X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ভুতুড়ে শুরুর পর পাকিস্তানকে ৭১ রানের লক্ষ্য

রবিউল ইসলাম, সিলেট থেকে
০৩ অক্টোবর ২০২২, ১১:০৩আপডেট : ০৩ অক্টোবর ২০২২, ২২:৫৩

সিলেটে পুরো রাত জুড়েই ঝুম বৃষ্টি হয়েছে। হুট করে হওয়া এই বৃষ্টির কারণে এখানে আগে ব্যাটিং করা বেশ কঠিনই। নিগার সুলতানার দলকে টসে হেরে সেই কঠিন কাজটিই করতে হলো। তবে তা করতে গিয়ে পরিকল্পনাহীন ব্যাটিংয়ের খেসারত দিলো টিম বাংলাদেশ। পাকিস্তানের বোলারদের কৃতিত্বের চেয়ে বাংলাদেশের ব্যাটারদের দায়ই বেশি দিতে হবে। নিগার সুলতানা, সালমা খাতুন, লতা মণ্ডলের ডাবল অংকের ফিগারের কারণে কোনোমতে ৭০ রানের সংগ্রহ দাঁড় করাতে পেরেছে বাংলাদেশ।

বৃষ্টির কারণে কিছু ভেজা উইকেটের সুযোগটাই কাজে লাগিয়েছে পাকিস্তান। সোমবার (৩ অক্টোবর) নারী এশিয়া কাপের এই ম্যাচে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে তারা। থাইল্যান্ডের বিপক্ষে দারুন শুরু করা দুই ওপেনার শামীমা আক্তার ও ফারজানা হক দুই জন পরপর দুই ওভারে ১ রান করে আউট হয়েছেন। অফস্ট্যাম্পের বরাবর বল কাট করতে গিয়ে শামীমা ক্লিন বোল্ড হন ডায়না বেগের বলে। পরের ওভারে মেডেন উইকেট নেন সাদিয়া ইকবাল। সুইপ করতে গিয়ে পিংকিও ক্লিন বোল্ড হয়ে সাজঘরে ফেরেন।

চার নম্বরে ব্যাটিংয়ে নামা রুমানা আহমেদও ভূমিকা রাখতে পারেননি। ৭ বলে ১ রান করে ডায়ানার বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন এই অলরাউন্ডার। সবমিলিয়ে প্রথম ৬ ওভারে বাংলাদেশ দল ১২ রান তুলতেই হারিয়ে ফেলে ৩ উইকেট। পঞ্চম ওভারে পর পর দুই বলে নিগার চার না মারলে রান দাঁড়াতো ৬ ওভারে ৪! প্রথম পাওয়ার প্লের তিন ওভারে কোন রানই নিতে পারেনি লাল-সবুজ জার্সিধারীরা। লতা মণ্ডলকে সঙ্গে নিয়ে অধিনায়ক নিগার সুলতানা শুরুর এই চাপ থেকে বের হওয়ার চেষ্টা করেন। কিন্তু দারুন ব্যাটিং করতে থাকা লতা মণ্ডল অলরাউন্ডার নিদা দারের বলে এলবিডব্লিউ হন। ১৯ বলে ১২ রান করেন এই ব্যাটার।

এরপর পঞ্চম উইকেটে সালমাকে সঙ্গে নিয়ে নিগার ১৫ রানের জুটি গড়েন। দলের হয়ে ১৭ রানের ইনিংস খেলা নিগার নিদা দারের শিকার হন। ৩০ বলে ২ চারে অধিনায়ক নিজের ইনিংসটি সাজিয়েছেন। দলের হয়ে সর্বোচ্চ ২৪ রানের ইনিংস খেলেন সালমা। ২৯ বলে ২ চারে নিজের ইনিংসটি সাজান এই ব্যাটার। সবমিলিয়ে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৭০ রান করতে পারে বাংলাদেশের মেয়েরা। বাংলাদেশকে একশ রানের নিচে চারবার আউট করলো পাকিস্তান। লাল-সবুজ জার্সিধারীদের সর্বনিম্ম স্কোর ৩০। পাকিস্তানের বিপক্ষে ২০১৮ সালে কক্সবাজারে ৩০ রানে আউট হয়েছিল মেয়েরা।

পাকিস্তানের বোলারদের মধ্যে ডায়না বেগ ১১ রানে ২টি এবং নিদা দার ১৯ রানে দুটি উইকেট নিয়েছেন। সাদিয়া ও সোহেলী একটি করে উইকেট নিয়েছেন।

/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থাইল্যান্ডের রাজা-রানির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
থাইল্যান্ডের রাজা-রানির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
আজকের আবহাওয়া: কোন জেলায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোন জেলায় কেমন গরম পড়বে
রাফায় আবারও ব্যাপক হামলা ইসরায়েলের
রাফায় আবারও ব্যাপক হামলা ইসরায়েলের
স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে ছেলে, রান্নাঘরে পুড়ে মারা গেলেন মা
স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে ছেলে, রান্নাঘরে পুড়ে মারা গেলেন মা
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ