X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

প্রয়োজনে বাংলাদেশের ক্রিকেটেই থাকবে না সাকিব: পাপন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ আগস্ট ২০২২, ১৫:৫৬আপডেট : ১১ আগস্ট ২০২২, ২০:১৩

সরাসরি যুক্ত না হলেও নামি এক বেটিং প্রতিষ্ঠানের ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন সাকিব আল হাসান। এ নিয়ে কয়েক দিন ধরে তোলপাড় বাংলাদেশের ক্রিকেট আঙিনা। তার মধ্যেই এলো বড় এক ঘোষণা। সাকিব যদি বেটিং প্রতিষ্ঠানের ‘সঙ্গ’ ত্যাগ না করেন তাহলে বাংলাদেশের ক্রিকেটের সঙ্গেই তার কোনও সম্পর্ক থাকবে না বলে হুঁশিয়ারি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের!

আজ (বৃহস্পতিবার) বেক্সিমকো কার্যালয়ে সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘সাকিবের একটা চিঠি গতকাল (বুধবার) পাওয়ার কথা ছিল। আজকের (বৃহস্পতিবার) মধ্যে চলে আসার কথা। এরপর আমরা সাকিবের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবো। কোনও রকম (বেটিং প্রতিষ্ঠানে) সম্পৃক্ততা থাকলে অধিনায়কত্ব তো দূরের কথা, দলেই থাকবে না সে। সব ছেড়ে আসতে পারলেই কেবল এশিয়া কাপ খেলতে পারবে সাকিব।’

এশিয়া কাপের এবারের আসর হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। এই প্রতিযোগিতায় সাকিবের খেলা নির্ভর করছে বেটিং প্রতিষ্ঠানের সঙ্গে তার সম্পর্ক পুরোপুরি ছিন্ন হয়েছে কিনা, তার ওপর। কিন্তু প্রশ্ন হচ্ছে, সাকিব তো টেস্ট দলের অধিনায়ক, এই ফরম্যাটেও কি বিসিবি একই অবস্থানে থাকবে? পাপন এবার আরও কঠোর, ‘বাংলাদেশের ক্রিকেটের সঙ্গেই কোনও সম্পর্ক থাকবে না। যার বেটিংয়ের সঙ্গে সম্পর্ক আছে, এরকম কারও বাংলাদেশের ক্রিকেটে জায়গা হবে না। ওর ছেড়ে আসতেই হবে, না হলে বাংলাদেশের ক্রিকেটের সঙ্গেই থাকবে না সাকিব।’

উদাহরণ হিসেবে মোহাম্মদ আশরাফুলের ইস্যু সামনে এনেছেন বিসিবি প্রধান, ‘বিসিবি কোনোভাবেই এগুলোকে গ্রহণ করবে না। যে যেভাবেই এটাকে ব্যাখ্যা করুক বা না করুক। এটা থাকার (চুক্তি) কোনও সুযোগই নেই। তখন আমাদের আশরাফুলের মতো ক্রিকেটারকেও বাদ দিতে হয়েছে। কাজেই এখানে থাকার কোনও সুযোগ নেই।’

বেটিং প্রতিষ্ঠান বেটউইনারের অঙ্গ প্রতিষ্ঠান ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম বেটউইনার নিউজের পণ্যদূত হয়েছেন সাকিব। এ রকম একটি প্রতিষ্ঠানের পণ্যদূত হওয়া দেশের আইন এবং ক্রিকেট নীতির সঙ্গে সাংঘর্ষিক। এই কারণে এতটা কঠোর অবস্থানে বিসিবি। বেটিং প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার আগে সাকিবকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছিল। কিন্তু সাকিব তাতে সাড়া দেননি। এমনকি অবস্থান বদলানোর কোনও সিদ্ধান্ত এখনও জানাননি বিসিবিকে।

জানা গেছে, সাকিবের আগে বেটউইনার নিউজ ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ দলের আরেক ক্রিকেটারকে। কিন্তু বেটিং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান হওয়ার কারণে সেই ক্রিকেটার প্রস্তাবটি ফিরিয়ে দেন। যদিও দ্বিগুণ আর্থিক অফারে সাকিব সেটি লুফে নেন!

/আরআই/কেআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি