X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

৫৪তম ফিফটির পর তামিমের বিদায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ আগস্ট ২০২২, ১৫:২০আপডেট : ০৫ আগস্ট ২০২২, ১৬:০১

এই হারারেতে খেলা সবশেষ ওয়ানডেতে সেঞ্চুরি পেয়েছিলেন তামিম ইকবাল। এক বছর পর সেখানে ফেরার উপলক্ষটা শতক দিয়ে রাঙিয়ে নেওয়ার সম্ভাবনা জাগিয়েছিলেন বাঁহাতি ওপেনার। তবে পারেননি। হাফসেঞ্চুরি করে বিদায় নিয়েছেন বাঁহাতি ওপেনার। তার আউটে বাংলাদেশ হারায় প্রথম উইকেট।

আজ (শুক্রবার) হারারে স্পোর্টস ক্লাব মাঠে প্রথম ওয়ানডেতে নেমেছে বাংলাদেশ-জিম্বাবুয়ে। টস হেরে ব্যাটিংয়ে নামা সফরকারীদের স্কোর ৩০ ওভারে ১ উইকেট হারিয়ে ১৪৪ রান।

সাম্প্রতিক বছরগুলোতে ওয়ানডেতে অন্য বাংলাদেশকে দেখা যাচ্ছে। ৫০ ওভারের ক্রিকেটে হয়েছে উঠেছে দুর্দান্ত এক দল। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডের ব্যাটিংয়েও দাপট দেখাচ্ছে লাল-সবুজ জার্সিধারীরা। তামিম ইকবাল ও লিটন দাসের ব্যাটে শক্ত ভিত পায় সফরকারীরা। হাফসেঞ্চুরি পেয়েছেন দুই ওপেনারই। এর মধ্যে ফিফটি পূরণের পর আউট হয়ে গেছেন তামিম।

জিম্বাবুয়েকে প্রথম উইকেট এনে দিয়েছেন সিকান্দার রাজা। সফরকারী দুই ওপেনারের দাপটে কোণঠাসা হয়ে পড়েছিল স্বাগতিকরা। তামিম-লিটন ক্রিজে পড়ে থেকে একটু একটু করে বাড়িয়ে নিচ্ছিলেন রান। এর মধ্যে তামিম পেয়ে যান ওয়ানডে ক্যারিয়ারের ৫৪তম হাফসেঞ্চুরি। এগিয়ে যাচ্ছিলেন আরও সামনের দিকে। কিন্তু রাজার আঘাতে ফিরতে হয় প্যাভিলিয়নে। জিম্বাবুইয়েন স্পিনারের বলে ইনোসেন্ট কাইয়ার হাতে ধরা পড়েন তিনি। ফেরার আগে ৮৮ বলে ৯ বাউন্ডারিতে তামিম করেন ৬২ রান।

টি-টোয়েন্টি সিরিজ হারায় ৫০ ওভারের সিরিজে ঘুরে দাঁড়ানোর মিশনে বাংলাদেশ। অবশ্য ওয়ানডে ফরম্যাটে অতীত সাফল্য আত্মবিশ্বাসের পারদ বাড়িয়ে দিচ্ছে তামিমদের। জিম্বাবুয়ের বিপক্ষে ২০১৩ সালের পর কোনও সিরিজে হারেনি বাংলাদেশ। আন্তর্জাতিক ক্রিকেটে নির্দিষ্ট কোনও দলের বিপক্ষে এমন ধারাবাহিকতা লাল-সবুজ জার্সিধারীদের আর নেই। আজ জিততে পারলে সেই সংখ্যা ২০-এ দাঁড়াবে।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।

জিম্বাবুয়ে একাদশ: রেগিস চাকাভা (অধিনায়ক ও উইকেটকিপার), ইনোসেন্ট কাইয়া, ওয়েসলি মাদেভেরে, তারিসাই মুসাকান্দা, সিকান্দার রাজা, মিল্টন শুম্বা, রায়ান বার্ল, লুক জঙ্গোয়ে, ভিক্টর নিয়াউচি, রিচার্ড এনগারাভা, ওয়েলিংটন মাসাকাদজা।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
নির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
শনিবার জাতীয় পার্টির বর্ধিত সভানির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ