ১৬ জন হাসপাতালে
সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি
সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি
এখনই হচ্ছে না হকির শিরোপা নিষ্পত্তি, তাহলে কবে?
এখনই হচ্ছে না হকির শিরোপা নিষ্পত্তি, তাহলে কবে?
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি