X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

পাকিস্তানকে হারিয়ে থাইল্যান্ডের ইতিহাস

রবিউল ইসলাম, সিলেট থেকে
০৬ অক্টোবর ২০২২, ১৩:৫২আপডেট : ০৬ অক্টোবর ২০২২, ১৪:০২

উপভোগের মন্ত্রে উজ্জীবিত হয়ে খেলতে নেমেছিল থাইল্যান্ডের মেয়েরা। বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিপক্ষে আগের দুই ম্যাচে হারলেও পাকিস্তানকে রুখে দিয়েছে থাইল্যান্ড। আজ (বৃহস্পতিবার) নারী এশিয়া কাপে শেষ ওভারের রোমাঞ্চে পাকিস্তানকে ৪ উইকেটে হারিয়ে ঐতিহাসিক জয় তুলে নিয়েছে তারা।

থাইল্যান্ড এই জয়ে সেমিফাইনালের দৌড়ে যোগ দিলো। তাদের বাকি তিন ম্যাচ সংযুক্ত আর আমিরাত, মালয়েশিয়া ও ভারতের বিপক্ষে। অন্তত দুটি ম্যাচ জিততে পারলে সেমিফাইনাল খেলার সম্ভাবনা থাকবে।

পাকিস্তানের দেওয়া ১১৭ রানের লক্ষ্যে খেলতে নেমে ৪০ রানের ওপেনিং জুটি পায় থাইল্যান্ড। ওপেনার নান্নাপাট কনচরোয়েঙ্কাই ১৬ রানে আউট হলেও অপরপ্রান্তে থাকা আরেক ওপেনার নাথাকান চান্থাম হাফসেঞ্চুরির দেখা পেয়েছেন। তার ৫১ বলে ৬১ রানের ইনিংসে ভর করে ১ বল বাকি থাকতে জয়ের দেখা পায় থাইল্যান্ড। যদিও এই ওপেনার ম্যাচ শেষ করে আসতে পারেননি। ১৯তম ওভারের চতুর্থ বলে লম্বা শটস খেলতে গিয়ে ডিপ মিডউইকেটে ক্যাচ তুলে বিদায় নেন।

নাথাকান যখন আউট হন তখনও ৮ বলে প্রয়োজন ১২ রানের। নিদা বাকি ২ বলে আর ২ রান দিলে শেষ ওভারে জিততে থাইল্যান্ডের লাগে ১০ রান। শেষ ওভারে প্রথম বলে ডায়ানা বেগ ওয়াইড দেন। পরের বলে নাত্তায়া বুচাথাম নেন ১ রান। নতুন ব্যাটার রোচেনান কানোহ তৃতীয় বলে চার মেরে থাইল্যান্ডকে ম্যাচে ফেরান। পঞ্চম বলে মিডউইকেট দিয়ে সিঙ্গেল নিয়ে ম্যাচ জেতান বুচাথাম।

পাকিস্তানের নিদা ও তুবা হাসান ২টি করে উইকেট নিয়েছেন।

এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। সিদ্রা আমিনের হাফসেঞ্চুরিতে ৫ উইকেটে ১১৬ রান করে তারা। টপ অর্ডারে বিসমাহ মারুফ ও নিদা দার ব্যর্থ হলে খুব বড় সংগ্রহ দাঁড় করাতে পারেনি পাকিস্তান। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৬ রান সংগ্রহ করে পাকিস্তান।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!