X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

আরব আমিরাতের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ সেপ্টেম্বর ২০২২, ১৮:২১আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২২, ১৮:৩৬

নিউজিল্যান্ডের ত্রিদেশীয় সিরিজের আগে স্বাগতিক আরব আমিরাতের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। মূলত প্রস্তুতির অংশ হিসেবেই সাকিব আল হাসানের দল ম্যাচগুলো খেলতে যাচ্ছে। এর পর দেশে ফিরে নিউজিল্যান্ডগামী বিমানে চাপবেন ক্রিকেটাররা।

বাংলাদেশ দল দুবাই যাচ্ছে আগামী ২২ সেপ্টেম্বর। সেখানে এক সপ্তাহের মতো ক্যাম্প করবে। কয়েক দিনের অনুশীলন শেষে আগামী ২৫ ও ২৭ সেপ্টেম্বর স্বাগতিক দলের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে। ম্যাচ শেষে ২৮ সেপ্টেম্বর দেশে ফিরবেন ক্রিকেটাররা। দেশে ফিরে দুইদিন বিশ্রাম নিয়ে তারা নিউজিল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়বেন। ওখানে পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলেই অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে রওয়ানা হবেন।

সংযুক্ত আরব আমিরাতের ক্যাম্প ও প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন কাজী নুরুল হাসান সোহান। তাকে ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপের জন্য সহঅধিনায়ক করা হয়েছে। সাকিব আল হাসান অনাপত্তিপত্র নিয়ে ক্যারিবীয় প্রিমিয়ার লিগ খেলতে ব্যস্ত আছেন। টিম ম্যানেজমেন্ট প্রয়োজন মনে করলে সাকিবকে ডেকে আনবে।

বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী সুজন, ‘আমাদের ২২ তারিখে দুবাই যাওয়ার বিষয়ে একটা পরিকল্পনা রয়েছে। ২২ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত সেখানে থাকবো। ২৮ তারিখ খুব সম্ভবত ফিরবো। এই সময়ের ভেতর আমাদের অনুশীলন ও দুটো প্র্যাকটিস ম্যাচ হওয়ার কথা রয়েছে। সেভাবেই আমরা আরব আমিরাত ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ করছি।’

মূলত প্রস্তুতির জন্যই আরব আমিরাতের সঙ্গে ম্যাচের আয়োজন করা হয়েছে। নিজেদের মধ্যে ম্যাচ খেললে সেই অর্থে কোনও প্রতিদ্বন্দ্বিতা থাকে না। সুজন আরব আমিরাতকে বেছে নেওয়ার কারণ হিসেবে বলেছেন, ‘যেহেতু আমাদের এখানে অনুশীলনের জন্য আবহাওয়া সহায়ক নয়, সেজন্য এই সিদ্ধান্ত নিয়েছিলাম। সহযোগী কিছু দেশের সঙ্গেও আমরা আলোচনা করেছি। একটা ক্যাম্প বা প্রস্তুতি সেশন যাই বলেন না কেন, সেটা আরব আমিরাতে আয়োজন করবো। ওদের জাতীয় দলের সঙ্গে আমাদের দুটো ম্যাচ হবে। কথাবার্তা হচ্ছে আমাদের। সে মোতাবেকই আমরা এগুচ্ছি।’

সাকিবের আরব আমিরাতে যোগ দেওয়ার সম্ভবনা আছে কিনা এমন প্রশ্নে প্রধান নির্বাহী বলেছেন, ‘সাকিব আল হাসানকে আগেই একটা ডোমেস্টিক টুর্নামেন্টের জন্য এনওসি দেওয়া আছে। ওই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। টিম ম্যানেজমেন্টই সিদ্ধান্ত নেবে, ওই সময় তাকে ফিরিয়ে আনার কতটুকু দরকার আছে।’

হুট করে আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ দুটোর পরিকল্পনা হলেও বেশিরভাগই কোচিং স্টাফকে পাওয়ার আশা করছেন প্রধান নির্বাহী, ‘আশা করছি, বেশিরভাগই থাকবে। যেহেতু হুট করে পরিকল্পনা, নিজেদের (কোচদের) প্রিপারেশনের ব্যাপার ছিল। তখন নিউজিল্যান্ডে কয়েকজনের যোগ দেওয়ার কথা ছিল। এখন আশা করছি দুবাইয়ে কোচিং স্টাফরা যুক্ত হবেন।’

বাংলাদেশ দলের টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরাম ভারতে ফিরে গেছেন। সেখান থেকেই তিনি আরব আমিরাতে দলের সঙ্গে যোগ দেবেন। আরব আমিরাতে যাওয়ার আগে ঢাকায় ক্রিকেটাররা ব্যক্তিগত উদ্যোগে অনুশীলন করবেন।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ
বিশ্বকাপে আবারও ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের জন্য হাহাকার
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেই বিদায় বলবেন ওয়ার্নার 
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা