X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

এনামুল-মিঠুন-মুমিনুলদের নিয়ে চেন্নাই যাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ অক্টোবর ২০২২, ১২:২৯আপডেট : ০৫ অক্টোবর ২০২২, ১২:৩৭

তামিলনাড়ু একাদশের বিপক্ষে দুটি চারদিনের ম্যাচ ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলতে ভারত সফরে যাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল। ম্যাচের জন্য বিসিবি একাদশ নামে দল গঠন করলেও মূলত এটি ‘এ’ দলই। সেখানে রাখা হয়েছে সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হককে। মোহাম্মদ মিঠুনের নেতৃত্বে বুধবার সকালে দুই ফরম্যাটের দল ঘোষণা করেছে বিসিবি।

আফগানিস্তান ‘এ’ দলের সঙ্গে সিরিজ খেলতে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার কথা ছিল বাংলাদেশ ‘এ’ দলের। কিন্তু সিরিজটি না হওয়ায় বিকল্প হিসেবে চেন্নাই সফরের পরিকল্পনা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সফরে মুমিনুলকে নেওয়ার কারণ বেশ কিছুদিন ধরেই রানে নেই। তাই পূর্ব পরিকল্পনার অংশ হিসেবে তাকে দলে নেওয়া। সর্বশেষ ৯ ইনিংসে দুই অঙ্কের ঘরেও পৌঁছাতে পারেননি। অবস্থা এমন দাঁড়ায় যে, ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট একাদশেও জায়গা হারিয়েছেন। 

অবশ্য ওয়েস্ট ইন্ডিজ সফরের চারদিনের ম্যাচের স্কোয়াডে থাকা ৫ ক্রিকেটারকে চেন্নাই সফরের দলে রাখা হয়নি। তারা হলেন- জাকির হাসান, ফজলে রাব্বি মাহমুদ, শাহাদত হোসেন দিপু, তানভির ইসলাম ও মুকিদুল ইসলাম। 

এছাড়া ওয়ানডে সিরিজেও আছে ৮ পরিবর্তন। ক্যারিবীয় সফরে থাকা দুই ক্রিকেটার সৌম্য সরকার ও সাব্বির রহমান এখন জাতীয় দলের হয়ে নিউজিল্যান্ড সফর করছেন। উইন্ডিজ ওই সফর থেকে বাদ পড়েছেন জাকির হাসান, শাহাদাত হোসেন দিপু, জাকের আলী, নাঈম হাসান, রকিবুল হাসান ও সৈয়দ খালেদ আহমেদ।

এই ফরম্যাটে সুযোগ পেয়েছেন সর্বশেষ যুব বিশ্বকাপে দারুণ পারফর্ম করা পেস বোলিং অলরাউন্ডার রিপন মণ্ডল। সুযোগ পেয়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেনও। ২০২০ যুব বিশ্বকাপজয়ী দলের দুই ক্রিকেটার শামীম হোসেন ও আকবর আলীও চেন্নাই সফরের দলে আছেন।

আগামী রবিবার চেন্নাইয়ে যাবে বিসিবি একাদশ। প্রথম চারদিনের ম্যাচটি মাঠে গড়াবে আগামী বুধবার। দ্বিতীয় ও শেষ ম্যাচটি ১৯ অক্টোবর। একদিনের ম্যাচের সিরিজ অনুষ্ঠিত হবে ২৭, ২৯ ও ৩১ অক্টোবর।

চারদিনের ম্যাচের স্কোয়াড: মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সাদমান ইসলাম, সাইফ হাসান, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, এনামুল হক (বিজয়), তৌহিদ হৃদয়, জাকের আলী অনিক, নাঈম হাসান, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা, মুকিদুল ইসলাম, এনামুল হক।

একদিনের ম্যাচের স্কোয়াড: মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সাইফ হাসান, এনামুল হক বিজয়, মোহাম্মদ নাঈম শেখ, মাহমুদুল হাসান জয়, শামীম হোসেন, তৌহিদ হৃদয়, আকবর আলি, তানভির ইসলাম, শেখ মেহেদি হাসান, মৃত্যুঞ্জয় চৌধুরী, রিপন মন্ডল, মুকিদুল ইসলাম, রিশাদ হোসেন, রেজাউর রহমান রাজা।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!