X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

সাকিবকে নিয়ে মাশরাফি, ‘হি উইল কাম এজ অ্যা কিং’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জানুয়ারি ২০২৩, ১৯:৩১আপডেট : ২৬ জানুয়ারি ২০২৩, ১৯:৩১

বিপিএলে এবার নতুন রূপে দেখা গেছে সাকিব আল হাসানকে। প্রতি ম্যাচেই ব্যাট হাতে দুর্দান্ত খেলছেন তিনি। এখন পর্যন্ত ৭ ম্যাচের ৬ ইনিংসে ব্যাট হাতে ৭৬ গড় আর ১৯২.৪০ স্ট্রাইক রেটে ৩০৪ রান করেছেন। হাফ সেঞ্চুরি পেয়েছেন তিনটি। সাকিবের এমন পারফরম্যান্সে মুগ্ধ সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও।

গত কয়েক বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটে বল হাতে ভালো করলেও সাকিবের ব্যাটিংটা ঠিকঠাক হচ্ছিল না। বিপিএলে ভালো করতে ব্যাটিং স্ট্যান্সে কিছু পরিবর্তন এনেছেন। আগে স্ট্যাম্প আড়াল করে উইকেট বরাবর দাঁড়াতেন। এখন কিছুটা সরে শট খেলার জায়গা তৈরি করে ব্যাটিং করছেন। তাতে উইকেটের চারপাশে প্রতিনিয়ত শট খেলতে পারছেন তিনি। সাকিবের এসব পরিবর্তন বেশ চোখে পড়েছে মাশরাফির।

বৃহস্পতিবার সিলেটে অনুশীলন শেষে সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক বলেছেন, ‘ভারত সিরিজে শর্ট বলে একটু স্ট্রাগল করছিল। মানে রিসেন্ট পাস্টে। সে এরপর স্টান্সটা কিছুটা পরিবর্তন করেছে। তাতে করে এখন সে উইকেটের চারপাশে শট খেলতে পারছে। এটা সাকিবের মতো প্লেয়ারদের কাছ থেকে অবাক হওয়ার কিছু নয়। কারণ বিশ্বমানের খেলোয়াড়রা নিজেদের পথটা বের করে নেয়। সাকিব এর চেয়েও ভালো কিছু করলে অবাক হওয়ার কিছু নেই। ওর কাছে আপনি প্রত্যাশা করেন যে, হি উইল কাম এজ অ্যা কিং অ্যান্ড পারফর্ম এজ অ্যা কিং।’

সাকিবের পারফরম্যান্স নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেও নিজের পারফরম্যান্স নিয়ে মাশরাফি তেমন কিছু দেখালেন না। প্রায় ৮ মাস পর বিপিএলে নেমে দারুণ বোলিং করেছেন। ৭ ম‌্যাচে ১৭৭ রান খরচ করে ৯ উইকেট নিয়েছেন। নিজের বোলিং নিয়ে সিলেট অধিনায়ক বলেছেন, ‘আমার বোলিং...শেষ আট মাস আসলে ব‌্যস্ত ছিলাম, ব‌্যস্ত থাকি আসলে অন‌্য কাজে। ভেতরে চার-পাঁচদিন বোলিং করেছি, অনুশীলন করেছি। এখন পর্যন্ত সব কিছু ঠিক আছে। দেখা যাক সামনে কী হয়।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!